বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৭। আগষ্ট ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?
- (ক) ৩ আগস্ট ২০২৪
- (খ) ৪ আগস্ট ২০২৪
- (গ) ৫ আগস্ট ২০২৪
- (ঘ) ৬ আগস্ট ২০২৪
- উওরঃ(গ)
- ০২. ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- (ক) ড. আসিফ নজরুল
- (খ) ওয়াহিদউদ্দিন মাহমুদ
- (গ) মো. সাহাবুদ্দিন
- (ঘ) ড. মুহাম্মদ ইউনূস
- উত্তর:(ঘ)
- ০৩. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
- (ক) ৪৬টি
- (খ) ৪৮টি
- (গ) ৪৯টি
- (ঘ) ৫০টি
- উওরঃ(ঘ)
- ০৪. দেশের ৫০তম নদীবন্দর কোনটি?
- (ক) রাজশাহী নদীবন্দর
- (খ) মোহনগঞ্জ নদীবন্দর, নেত্রকোনা
- (গ) ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট
- (ঘ) সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী
- উত্তর:(গ)
- ০৫. ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
- (ক) ৪২টি
- (খ) ৪৩টি
- (গ) ৪৪টি
- (ঘ) ৪৫টি
- উওরঃ(ঘ)
- ০৬. দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল?
- (ক) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
- (খ) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
- (গ) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
- (ঘ) তৃণমূল বিএনপি
- উত্তর:(ক)
- ০৭. বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত?
- (ক) ৬২ বছর
- (খ) ৬৫ বছর
- (গ) ৬৭ বছর
- (ঘ) বয়সসীমা নেই
- উওরঃ(ঘ)
- সংস্থা-প্রতিষ্ঠানের প্রধান
- ০৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
- (ক)রেহমান সোবহান
- (খ) বদিউল আলম মজুমদার
- (গ) আহসান এইচ মনসুর
- (ঘ) মোশতাক হোসেন খান
- উত্তর:(গ)
- ০৯. দেশের ২৫তম প্রধান বিচারপতি কে?
- (ক) বিচারপতি এম ইনায়েতুর রহিম
- (খ) বিচারপতি আবু জাফর সিদ্দিকী
- (গ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
- (ঘ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম
- উওরঃ(গ)
- আন্তর্জাতিক
- ১০. থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
- (ক) পিটাকা সুকসাওয়াত
- (খ) আনন্দ পানিরচুন
- (গ) ইংলাক সিনাওয়াত্রা
- (ঘ) পেতংতার্ন সিনাওয়াত্রা
- উত্তর:(ঘ)
- ১১. বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু হয়?
- (ক) চীন
- (খ) ফ্রান্স
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) রাশিয়া
- উওরঃ(ক)
- ১২. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কো
- (ক) সারাহ পলিন
- (খ) হিলারি ক্লিনটন
- (গ) কমলা হ্যারিস
- (ঘ) ম্যাডেলিন অলব্রাইট
- উত্তর:(গ)
- সংস্থার সদস্য
- ১৩. ২৩ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID'র সদস্যপদ লাভ করে?
- (ক) চীন
- (খ) ভেনেজুয়েলা
- (গ) নিরক্ষীয় গিনি
- (ঘ) হন্ডুরাস
- উওরঃ(গ)
- ১৪. স্থায়ী সালিশি আদালতের (PCA) বর্তমান সদস্য দেশ কতটি?
- (ক) ১২১টি
- (খ) ১২২টি
- (গ) ১২৩টি
- (ঘ) ১২৪টি
- উত্তর:(গ)
- ১৫. আগস্ট ২০২৪ কোন দেশ PCA'র ১২৩তম সদস্যপদ লাভ করে?
- (ক) জিবুতি
- (খ) আফগানিস্তানও
- (গ) মঙ্গোলিয়া
- (ঘ) ভানুয়াতু
- উওরঃ(গ)
- রিপোর্ট-সমীক্ষা
- ১৬. Lloyd's List'র ২০২৪ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি?
- (ক) সিঙ্গাপুর বন্দর
- (খ) সাংহাই বন্দর, চীন
- (গ) বুসান বন্দর,দ. কোরিয়া
- (ঘ) নিংবো জওশান বন্দর, চীন
- উত্তর:(খ)
- ১৭. Lloyd's List'র ২০২৪ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত?
- (ক) ৫৮তম
- (খ) ৬৭তম
- (গ) ৭০তম
- (ঘ) ৭৬তম
- উওরঃ(খ)
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩
- ১৮. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) বাংলাদেশ
- (গ) ভিয়েতনাম
- (ঘ) ভারত
- উত্তর:(ক)
- ১৯. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ১ম
- (খ) ২য়
- (গ) ৩য়
- (ঘ) ৪র্থ
- উওরঃ(খ)
- ২০. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) জাপান
- (গ) যুক্তরাজ্য
- (ঘ) হংকং
- উত্তর:(ক)
- ২১. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) তুরস্ক
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) ভারত
- (ঘ) চীন
- উওরঃ(ঘ)
- ২২.একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) ভিয়েতনাম
- (গ) চীন
- (ঘ) বাংলাদেশ
- উত্তর:(ক)
- ২৩. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ২য়
- (খ) ৩য়
- (গ) ৪র্থ
- (ঘ) ৫ম
- উওরঃ(গ)
- ক্রীড়াঙ্গন
- ২৪. ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ১৪-৩০ জুন ২০২৮
- (খ) ১৪-৩০ জুলাই ২০২৮
- (গ) ১৪-৩০ আগস্ট ২০২৮
- (ঘ) ১৪-৩০ সেপ্টেম্বর ২০২৮
- উত্তর:(খ)
- ২৫.৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) বেইজিং (চীন)
- (খ) সিউল (দ. কোরিয়া)
- (গ) লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
- (ঘ) ব্রিসবেন (অস্ট্রেলিয়া)
- উওরঃ(গ)
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৫ পর্যন্ত
- বাংলাদেশ
- প্রশ্ন:০১. দেশে প্রথম ফ্লেপার্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে?
- উত্তর: ১৮ আগস্ট ২০২৪।
- প্রশ্ন: ০২. আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত?
- উত্তর: বি প্লাস (B+)।
- প্রশ্ন: ০৩.দ্য কনভেনশন অন এবোলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন। অব ফরেন পাবলিক ডকুমেন্ট'-এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে?
- উত্তর: ২৯ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ০৪. সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল করা হয় কবে?
- উত্তর: ৩ আগস্ট ২০২৪।
- প্রশ্ন: ০৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের। জাতটির নাম কী?
- উত্তর: বিইউ সয়াবিন-৫।
- প্রশ্ন: ০৬. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কী?
- উত্তর: আহসান এইচ মনসুর।
- প্রশ্ন: ০৭. অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে?
- উত্তর:৪ জন।
- প্রশ্ন: ০৮.বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-discrimination Students Movement) গঠিত হয় কবে?
- উত্তর: ১ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ০৯.বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ((IGP) কে?
- উত্তর: মো. ময়নুল ইসলাম।
- প্রশ্ন: ১০. বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে?
- উত্তর:মো . আসাদুজ্জামান।
- প্রশ্ন: ত্রিপুরার ডুমুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
- উত্তর: গোমতী।
- আন্তর্জাতিক
- প্রশ্ন: ১২.৮ আগস্ট ২০২৪ ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ?
- উত্তর: রাশিয়া।
- প্রশ্ন: ১৩. ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিংমেট নির্বাচিত হন কে?
- উত্তর: টিম ওয়ালেজ।।
- প্রশ্ন: ১৪. তুরস্ক-ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে?
- উত্তর: ১৫ আগস্ট ২০২৪।
- প্রশ্ন: ১৫. চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে
- উত্তর: আরব আমিরাত।
- প্রশ্ন: 1৬. ৯ জুলাই ২০২৪ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কী?
- উত্তর: মাওলানা বদরুদ্দিন হাক্কানি।
- প্রশ্ন: ১৭. ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী নুসানতারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে?
- উত্তর: ১২ আগস্ট ২০২৪।
- প্রশ্ন: ১৮. ৬ আগস্ট ২০২৪ ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে?
- উত্তর: কুরস্ক।
- প্রশ্ন: ১৯.আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
- উত্তর:৩০ আগস্ট।
- প্রশ্ন: ২০. ১৯ আগস্ট ২০২৪ 'ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ' শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়?
- উত্তর: নয়াদিল্লি, ভারত।
- প্রশ্ন: ২১. ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে?
- উত্তর: আব্বাস আরাকচি।
- প্রশ্ন: ২২.৬ আগস্ট ২০২৪ হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- উত্তর: ইয়াহিয়া সিনওয়ার।
- প্রশ্ন: ২৩. থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কী?
- উত্তর: পেতংতার্ন সিনাওয়াত্রা।
- প্রশ্ন: ২৪. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশেও।
- উত্তর: আফ্রিকার বতসোয়ানায়।
- প্রশ্ন: ২৫.দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কী?
- উত্তর: তান সুশান।
- প্রশ্ন: ২৬.Decade of action for cryosphere sciences-এর সময়কাল
- উওর: ২০২৫-২০৩৪।
- প্রশ্ন: ২৭. ICSID'র বর্তমান সদস্য দেশ বর্তী।
- উত্তর: ১৬৬টি।
- প্রশ্ন: ২৮. ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID ত্যাগ করে?
- উত্তর: হন্ডুরাস।
- প্রশ্ন: ২৯. বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: চীন।।
- প্রশ্ন: ৩০. বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: যুক্তরাষ্ট্র।
- ক্রীড়াঙ্গন
- প্রশ্ন: ৩১. বাংলাদেশ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয় লাভ করে?
- উত্তর: ২০টি।
- প্রশ্ন: ৩২. ২৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয় লাভ করে?
- উত্তর: পাকিস্তান।
- প্রশ্ন: ৩৩.টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
- উত্তর: ২০২৭ সালের মার্চে।
- প্রশ্ন: ৩৪. বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর ১৭তম সভাপতি হন কে?
- উত্তর: ফারুক আহমেদ। ।
- প্রশ্ন: ৩৫. ২০২৪ সালের ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ?
- উত্তর:যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ৩৬. প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: যুক্তরাষ্ট্র
- প্রশ্ন: ৩৭. প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: যুক্তরাষ্ট্র (৪০টি)।
- প্রশ্ন: ৩৮. প্যারিস অলিম্পিক ২০২৪ ম্যারাথনে (পুরুষ) চ্যাম্পিয়ন হন কে?
- উত্তর: তামিরাত তোলা (ইথিওপিয়া)।
চাকরি পরীক্ষার সমন্বিত মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ৪০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
- (ক) ক,খ
- (খ) ত,দ
- (গ) খ,ঝ
- (ঘ) চ,জ
- উওরঃ(গ)
- ০২. 'শৈশব'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- (ক) শিশু + ষ্ণ
- (খ) শিশু + শব
- (গ) শৈ+ শব
- (ঘ) শিশু + ষ্ণ্য
- উত্তর:(ক)
- ০৩. 'তিলে তৈল হয়' এখানে 'ভিল' কোন কারকে কোন বিভক্তি?
- (ক) অপাদানে ৭মী
- (খ) অধিকরণে শূন্য
- (গ) অধিকরণে ৭মী
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(ক)
- ০৪. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য কোনটি?
- (ক) পাতালে হাসপাতালে
- (খ) বন্দী শিবির থেকে
- (গ) একদা এক রাজ্যে
- (ঘ) যখন উদ্যত সঙ্গীন
- উত্তর:(খ)
- ০৫. 'প্রসূন'-এর প্রতিশব্দ হচ্ছে-
- (ক) পাখি
- (খ) পুষ্প
- (গ) কেশ
- (ঘ) কোকিল
- উওরঃ(খ)
- ০৬. অর্থ অনর্থ ঘটায়- কোন কারকে কোন বিভক্তি?
- (ক) কর্তায় শূন্য
- (খ) করণে ৭মী
- (গ) কর্মে শূন্য
- (ঘ) অপাদানে শূন্য
- উত্তর:(গ)
- ০৭. আকাশ' কোন শব্দের উদাহরণ?
- (ক) তদ্ভব
- (খ)তৎসম
- (গ) অর্ধতৎসম
- (ঘ) ফারসি
- উওরঃ(খ)
- ০৮. ইঁদুর কপালে' কোন সমাস?
- (ক) বহুব্রীহি
- (খ) কর্মধারয়
- (গ) দ্বন্দ্ব
- (ঘ) তৎপুরুষ
- উত্তর:(ক)
- ০৯.ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
- (ক) সাধুরীতি
- (খ) কথ্যরীতি
- (গ) চলিতরীতি
- (ঘ) বানানরীতি
- উওরঃ(গ)
- ১০. নিচের কোন শব্দটি শুদ্ধ?
- (ক) তৃন
- (খ) ঘৃণা
- (গ) কস্ট
- (ঘ) স্টীমার
- উত্তর:(খ)
- ১১. লোকটি গরিব কিন্তু সৎ' এটি কোন ধরনের বাক্য?
- (ক) সরল
- (খ) জটিল
- (গ) মিশ্র
- (ঘ) যৌগিক
- উওরঃ(ঘ)
- ১২. কোনটি উভয়লিঙ্গের উদাহরণ?
- (ক) পাঠক
- (খ) রাষ্ট্রপতি
- (গ) গুণবতী
- (ঘ) ভাগ্যবান
- উত্তর:(খ)
- ১৩. মধ্যযুগের বাংলা-সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
- (ক) শ্রীকৃষ্ণকীর্তন
- (খ) বৈষ্ণব পদাবলী
- (গ) লাইলি মজনু
- (ঘ) পদ্মাবতী
- উওরঃ(ক)
- ১৪. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম-
- (ক) আবুল ফজল
- (খ) আব্দুল হাই
- (গ) কাজেম আল কুরায়েশী
- (ঘ) শেখ আজিজুর রহমান
- উত্তর:(ঘ)
- ১৫. মতিচুর কার লেখা?
- (ক) সুফিয়া কামাল
- (খ) কুসুমকুমারী দাশ
- (গ)রোকেয়া সাখাওয়াত হোসেন
- (ঘ) কামিনী রায়
- উওরঃ(গ)
- ১৬. কবিকঙ্কণ কে ছিলেন?
- (ক) ভারতচন্দ্র
- (খ) মুকুন্দরাম চক্রবর্তী
- (গ) বিদ্যাপতি
- (ঘ) কোরেশি মাগন ঠাকুর
- উত্তর:(খ)
- ১৭. অন্যপুষ্ট কোন পাখিকে বলা হয়?
- (ক) কাক
- (খ) ময়ূর
- (গ) কবুতর
- (ঘ) কোকিল
- উওরঃ(ঘ)
- ১৮. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার?
- (ক) ভারতচন্দ্র
- (খ) ঈশ্বরগুপ্ত
- (গ) মুকুন্দরাম
- (ঘ) দীনবন্ধু মিত্র
- উত্তর:(ক)
- ১৯. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
- (ক) গাজী মিয়ার বস্তানী
- (খ) আলালের ঘরের দুলাল
- (গ) হুতোম প্যাঁচার নকশা
- (ঘ) কলিকাতা কমলালয়
- উওরঃ(ক)
- ২০. সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই'- কে বলেছেন?
- (ক) চণ্ডীদাস
- (খ) বিবেকানন্দ
- (গ) রামকৃষ্ণ পরমহংস
- (ঘ) জ্ঞানদাস
- উত্তর:(ক)
- ২১.নিচের কোন বানানটি শুদ্ধ
- (ক) মনীষি
- (খ) মনিষি
- (গ) মনিষী
- (ঘ) মনীষী
- উওরঃ(ক)
- ২২. সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
- (ক) সুখাংশু
- (খ) শশাঙ্ক
- (গ) বিধু
- (ঘ) আদিত্য
- উত্তর:(ঘ)
- ২৩. 'অবরোধবাসিনী' গ্রন্থটির রচয়িতা কে?
- (ক) সুফিয়া কামাল
- (খ) কাজী নজরুল ইসলাম
- (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
- (ঘ) দীনবন্ধু মিত্র
- উওরঃ(গ)
- ২৪. Choose the antonym for 'soggy'.
- (ক) Moist
- (খ) Soaked
- (গ) Dry
- (ঘ) Soft
- উত্তর:(গ)
- ২৫. The comparative degree of 'cold' is-
- (ক) cooler
- (খ) colder
- (গ) coldest
- (ঘ) coolest
- উওরঃ(খ)
- ২৬. She was glad when the meeting was over. The underlined word is-
- (ক) a verb
- (খ) a noun
- (গ) an adverb
- (ঘ) an adjective
- উত্তর:(ঘ)
- ২৭. Who is an Indian writer?
- (ক) T. S. Eliot
- (খ) R. K. Narayan
- (গ) Jane Austen
- (ঘ) G. Orwell
- উওরঃ(খ)
- ২৮. The color of his eyes-blue.
- (ক) are
- (খ) is
- (গ) were
- (ঘ) was
- উত্তর:(ঘ)
- ২৯. Smoking tells-our health. (Fill in the gap)
- (ক) upon
- (খ) above
- (গ) about
- (ঘ) into
- উওরঃ(ক)
- ৩০. Which one is spelt correctly?
- (ক) accomodation
- (খ) accommodation
- (গ) acommodation
- (ঘ) Acomodation
- উত্তর:(খ)
- ৩১. Which one is a noun?
- (ক) Access
- (খ) Reduce
- (গ) Unfair
- (ঘ) Sick
- উওরঃ(ক)
- ৩২. 'A farewell to Arms' is written by-
- (ক) G. B. Shaw
- (খ) William Shakespeare
- (গ) Ermest Hemingway
- (ঘ) Ben Jonson
- উত্তর:(গ)
- ৩৩.. The children were arguing amongst
- (ক) them
- (খ) theirself
- (গ) themselves
- (ঘ) themself
- উওরঃ(গ)
- ৩৪. 'Eat like a horse' refers to-
- (ক) eating quickly
- (খ) eating head down
- (গ) eating too much
- (ঘ) eating too less
- উত্তর:(গ)
- ৩৫. Identify the correct spelling.
- (ক) Progrum
- (খ) Programatically
- (গ) Programmatic
- (ঘ) Programm
- উওরঃ(গ)
- ৩৬.'cannibal' is a person who eats
- (ক) human flesh
- (খ) only plants
- (গ) only sweets
- (ঘ) all types of fish and vegetables
- উত্তর:(ক)
- ৩৭. Which one is the antonym of Endurance?
- (ক) Tolerance
- (খ) Impatience
- (গ) Patience
- (ঘ) Forbearence
- উওরঃ(খ)
- ৩৮. Identify the correct sentence.
- (ক) The criminal was hung for murder
- (খ) He has come home last night
- (গ) The boat get drowned into the sea
- (ঘ) I have had my lunch already
- উত্তর:(ঘ)
- ৩৯. Which word is in the past form?
- (ক) Uprisen
- (খ) Read
- (গ) Mistaken
- (ঘ) Sung
- উওরঃ(খ)
- ৪০. The plural form of 'Oasis' is
- (ক) oases
- (খ) oasises
- (গ) oasiss
- (ঘ) oasea
- উত্তর:(ক)
প্রশ্ন ৪১ থেকে ৮০ পর্যন্ত
- ৪১. What is the verb of 'legal'?
- (ক) Legally
- (খ) Legalise
- (গ) Legalisation
- (ঘ) Legality
- উওরঃ(খ)
- ৪২. He died-cholera
- (ক) at
- (খ) of
- (গ) from
- (ঘ) by
- উত্তর:(খ)
- ৪৩. What is the time your watch.
- (ক) at
- (খ) by
- (গ) in
- (ঘ) to
- উওরঃ(খ)
- ৪৪. Maiden Speech means?
- (ক) First Speech
- (খ) Last Speech
- (গ) Late Speech
- (ঘ) Long speech
- উত্তর:(ক)
- ৪৫. Choose the correct option: The number of students seeking admission'
- (ক) has increased
- (খ) have increased
- (গ) is increased
- (ঘ) have been increased
- উওরঃ(ক)
- ৪৬. mother rose in her.
- (ক) A
- (খ) An
- (গ) The
- (ঘ) No article
- উত্তর:(গ)
- ৪৭. x-y এর সাথে কত যোগ করলে যোগফল
- (ক) x2-y2_xy
- (খ) 2x2-y2_xy
- (গ) y2-x2_xy
- (ঘ) x2-2y2_xy
- উওরঃ(গ)
- ৪৮. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
- (ক) ১৫%
- (খ) ১৬%
- (গ) ৮%
- (ঘ) ১২%
- উত্তর:(ঘ)
- ৪৯. সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বছর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত?
- (ক) ৩%
- (খ) ৩.৫%
- (গ) 8%
- (ঘ) ৪.৫%
- উওরঃ(খ)
- ৫০. ৫৬টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- (ক) ক্ষতি ৫%
- (খ) লাভ ১০%
- (গ) ক্ষতি ১০%
- (ঘ) কোনো লাভ বা ক্ষতি হবে না
- উত্তর:(ঘ)
- ৫১. ১০-এর ৩০% কোন সংখ্যার ১০%?
- (ক) ১০
- (খ) ২০
- (গ) ৩০
- (ঘ) ৪০
- উওরঃ(গ)
- ৫২. বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ 42 কত মিটার?
- (ক) 4√2
- (খ) 16
- (গ) 32
- (ঘ) 32√2
- উত্তর:(ক)
- ৫৩. 4x+1 32 হলে, x এর মান কত?
- (ক) 4
- (খ) 2
- (গ) 3-2
- (ঘ) 5-2
- উওরঃ(গ)
- ৫৪. ১২০টি ২৫ পয়সা ও ১০ পয়সার কয়েন একসাথে ২৭ টাকা হলে, ১০ পয়সার কয়েন কতটি?
- (ক)১০০টি
- (খ) ৮০টি
- (গ) ৪০টি
- (ঘ) ২০টি
- উত্তর:(ঘ)
- ৫৫. ২r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত?
- (ক) 2πr2
- (খ) 4π
- (গ) 2πr
- (ঘ) 4πr
- উওরঃ(ঘ)
- ৫৬. Logx√8 = 3 হলে x এর মান কত?
- (ক) 32
- (খ) 8
- (গ) 3
- (ঘ) √8
- উত্তর:(ক)
- ৫৭. একটি থলিতে ৫টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
- (ক) 3-10
- (খ) 5-7
- (গ) 7-5
- (ঘ) 7-10
- উওরঃ(খ)
- ৫৮. 4 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
- (ক) ৪π বর্গ সেমি
- (খ) 6π বর্গ সেমি
- (গ) 4π বর্গ সেমি
- (ঘ) 2√2π বর্গ সেমি
- উত্তর:(ক)
- ৫৯. ১+৩+৫+৭.... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
- (ক) n(n+1)
- (খ) n(n-1)
- (গ) n²
- (ঘ) n²+1
- উওরঃ(গ)
- ৬০. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সে.মি. হলে, এর উচ্চতা কত সে. মি.?
- (ক) 2√3
- (খ) 4√3
- (গ) 3√3_2
- (ঘ) 3√3_4
- উত্তর:(গ)
- ৬১. a+b=√7,a-b=√3 হলে, 5ab এর মান কত?
- (ক) √3
- (খ) √7
- (গ 5
- (ঘ) 7
- উওরঃ(গ)
- ৬২. ০.০১ ০ ০.০১ = ?
- (ক) ০.০০১
- (খ) ০.০০০১
- (গ) ০.০১
- (ঘ) ০.১
- উত্তর:(খ)
- ৬৩. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
- (ক) 2:3
- (খ) 5:6
- (গ) 6:5
- (ঘ) 13:9
- উওরঃ(ঘ)
- ৬৪. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
- (ক) ৪
- (খ) ৫
- (গ) ৬
- (ঘ) ৭
- উত্তর:(গ)
- ৬৫. বার্ষিক শতকরা ১২২% সুদে কত টাকায় ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
- (ক) ১০০
- (খ) ২০০
- (গ) ৩০০
- (ঘ) ৪০০
- উওরঃ(খ)
- ৬৬. ৫ টাকায় ৮টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
- (ক) ৩০-১-৩%
- (খ) ৩১-১-৩%
- (গ) ৩১-১-৩%
- (ঘ) ৩৩-১-৩%
- উত্তর:(ঘ)
- ৬৭. ঘণ্টায় ২ কি.মি. গতি বৃদ্ধি করায় ৩৬ কি. মি.পথ অতিক্রম করতে ৩ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কি.মি. ছিল?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৬
- (ঘ) ৮
- উওরঃ(খ)
- ৬৮. ৪ জন পুরুষ বা ৬ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ) ৬
- উত্তর:(খ)
- ৬৯. যদি x² + 1 = √3x হয়, তাহলে x²+= কত?
- (ক) ২
- (খ) ১
- (গ) ০
- (ঘ) ৩
- উওরঃ(খ)
- ৭০. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত সে.মি.?
- (ক) ৩৬
- (খ) ৪৮
- (গ) ৫৬
- (ঘ) ৭২
- উত্তর:(ক)
- ৭১.কোন অনুচ্ছেদবলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলি পরিবর্তনযোগ্য নয়?
- (ক) অনুচ্ছেদ-৭
- (খ) অনুচ্ছেদ-৭(ক)
- (গ) অনুচ্ছেদ-৭ (খ)
- (ঘ) অনুচ্ছেদ-৮
- উওরঃ(গ)
- ৭২. হালদা নদী গুরুত্বপূর্ণ কেন?
- (ক) মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র
- (খ) পানি বিদ্যুৎ .
- (গ) সুপেয় পানির উৎস
- (ঘ) কৃষি সেচের উৎস
- উত্তর:(ক)
- ৭৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি কোথায় উত্থাপন করেছিলেন?
- (ক) ঢাকা
- (খ) লাহোর
- (গ)করাচি
- (ঘ) রাওয়ালপিণ্ডি
- উওরঃ(খ)
- ৭৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে?
- (ক) ১৯৭২
- (খ) ১৯৭৩
- (গ) ১৯৭৪
- (ঘ) ১৯৭৫
- উত্তর:(গ)
- ৭৫. বাংলাদেশে কত দৈর্ঘ্যের কম ইলিশ মাছকে জাটকা বলে?
- (ক) ২৫ সে.মি.
- (খ) ২৪ সে.মি.
- (গ) ১০ সে.মি.
- (ঘ) ৯ সে.মি.
- উওরঃ(ক)
- ৭৬. বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে?
- (ক) ১০ জানুয়ারি
- (খ) ১৫ জুন
- (গ) ১০ ডিসেম্বর
- (ঘ) ১২ ফেব্রুয়ারি
- উত্তর:(গ)
- ৭৭. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAI) চালু হয় কোন সালে?
- (ক) ১৯৭৩
- (খ) ১৯৯১
- (গ) ১৯৯৬
- (ঘ) ২০০৩
- উওরঃ(খ)
- ৭৮. চ্যাটবট Chat GPT-র নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
- (ক) IBM
- (খ) Open Al
- (গ) Science Soft
- (ঘ) Data Robot
- উত্তর:(খ)
- ৭৯. Mc Mahan Line কী?
- (ক) পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- (খ) চীন-রাশিয়া সীমান্ত
- (গ) পাকিস্তান-ইরান সীমান্ত
- (ঘ) ভারত-চীন সীমান্ত
- উওরঃ(ঘ)
- ৮০. কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অশুদ্ধ তা কী করে নির্ণয় করা যায়?
- (ক) ঘনীভবন
- (খ) বিজারণ
- (গ) গলনাঙ্ক
- (ঘ) সুটনাঙ্ক
- উত্তর:(গ)
প্রশ্ন ৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
- (ক) OMR
- (খ) OCR
- (গ)MICR
- (ঘ) Sanner
- উওরঃ(গ)
- ৮২. ডিমে কোন ভিটামিন নাই?
- (ক) ভিটামিন-এ
- (খ) ভিটামিন-বি
- (গ) ভিটামিন-সি
- (ঘ) ভিটামিন-ডি
- উত্তর:(গ)
- ৮৩.বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- (ক) জেনেভা
- (খ) ভিয়েনা
- (গ) লন্ডন
- (ঘ) রোম
- উওরঃ(ক)
- ৮৪. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন নয়?
- (ক) IFC
- (খ) IFAD
- (গ) IBRD
- (ঘ) MIGA
- উত্তর:(খ)
- ৮৫. Conference of the parties-27 (Cop-27) কোথায় অনুষ্ঠিত হয়?
- (ক) ব্যাংকক
- (খ) কানকুন
- (গ) শারম আল শেখ
- (ঘ) জাকার্তা
- উওরঃ(গ)
- ৮৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
- (ক) ৪টি
- (খ) ৩টি
- (গ) ৫টি
- (ঘ) ২টি
- উত্তর:(ক)
- ৮৭. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল-
- (ক) শুক্রবার
- (খ) বৃহস্পতিবার
- (গ) বুধবার
- (ঘ) মঙ্গলবার
- উওরঃ(খ)
- ৮৮. পক প্রণালি পৃথক করেছে-
- (ক) মরক্কো ও স্পেন
- (খ) ভারত ও শ্রীলংকা
- (গ) সুমাত্রা ও মালয়েশিয়া
- (ঘ) সুমাত্রা ও জাভা
- উত্তর:(খ)
- ৮৯. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন তারিখে
- (ক) ৮ সেপ্টেম্বর ১৯৭২
- (খ) ৯ সেপ্টেম্বর ১৯৭৩
- (গ) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
- (ঘ) ২ সেপ্টেম্বর ১৯৭২
- উওরঃ(গ)
- ৯০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার?
- (ক) ৪৬.৫ মিটার
- (খ) ৪২.৫ মিটার
- (গ) ৪৮.৫ মিটার
- (ঘ) ৪৪.৫ মিটার
- উত্তর:(ক)
- ৯১. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে?
- (ক) হামিদুজ্জামান
- (খ) নিতুন কুণ্ডু
- (গ) মাইনুল হোসেন
- (ঘ) রবিউল হুসাইন।
- উওরঃ(খ)
- ৯২. ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে-
- (ক) ৩০ অক্টোবর ২০১৬
- (খ) ২৬ অক্টোবর ২০১৬
- (গ) ৩০ অক্টোবর ২০১৭
- (ঘ) ২৬ অক্টোবর ২০১৭
- উত্তর:(গ)
- ৯৩. বাংলাদেশ সংবিধান এর মোট অনুচ্ছেদ
- (ক) ১৪৩টি
- (খ) ১৫৩টি
- (গ) ১৬৩টি
- (ঘ)১৪৫টি
- উওরঃ(খ)
- ৯৪. ১০৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সমান
- (ক) ৪৯ ডিগ্রি সেলসিয়াস
- (খ) ৩৯ ডিগ্রি সেলসিয়াস
- (গ) ৩৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস
- (ঘ) ৪৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস
- উত্তর:(গ)
- ৯৫. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
- (ক) হিটলার
- (খ) নাদির শাহ
- (গ) বিসমার্ক
- (ঘ) টম মুলার
- উওরঃ(গ)
- ৯৬. কোন দেশের লিখিত সংবিধান নেই?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) কানাডা
- (গ) যুক্তরাজ্য
- (ঘ) ইতালি
- উত্তর:(গ)
- ৯৭. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
- (ক) কার্বন ডাই-অক্সাইড
- (খ) অক্সিজেন
- (গ) নাইট্রোজেন
- (ঘ) জলীয়বাষ্প
- উওরঃ(গ)
- ৯৮.কোনটি মৌলিক পদার্থ
- (ক) চিনি
- (খ) লবন
- (গ) পানি
- (ঘ) নিয়ন
- উত্তর:(ঘ)
- ৯৯. মনিটরের কাজ কী?
- (ক) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
- (খ) গাণিতিক সমাধন করা
- (গ) লেখা ও ছবি দেখানো
- (ঘ) এদের কোনোটিই নয়
- উওরঃ(গ)
- ১০০. . পদ্মা সেতুর প্রস্থ কত?
- (ক) ১৮.০০ মিটার
- (খ) ১৮.১০ মিটার
- (গ) ১২৮.২০ মিটার
- (ঘ) ২০.০০ মিটার
- উত্তর:(খ)