বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৪ । জুন ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৫ পর্যন্ত
- বাংলাদেশ
- প্রশ্ন: ০১. দুদকের ইতিহাসের প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে
- উত্তর: শিরিন পারিভীন।
- প্রশ্ন: ০২. বাংলাদেশের প্রথম ব্যাক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে ?
- উত্তর: বাবর আলী।
- প্রশ্ন: ০৩.বিশ্বে বাংলাদেশকে ঋন দেওয়ায় চতুর্থ দেশ কোনটি ?
- উত্তর: চীন।
- প্রশ্ন: ০৪. বাংলাদেশে মনোনিত যুক্তরাষ্টের নতুন রাষ্টদূতের নাম কী?
- উত্তর: ডেবিড স্লেটন মিল।
- প্রশ্ন: ০৫.সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড়ের নাম কী? ?
- উত্তর: রিমাল (Remal)। এটি আরবি শব্দ। যার অর্থ 'বালু'।
- প্রশ্ন: ০৬. ঘূর্ণিঝড় 'রিমাল' নামকরণ করে কোন দেশ?
- উত্তর:ওমান।
- প্রশ্ন: ০৭. বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে?
- উত্তর: ৬ মে ২০২৪।
- প্রশ্ন: ০৮. বাংলাদেশে ২৫০০ বছরের পুরোনো বাণিজ্যকেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়? উত্তর: রহনপুর, চাঁপাইনবাবগঞ্জে।
- উত্তর: রহনপুর, চাঁপাইনবাবগঞ্জে।
- প্রশ্ন: ০৯.বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ অনুযায়ী, রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
- উত্তর: ৮ম।
- প্রশ্ন: ১০. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে?
- উত্তর:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- প্রশ্ন: ১১. টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যখাতে অবদান রাখা ১০০ প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান?
- উত্তর: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
- আন্তর্জাতিক
- প্রশ্ন: ১২. প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে?
- উত্তর: অনসূয়া সেনগুপ্ত (ছবি: দ্য শেমলেস)।
- প্রশ্ন: ১৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মানুষের গড় আয়ু কত?
- উত্তর: ৭১ বছর ৪ মাস।
- প্রশ্ন: ১৪. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: নেপাল (বাংলাদেশ তৃতীয়)। [আপডেট: ২৬ মে ২০২৪ পর্যন্ত।
- প্রশ্ন: ১৫.২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় কবে আঘাত হানে?
- উত্তর: ১০ মে ২০২৪।
- প্রশ্ন: 1৬. বিশ্বের বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ?
- উত্তর:আইসল্যান্ড।
- প্রশ্ন: ১৭.রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
- উত্তর: ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ১৮.'ইজেকশন সিট' সিস্টেম কী?
- উত্তর: আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে।
- প্রশ্ন: ১৯.২২ মে ২০২৪ দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কী?
- উত্তর: তো লাম।
- প্রশ্ন: ২০. ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ২০২৪ কবে অনুষ্ঠিত হবে?
- উত্তর: ৬-৯ জুন ২০২৪।
- প্রশ্ন: ২১. কতটি দেশ সৌদি আরবের ইলেক্ট্রোনিক ভিসা (ই-ভিসা) সুবিধা লাভ করে?
- উত্তর:৬৬টি।
-
প্রশ্ন: ২২.৭ মে ২০২৪ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি
দেয় কোন দেশ? - উত্তর: বাহামাস।
- প্রশ্ন: ২৩. 'কারেম আবু সালেম' সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত??
- উত্তর: মিসর ও ইসরায়েল।
- প্রশ্ন: ২৪. ১৯ মে ২০২৪ দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?
- উত্তর: মোহাম্মদ মোখবার।
- প্রশ্ন: ২৫. ৩ মে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দু'টি রাষ্ট্রকে 'জেনোফোবিক' বলে ঘোষণা করেন?
- উত্তর:ভারত ও জাপানকে। (যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব)।
- প্রশ্ন: ২৬. 'টোবোল' কোন দেশের তৈরি সামরিক অস্ত্র
- উওর: রাশিয়া।
- প্রশ্ন: ২৭. ১ মে ২০২৪ কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র 'সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো'র সফল পরীক্ষা চালায়?
- উত্তর: ভারত।
-
প্রশ্ন: ২৮.চীনের অত্যাধুনিক রণতরী 'দ্য ফুজিয়ান' প্রথমবারের মতো
কবে সমুদ্রে নামে? - উত্তর: ১ মে ২০২৪।
- প্রশ্ন: ২৯. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে?
- উত্তর: ২৪ মে ২০২৪।
- প্রশ্ন: ৩০. সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন?
- উত্তর: চৌম্বক ক্ষেত্রের।
- প্রশ্ন: ৩১. উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
- উত্তর: গোর্দানা সিলজানভস্কা-দাভকোভা।
-
প্রশ্ন: ৩২. যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে
অনুষ্ঠিত হবে? - উত্তর:৪ জুলাই ২০২৪।
- ক্রীড়াঙ্গন
-
প্রশ্ন: ৩৩. মেজর লিগ সকারে (MLS) এপ্রিল মাসের মাসসেরা
খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে? - উত্তর:লিওনেল মেসি।
- প্রশ্ন: ৩৪. নবম টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
- উত্তর:নাজমুল হোসেন্ত শান্ত।
- প্রশ্ন: ৩৫. নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭ অনুষ্ঠিত হবে কোথায়?
- উত্তর:ব্রাজিলে (প্রথমবার)।
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. ২৬ মে ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সংখ্যা কতটি?
- (ক) ২৭টি
- (খ) ২৯টি
- (গ) ৩১টি
- (ঘ) ৩৩টি
- উওরঃ(গ)
- ০২. দেশের ৩১তম GI পণ্য কোনটি?
- (ক) রাজশাহীর মিষ্টি পান
- (খ) গোপালগঞ্জের রসগোল্লা
- (গ) জামালপুরের নকশিকাঁথা
- (ঘ) টাঙ্গাইল শাড়ি
- উত্তর:(ঘ)
- ০৩.'জাতীয় পল্লীউন্নয়ন কাউন্সিল'-এর সভাপতি কে?
- (ক) রাষ্ট্রপতি
- (খ) অর্থমন্ত্রী
- (গ) প্রধানমন্ত্রী
- (ঘ) আইনমন্ত্রী
- উওরঃ(গ)
- ০৪. বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত?
- (ক)৪ জন
- (খ) ৫ জন
- (গ) ৬ জন
- (ঘ) ৭ জন
- উত্তর:(খ)
- ০৫. গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে?
- (ক) ইউনিয়ন পরিষদের সদস্য
- (খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
- (গ) উপজেলা পরিষদের চেয়ারম্যান
- (ঘ) উপজেলা নির্বাহী অফিসার
- উওরঃ (খ)
- ০৬. ২০২৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাজ্য
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) ফ্রান্স
- (ঘ) চীন
- উত্তর: (ক)
- ০৭. বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে?
- (ক) পটিয়া, চট্টগ্রাম
- (খ) , কাপাসিয়া, গাজীপুর
- (গ) টেকনাফ, কক্সবাজার
- (ঘ) সাভার, ঢাকা
- উওরঃ(গ)
- ০৮. দেশের প্রথম 'যুদ্ধশিশু' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে ?
- (ক) ছায়া মালাকার
- (খ) মেরিনা খাতুন
- (গ) পচি বেওয়া
- (ঘ) মায়ারানী শব্দকর
- উত্তর:(খ)
- ০৯. ১৯ মে ২০২৪ কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন?
- (ক) মুসা ইব্রাহীম
- (খ) , এম এ মুহিত
- (গ) নিশাত মজুমদার
- (ঘ) বাবর আলী
- উওরঃ(ঘ)
- ১০. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
- (ক) ৪৪টি
- (খ) ৪৬টি
- (গ) ৪৮টি
- (ঘ) ৫০টি
- উত্তর:(গ)
- ১১. দেশের ৪৮তম নদীবন্দর কোনটি?
- (ক) রাজশাহী নদীবন্দর
- (খ) , মোহনগঞ্জ নদীবন্দর
- (গ)খুলনা নদীবন্দর
- (ঘ) সুলতানগঞ্জ নদীবন্দর
- উওরঃ(ক)
- ১২. দুর্নীতি দমন কমিশন (দুদক) কবে গ্লোব-ই নেটওয়ার্কের সদস্য হয়?
- (ক) ১ ফেব্রুয়ারি ২০২৪
- (খ) ১ মার্চ ২০২৪
- (গ) ১ এপ্রিল ২০২৪
- (ঘ) ১ মে ২০২৪
- উত্তর:(খ)
- ১৩. ৮ মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে?
- (ক) ভাসমান বিনিময় হার
- (খ) , সফট পেগ
- (গ)হার্ড পেগ
- (ঘ) ক্রলিং পেগ
- উওরঃ(গ)
- ১৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনি 'Sultana's Dream' বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
- (ক) ৮ মে ২০২৪
- (খ) ১২ মে ২০২৪
- (গ)১৪ মে ২০২৪
- (ঘ) ২০ মে ২০২৪
- উত্তর:(ক)
- GDP'র সাময়িক হিসাব ২০২৩-২৪
- ১৫. মাথাপিছু GDP কত?
- (ক)২,৬৪৩ মা.ড
- (খ) , ২,৬৬২ মা.ড
- (গ) ২,৬৭৫ মা.ড.
- (ঘ) ২,৬৮৭ মা.ড.
- উওরঃ(গ)
- ১৬.মাথাপিছু আয় কত?
- (ক) ২,৫৯১ মা.ড
- (খ) ২,৭৪৯ মা.ড.
- (গ) ২,৭৯৩ মা.ড.
- (ঘ) ২,৭৮৪ মা.ড.
- উত্তর: (ঘ)
- ১৭. GDP'র প্রবৃদ্ধির হার কত?
- (ক) ৫.৮২%
- (খ) , ৬.৯০%
- (গ) ৭.০০%
- (ঘ) ৭.১০%
- উওরঃ(গ)
- ১৮.কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
- (ক) ২.৬১%
- (খ) ৩.২১%
- (গ) ৪.৭৫%
- (ঘ)৫.১৫%
- উত্তর: (খ)
- ১৯. শিল্প খাতে প্রবৃদ্বির হার কত?
- (ক) ৬.৬৬%
- (খ) , ৮.১৮%
- (গ) ৯.৮৬%
- (ঘ) ১০.৮৬%
- উওরঃ(ক)
- ২০. সেবা খাতে প্রবিৃদ্বির হার কত?
- (ক) ৫.৫৮%
- (খ) ৫.৮০%
- (গ) ৭.২৬%
- (ঘ) ৮.৮৬%
- উত্তর: (খ)
প্রশ্ন ২১ থেকে ৫০ পর্যন্ত
- ২১. কৃষি খাতে অবদানের হার কত?
- (ক) ১০.৬১%
- (খ) , ১১.০২%
- (গ) ১২.৪৭%
- (ঘ) ১৩.৪৭%
- উওরঃ (খ)
- ২২.শিল্প খাতে অবদানের হার কত?
- (ক) ৩২.৩০%
- (খ) ৩৪.৭৯%
- (গ) ৩৫.৫৫%
- (ঘ) ৩৭.৯৫%
- উত্তর:(ঘ)
- ২৩.সেবা খাতে অবদানের হার কত?
- (ক) ৫১.০৪%
- (খ) , ৫১.৪৮%
- (গ) ৫২.৭৪%
- (ঘ) ৫৩.০৭%
- উওরঃ(ক)
- আন্তর্জাতিক
- ২৪. রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
- (ক) ভ্লাদিমির পুতিন
- (খ) সের্গেই শোইগু
- (গ)এভিয়াচেস্লাভ ভোলোদ্দিন
- (ঘ) মিখাইল মিশুন্তিন
- উত্তর:(ঘ)
- ২৫.স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) , জার্মানি
- (গ) ইতালি
- (ঘ) চীন
- উওরঃ (ক)
- ২৬. হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন?
- (ক) ১৭ মে ২০২৪
- (খ) ১৮ মে ২০২৪
- (গ) ১৯ মে ২০২৪
- (ঘ) ২০ মে ২০২৪
- উত্তর:(গ)
- ২৭.তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- (ক) সাই ইং ওয়েন
- (খ) , কো ওয়েন-জে
- (গ) হুও-ইউ-ই
- (ঘ) লাই চিং-তে
- উওরঃ (ঘ)
- ২৮. ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয় কবে?
- (ক) ১০ মে ২০২৪
- (খ) ১২ মে ২০২৪
- (গ) ১৪ মে ২০২৪
- (ঘ) ১৭ মে ২০২৪
- উত্তর:(ক)
- ২৯.OIC'র বর্তমান প্রেসিডেন্ট কে?
- (ক) রিসেপ তাইয়েপ এরদোয়ান (তুরস্ক)
- (খ) ,বাদশাহ সালমান (সৌদি আরব)
- (গ) অ্যাডামা ব্যারো (গাম্বিয়া)
- (ঘ) আবেদল ফাত্তাহ সিসি (মিসর)
- উওরঃ (গ)
- ৩০. পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহের নাম কী?
- (ক) Badr-A
- (খ) iCube-Qamar
- (গ) Hatf 1
- (ঘ) Shaheen-I
- উত্তর:(খ)
- সম্মেলন
- ৩১.৫০তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ১৩-১৫ জুন ২০২৪
- (খ) ,১৭-১৯ জুন ২০২৪
- (গ)১৯-২১ জুন ২০২৪
- (ঘ) ২৪-২৬ জুন ২০২৪
- উওরঃ (ক)
- ৩২. ৫০তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) আপুলিয়া, ইতালি
- (খ) প্যারিস, ফ্রান্স
- (গ) বন, জার্মানি
- (ঘ) লন্ডন, যুক্তরাজ্য
- উত্তর:(ক)
- রিপোর্ট-সমীক্ষা
- ৩৩.২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি?
- (ক) নরওয়ে
- (খ) ডেনমার্ক
- (গ) এস্তোনিয়া
- (ঘ) সুইডেন
- উওরঃ (ক)
- ৩৪. ২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
- (ক) ইরিত্রিয়া
- (খ) ইরান
- (গ) উত্তর কোরিয়া
- (ঘ) মিয়ানমার
- উত্তর:(ক)
- ৩৫.২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কত?
- (ক) ১৪৫তম
- (খ) ১৫২তম
- (গ) ১৬২তম
- (ঘ) ১৬৫তম
- উওরঃ (ঘ)
- ৩৬. ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- (ক) নরওয়ে
- (খ) ডেনমার্ক
- (গ) সিঙ্গাপুর
- (ঘ) সুইডেন
- উত্তর:(গ)
- ৩৭.২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- (ক) ইরিত্রিয়া
- (খ) উত্তর কোরিয়া
- (গ) ইরান
- (ঘ) মিয়ানমার
- উওরঃ (খ)
- ৩৮. ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
- (ক) ১১৬তম
- (খ) ১২৭তম
- (গ) ১৩২তম
- (ঘ) ১৪৫তম
- উত্তর:(ক)
- দিবস-বর্ষ
- ৩৯.বিশ্ব ফুটবল দিবস কবে?
- (ক) ২১ মে
- (খ) ২৫ মে
- (গ) ১৩ জুলাই
- (ঘ) ২৩ অক্টোবর
- উওরঃ (খ)
- ৪০. আন্তর্জাতিক মারখোর (Markhor) দিবস কবে?
- (ক) ২মে
- (খ) ১৪মে
- (গ) ২৪ মে
- (ঘ) ৩১ মে
- উত্তর:(গ)
- ৪১.আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল?
- (ক)২০২৫
- (খ) ২০২৬
- (গ) ২০২৭
- (ঘ)২০২৮
- উওরঃ (খ)
- পদক-পুরস্কার
- ৪২. ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
- (ক)গীতাঞ্জলী শ্রী ও কিরণ দেশাই
- (খ) জর্জি গোসপোদিনভ ও অ্যাঞ্জেলা রোডেল
- (গ) জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান
- (ঘ) ডেভিড ডিওপ ও জন ব্যানভিল
- উত্তর:(গ)
- ৪৩.কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়?
- (ক)Gehen, ging, gegangen
- (খ)Aller Tage Abend
- (গ) Heimsuchung
- (ঘ) Kairos
- উওরঃ (ঘ)
- ৪৪.২০২৪ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
- (ক)রেজওয়ানা চৌধুরী বন্যা
- (খ)অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী
- (গ) অধ্যাপক লাইসা আহমদ লিসা'
- (ঘ) খ+গ
- উত্তর:(ঘ)
- ৪৫.২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে?
- (ক)অধ্যাপক রাজিয়া সুলতানা
- (খ) আহমদ রফিক
- (গ) শাহীন সামাদ
- (ঘ)আবুল মোমেন
- উওরঃ(ক)
- ক্রীড়াঙ্গন
- ৪৬. ৪৮তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে?
- (ক)২০ জুন-১৪ জুলাই ২০২৪
- (খ) ২০ জুলাই-১৪ আগস্ট ২০২৪
- (গ) ২০ আগস্ট-১৪ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ২-২৯ অক্টোবর ২০২৪
- উত্তর:(ক)
- ৪৭৪৮তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) আর্জেন্টিনা
- (খ) ব্রাজিল
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) চিলি
- উওরঃ(গ)
- ৪৮. ১৭তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ১৪ জুন-১৪ জুলাই ২০২৪
- (খ) ১৪ জুলাই-১৪ আগস্ট ২০২৪
- (গ) ১৪ আগস্ট-১৪ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ১৪ সেপ্টেম্বর-১৪ অক্টোবর ২০২৪
- উত্তর:(ক)
- ৪৯.১৭তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) স্পেন
- (খ) জার্মানি
- (গ) ডেনমার্ক
- (ঘ) ফ্রান্স
- উওরঃ(খ)
- ৫০. প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে 'হোয়াইট ব্যাজ'-এর স্বীকৃতি পান কে?
- (ক)মাসফিয়া আফরিন
- (খ) জু-উন নাহার চৌধুরী
- (গ) নাহিদা আকতার
- (ঘ) ফারজানা হক
- উত্তর:(ক)
Recent Info Inquiry
Question 01 to 27
- Bangladesh
- 01. Ques: On 12 May 2024 which bank signed a memorandum of understanding (MoU) to merge with Sonali Bank?
- Ans: Bangladesh Development Bank (BDBL).
- 02. Ques: Who is the next US ambassador to Bangladesh nominated by President Joe Biden?
- Ans: David Slayton Meals
- 03.Ques: Name of the aircraft that crashed in Karnaphuli river on 9 May 2024 killing Squadron Leader Muhammad Asim Jawwad-
- Ans: Yak-130 jet trainer.
- 04. Ques: New USAID Project to improve infectious disease prevention and control in Bangladesh-
- Ans: "One Health" approach project.
- 05. Ques: Recently which one is inscribed in The UNESCO's Memory of the World regional register 2024?
- Ans: Rokeya Sakhawat Hossain's 'Sultana's Dream'.
- 06. Ques: Which country chose the name for cyclone 'Remale'??
- Ans: Oman (Remale means Sand).
- 07. Ques: First person to receive 'War Children' recognition-
- Ans: Merina Khatun from Sirajganj's Tarash upazila.
- 08. Ques: Which movie has won the Special Jury Award at the 46th Moscow International Film Festival on 26 April 2024?
- Ans:'Nirvana' (directed Asif Islam).
- International
- 09. Ques: On what date Vladimir Putin was sworn in for a new six-year term?
- Ans: 7 May 2024.
- 10. Ques: Which book won the Pulitzer Prize 2024 for fiction?
- Ans: Jayne Anne Phillips' Night t Watch.
- 11. Ques:Recently which company announced worldwide withdrawal of its Covid- 19 vaccine production?
- Ans: AstraZeneca.
- 12. On 5 May 2024 Israel closed which crossing, entry point of most humanitarian aid?
- Ans: Kerem Shalom crossing.
- 13. Ques: On 10 May 2024 which country declared state of emergency after a flash flood that killed more than 300 people?
- Ans: Afganistan.
- 14. Ques: 'SMART' Weapon is made by-
- Ans: India.
- 1৫. Ques: Which province of France saw state of emergency for riots over electoral reform?
- Ans: New Caledonia.
- 16. Ques: China's third aircraft carrier that made its maiden sea trials on 1 May 2024-
- Ans: The Fujian.
- 17. Ques: Who became interim president of Iran following the death of Ebrahim Raisi?
- Ans: Mohammad Mokhber.
- 18. Ques: New Prime Minister of Singapore elected on 15 May 2024-
- Ans: Lawrence Wong.
- 19. Ques: Winner of Palme d'Or, the Cannes Film Festival's top honor-
- Ans: Sean Baker's 'Anora',
- Science and Technology
- 20. Ques:What is the bandwidth of world's first high-speed 6G prototype device made by Japan?
- Ans: 100 gigabits per second (Gbps) (upto 20x improvement over the current 5G technology).
- 21. Ques:Which launch vehicle was used to send Pakistan's first lunar satellite iCube-Qamar?
- Ans: China's Chang'e-6 rocket.
- 22. Ques: The aim of 'Chang'e 6'a robotic lunar exploration mission by the China-
- Ans:To obtain a sample of soil and rock from the far side of the Moon.
- 23. Ques: Which one is the Bangladesh's first cloud data centre?
- Ans: 'Meghna Cloud' at Bangabandhu Hi-Tech City in Kaliakoir, Gazipur.
- Sports
- 24. Ques:Who Wins Award for France's Player of the Year 2024?
- Ans: Kylian Mbappe.
- 25. Ques: In domestic league, which team clinched BPL title for a record 5th times in Federation Cup Football 2024?,
- Ans: Bashundhara Kings.
- 26. Ques: Which country will host the 2026 Women's T20 World Cup?
- Ans: England and Wales.
- 27. Ques:First criketer to bag 700 wickets and gamer 14,000 runs in international turnement-
- Ans: Sakib al Hasan.
- 27. Ques: Who is first-ever ITF White Badge referee from Bangladesh?-
- Ans: Masfia Afrin.
দৃষ্টিজুড়ে বাংলাদেশ ও বিশ্ব
০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- সচিব
- ০১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ: মো. আবদুর রহমান খান; নিয়োগ ১৬ মে ২০২৪।
- ০২. বাণিজ্য মন্ত্রণালয়: মোহাং সেলিম উদ্দিন: নিয়োগ ১৬ মে ২০২৪।
- ০৩. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: সাঈদ মাহমুদ বেলাল হায়দার; নিয়োগ ১৬ মে ২০২৪।
- ০৪. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ: মোসাম্মৎ শাহানারা খাতুন; নিয়োগ ২১ এপ্রিল ২০২৪।
- মহাপরিচালক
- ০৫. পরিবার পরিকল্পনা অধিদপ্তর আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজ, নিয়োগ ১৪ মে ২০২৪।
- ০৬. আরডিএ, বগুড়া: মো. আবদুল মালেক; নিয়োগ ১৪ মে ২০২৪।
- ০৭. সরকারি কর্মচারী হাসপাতাল মো. আব্দুর রাজ্জাক সরকার; নিয়োগ ১৪ মে ২০২৪।
- ০৮. চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর: আকতার হোসেন; নিয়োগ ১৪ মে ২০২৪।
- ০৯. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: খন্দকার মোস্তাফিজুর রহমান: নিয়োগ ১৫ মে ২০২৪।
- চেয়ারম্যান
- ১০. চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড: রেজাউল করিম; নিয়োগ ১৪ মে ২০২৪।
- ১১.বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী; দায়িত্ব গ্রহণ ২৮ এপ্রিল ২০২৪।
- ১২.চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA): বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ; নিয়োগ ২৪ এপ্রিল ২০২৪।
- বিবিধ
- ১৩. সিনিয়র সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: মো. মশিউর রহমান; নিয়োগ ৩০ এপ্রিল ২০২৪।
- ১৪. সংসদ সদস্য, ঝিনাইদহ-১: নায়েব আলী জোয়াদ্দার।
- ১৫. রাষ্ট্রদূত, কুয়েত: মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন; নিয়োগ ১৭ মে ২০২৪।
- আন্তর্জাতিক
- প্রেসিডেন্ট
- ১৬.ভিয়েতনাম: তো লাম; দায়িত্ব গ্রহণ ২২ মে ২০২৪
- ১৭. উত্তর মেসিডোনিয়া: গোদানা সিলজানভস্কা-দাভকোভা; দায়িত্ব গ্রহণ ১২ মে ২০২৪। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
- প্রধানমন্ত্রী
- ১৮. সার্বিয়া: মিলোস ভুচেভিচ; দায়িত্ব গ্রহণ ২ মে ২০২৪।
- ১৯. সলোমান দ্বীপপুঞ্জ: জেরেমিয়া মানেলে; দায়িত্ব গ্রহণ ২ মে ২০২৪।
- ২০. সিঙ্গাপুর: লরেন্স ওং; দায়িত্ব গ্রহণ ১৫ মে ২০২৪।
প্রশ্ন ২১ থেকে ৫২ পর্যন্ত
- দিবস প্রতিপাদ্য: মে
- জাতীয়
- ২১.ঐতিহাসিক ফারাক্কা দিবস।
- সপ্তাহ
- ২২. ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে।
- ২৩. জাতীয় পুষ্টি সপ্তাহ। প্রতিপাদ্য- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে।
- ২৪. জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।
- আন্তর্জাতিক
- ২৫. আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতিপাদ্য- শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
- ২৬.বিশ্ব টুনা দিবস।
- ২৭. বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিপাদ্য- ধরিত্রীর জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা।
- ২৮. আন্তর্জাতিক অগ্নিনির্বাপক দিবস।
- ২৯. আন্তর্জাতিক মিডওয়াইফারি বা ধাত্রী দিবস। প্রতিপাদ্য- মিডওয়াইফ, জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি।
- ৩০. বিশ্ব হাসি দিবস (মে মাসের প্রথম রবিবার)।
- ৩১.বিশ্ব অ্যাজমা বা হাঁপানি দিবস (মে মাসের প্রথম মঙ্গলবার)। প্রতিপাদ্য-Care For All : বিশ্ব অ্যাথলেটিকস দিবস।
- ৩২.বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতিপাদ্য- জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি আলিঙ্গন: সবার জন্য। ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা।
- ৩৩.বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। : বিশ্ব গাধা দিবস।
- ৩৪.আন্তর্জাতিক আর্গানিয়া দিবস।
- ৩৫. বিশ্ব পরিযায়ী পাখি দিবস (মে মাসের দ্বিতীয় শনিবার)। প্রতিপাদ্য- ম্লান করলে রাতের আলো পাখিরা থাকবে আরও ভালো।
- ৩৬.আন্তর্জাতিক নার্স দিবস। প্রতিপাদ্য- Our Nurses. Our Future. The Economic Power of Care I
- ৩৭. আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস।
- ৩৮. বিশ্ব মা দিবস (মে মাসের দ্বিতীয় রবিবার)।
- ৩৯. আন্তর্জাতিক পরিবার দিবস। প্রতিপাদ্য- পরিবার এবং জলবায়ু পরিবতর্ন।
- ৪০. আন্তর্জাতিক আলোক দিবস। : বিশ্ব প্রবেশগম্যতা সচেতনতা দিবস। (মে মাসের ৩য় বৃহস্পতিবার)।
- ৪১. বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। প্রতিপাদ্য- সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।
- ৪২. বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। প্রতিপাদ্য- ডিজিটাল উদ্ভাবন: টেকসই উন্নয়ন।
- ৪৩.আন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতিপাদ্য- Power of Museum : বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস।
- ৪৪. বিশ্ব পরিমাপ দিবস। প্রতিপাদ্য- টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ। : বিশ্ব মৌমাছি দিবস।
- ৪৫. আন্তর্জাতিক চা দিবস। : বিশ্ব মেডিটেশন দিবস। প্রতিপাদ্য- ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।
- ৪৬. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। প্রতিপাদ্য- পরিকল্পনায় অংশগ্রহণ, জীবের বৈচিত্র্য সংরক্ষণ।
- ৪৭. বিশ্ব কচ্ছপ দিবস।
- ৪৮. আন্তর্জাতিক ফিস্টুলা সচেতনতা দিবস। প্রতিপাদ্য- আসুন নীরবতা ভেঙে ফিস্টুলা আক্রান্ত নারীদের খুঁজে বের করি, প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ করি।
- ৪৯.বিশ্ব থাইরয়েড দিবস।
- ৫০. বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
- ৫১.আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
- ৫২. বিশ্ব তামাকমুক্ত দিবস।
বিভিন্ন পরীক্ষায় SDG
প্রশ্ন ০১ থেকে ১০ পর্যন্ত
- ০১.২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত: টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
- (a)এমডিজি
- (b) এসডিজি
- (c) সিপিডি
- (d) এনএলজি
- উওরঃ(b)
- ০২. SDGs-এর পূর্ণরূপ হলো-
- (a) Successive Developmental Goals
- (b) Successful Development Goals
- (c) Substantial Developmental Goals
- (d) Sustainable Development Goals
- উত্তর: (d)
- ০৩. (SDGs)-এর উদ্ভাবক প্রতিষ্ঠান
- (a)UNDP
- (b) UN
- (c) WB
- (d) IMF
- উওরঃ(b)
- ০৪. টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
- (a) ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
- (b) ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
- (c) ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
- (d) ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
- উত্তর: (c)
- ০৫. Whose initiative SDG is?
- (a) Bangladesh
- (b)UNO
- (c) USA
- (d) None
- উওরঃ(b)
- ০৬. SDG-এর Goal মোট কয়টি এবং Target কয়টি?
- (a) ১৫টি এবং ১৫৫টি
- (b) ১৭টি এবং ১৬৯টি
- (c) ১৮টি এবং ১৬৫টি
- (d) ১৯টি এবং ১৭১টি
- উত্তর: (b)
- ০৭. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
- (a) ৮
- (b) ১৫
- (c) ১৭
- (d)২৪
- উওরঃ(b)
- ০৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কোনটি?
- (a)2015-2025
- (b) 2017-2027
- (c) 2016-2030
- (d) 2016-2025
- উত্তর: (c)
- ০৯. Sustainable Development Goals (SDGs) বাস্তবায়ন শুরু হয়েছে-
- (a) ১ জুলাই ২০১৫
- (b) ৩১ ডিসেম্বর ২০১৫
- (c) ১ জানুয়ারি ২০১৬
- (d) ২১ জুলাই ২০১৬
- উওরঃ(c)
- ১০. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য হলো-
- (a)বিশ্বের পরিবেশ উন্নয়ন
- (b) বিশ্বের ক্রীড়াজগতের উন্নয়ন
- (c) বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
- (d) বিশ্বের আবহাওয়ার উন্নয়ন
- উত্তর: (c)
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি মানসিক দক্ষতা
প্রশ্ন ০১ থেকে ১৫ পর্যন্ত
- ০১.A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর। বামদিকে ৩ কিমি হাঁটলেন। আবার বামে ২ কিমি হাঁটলেন। এবার তার মুখ কোন দিকে?
- (ক) পূর্ব
- (খ) পশ্চিম
- (গ) উত্তর
- (ঘ) দক্ষিণ
- উওরঃ(খ)
- ০২. বাস: রাস্তা:: ট্রেন:?
- (ক) টিকেট
- (খ) রেলপথ
- (গ) যাত্রী
- (ঘ) স্টেশন
- উত্তর: (খ)
- ০৩. ব্যতিক্রম সংখ্যা কোনটি?
- (ক) ৭
- (খ) ৩
- (গ) ৯
- (ঘ) ১৭
- উওরঃ(গ)
- ০৪. ৬+৫ এর ১/২ = কত? ১৭
- (ক) ৫.৫
- (খ) ৭.৫
- (গ) ৮.৫
- (ঘ) ৩
- উত্তর: (ক)
- ০৫. নিচের কোন শব্দটি অন্যগুলোর সাথে অসাঞ্জস্যপূর্ণ?
- (ক) নীলদর্পন
- (খ) রক্তাক্ত প্রান্তর
- (গ) বহিপির
- (ঘ) বিলেতে সাড়ে সাতশদিন
- উওরঃ(ঘ)
- ০৬. কোনটি শুদ্ধ বানান?
- (ক) শ্রদ্ধাঞ্জলি
- (খ) শ্রদ্বেয়াঞ্জলী
- (গ) শ্রোদ্ধাঞ্জলী
- (ঘ) শ্রদ্ধাঞ্জলী
- উত্তর: (ক)
- ০৭. কোনটি শুদ্ধ বানান?
- (ক) Asignment
- (খ) Asignement
- (গ) Assignment
- (ঘ)Assignement
- উওরঃ(গ)
- ০৮. যদি TRAIN=98726 হয়, তবে TARIN
- (ক) 97862
- (খ) 97826
- (গ) 97682
- (ঘ) 69782
- উত্তর: (খ)
- ০৯. কোনচিত্র ভিন্ন ধরনের (প্রশ্ন ৯-১০)
- (ক)
- (b) ৩১ ডিসেম্বর ২০১৫
- (c) ১ জানুয়ারি ২০১৬
- (d) ২১ জুলাই ২০১৬
- উওরঃ(c)
- ১০. সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
- (ক) জহির রায়হান
- (খ) আনিস চৌধুরী
- (গ) সৈয়দ শামসুল হক
- (ঘ) সৈয়দ মুজতবা আলী
- উত্তর: (গ)
- ১১.যা ভবিষ্যতে ঘটবে
- (ক) ভবিষ্যৎ
- (খ) ভবিতব্য
- (গ) ভবিষ্য
- (ঘ) অভব্য
- উওরঃ(খ)
- ১২. Witty'-এর সমার্থক শব্দ কোনটি?
- (ক)Clever
- (খ) Dull
- (গ) Boring
- (ঘ) Tedious
- উত্তর: (ক)
- ১৩. নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
- (ক) ২১
- (খ) ২০
- (গ) ১৯
- (ঘ) ১৭
- উওরঃ(খ)
- ১৪. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
- (ক) ২-5
- (খ) 3-10
- (গ) 4-15
- (ঘ) 7-20
- উত্তর: (ক)
- ১৩. নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
- (ক) ২১
- (খ) ২০
- (গ) ১৯
- (ঘ) ১৭
- উওরঃ(খ)
- ১৪. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
- (ক) ২-5
- (খ) 3-10
- (গ) 4-15
- (ঘ) 7-20
- উত্তর: (ক)
- ১৫.সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
-
৫,৮,১৪,২৬,৫০,?
(ক) ৭৪ - (খ) ৯৮
- (গ) ১০২
- (ঘ) ১২২
- উওরঃ(খ)
- ১৬. যদি x=৪y হয়, তবে (x-y), x এর কত শতাংশ?
- (ক) 12.5%
- (খ) 87.5%
- (গ) 80%
- (ঘ) 8%
- উত্তর: (খ)
- ১৭. প্রশ্নবোধক চিহ্নের হর স্থানে কোন সংখ্যাটি যথার্থ?৫-৯=৫৫-?
- (ক) ৫৫-৯৯
- (খ) ৪৫
- (গ) ১১
- (ঘ) ৯৯
- উওরঃ(ঘ)
- ১৮. 'Wall Street' কোথায় অবস্থিত?
- (ক) নিউইয়র্ক
- (খ) ওয়াশিংটন ডিসি
- (গ) লন্ডন
- (ঘ) ক্যালিফোর্নিয়া
- উত্তর: (ক)
- ১৯. যদিa-b=৬ ও a+b=১০ হয় তবে -a'৮' =?
- (ক) ৩০
- (খ) ৪০
- (গ) ৫০
- (ঘ) ৬০
- উওরঃ(ক)
- ২০. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- (ক) ৯৫ বর্গ সে.মি.
- (খ) ১২০ বর্গ সে.মি.
- (গ) ২৫৬ বর্গ সে.মি.
- (ঘ) ১৯২ বর্গ সে.মি.
- উত্তর: (ঘ)
- ২১. খন ঘড়িতে ঠিক ৩: ৩০ বাজে। যদি ৪. মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে সেকেন্ডের কাঁটা কোন দিকে থাকবে?
- (ক) পশ্চিম দিকে
- (খ) উত্তর দিকে
- (গ) দক্ষিণ দিকে
- (ঘ) উত্তর-পশ্চিম কোণে
- উওরঃ(খ)
- ২২. Giant is to Dwarf, as ocean is to-
- (ক) pond
- (খ) lake
- (গ) sea
- (ঘ) river
- উত্তর: (ক)
- ২৩. ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক রয়েছে।
- (ক) ভাষার
- (খ) নৃগোষ্ঠীর
- (গ) রাজনীতির
- (ঘ) ভাষা ও নৃগোষ্ঠীর
- উওরঃ(খ)
- ২৪. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
- (ক)
- (খ)
- (গ)
- (ঘ)
- উত্তর: (ক)
- ২৫. নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের?
- (ক) টেনিস
- (খ) ফুটবল
- (গ) ক্রিকেট
- (ঘ) টেবিল টেনিস
- উওরঃ(ঘ)
- ২৬. নিরবধি: অবিরাম নিখিল:?
- (ক) অশনি
- (খ) অনিল
- (গ) অখিল
- (ঘ) অশান্ত
- উত্তর: (গ)
- ২৭. Cobbler: Leather :: Carpenter: ?
- (ক) Furniture
- (খ) Wood
- (গ) Hammer
- (ঘ) Chair
- উওরঃ(খ)
- ২৮. I could not sleep-very tired
- (ক) although I was
- (খ) despite I was
- (গ) in spite of
- (ঘ) despite of being
- উত্তর: (ক)
- ২৯. নিচের কোনটি আয়নায় প্রতিবিম্ব একই থাকবে?
- (ক) STOP
- (খ) STOUT
- (গ) TUT
- (ঘ) IMAGE
- উওরঃ(ঘ)
চাকরি পরীক্ষার সমন্বিত মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ৩০ পর্যন্ত
- ০১. কোনটি মৌলিক শব্দ?
- (ক) মা
- (খ) বাঁশি
- (গ) তৈল
- (ঘ) জলধি
- উওরঃ(ক)
- ০২. 'রাত্রিকালীন যুদ্ধ'-এর এককথায় প্রকাশ কোনটি?
- (ক) সৌপ্তিক
- (খ) কোকনদ
- (গ) রিরংসা
- (ঘ) সংবরত
- উত্তর:(ক)
- ০৩. কোন পদে সাধু ও চলিত ভাষায় মূল পার্থক্য বেশি দেখা যায়?
- (ক) বিশেষ্য ও ক্রিয়া
- (খ) বিশেষণ ও ক্রিয়া
- (গ) বিশেষ্য ও বিশেষণ
- (ঘ) ক্রিয়া ও সর্বনাম
- উওরঃ(ঘ)
- ০৪.'কাছাটিলা' বাগধারাটির অর্থ কী?
- (ক) বেহায়া
- (খ) কাণ্ডজ্ঞানহীন
- (গ) ভণ্ড
- (ঘ) অসাবধান
- উত্তর:(ক)
- ০৫. কোন কবির উপাধি 'কবিকণ্ঠহার'?
- (ক) বিদ্যাপতি
- (খ) মালাধর বসু
- (গ) আলাওল
- (ঘ) ভারতচন্দ্র
- উওরঃ()
- ০৬মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব' কাব্য একটি-
- (ক) বেহায়া
- (খ) কাণ্ডজ্ঞানহীন
- (গ) ভণ্ড
- (ঘ) অসাবধান
- উত্তর:(ক)
- ০৭. নিচের কোনটি উপন্যাস?
- (ক) মানবজমিন
- (খ)মানবজীবন
- (গ) গোজীবন
- (ঘ) আমলার মামলা
- উওরঃ(ক)
- ০৮একাত্তরের বিজয়গাঁথা' গ্রন্থটির রচয়িতা কে?
- (ক) অ্যান্থনি মাসকারেনহাস
- (খ) আবদুল গাফফার চৌধুরী
- (গ) মুনতাসির মামুন
- (ঘ) রাবেয়া খাতুন
- উত্তর:(গ)
- ০৯.কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
- (ক) বাংলা টেলিভিশনে
- (খ) কেন্দ্রীয় শহীদ মিনারে
- (গ) রমনা বটমূলে
- (ঘ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে
- উওরঃ(ঘ)
- ১০.কোনটি 'লবন'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
- (ক) ল+অণ
- (খ) লো+অন
- (গ) লে+অন
- (ঘ) ল+বন্
- উত্তর:(খ)
- ১১. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
- (ক) কালো মেঘ
- (খ) নীল আকাশ
- (গ) চৌকস লোক
- (ঘ) ভাজা মাছ
- উওরঃ(খ)
- ১২.'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কী?
- (ক) প্রশ্নসূচক
- (খ) প্রশ্নসূচক
- (গ) বিস্ময়সূচক
- (ঘ) উপদেশসূচক
- উত্তর:(ক)
- ১৩. 'চুলা' কোন ভাষার শব্দ?
- (ক) আরবি
- (খ) মুণ্ডারি
- (গ) তামিল
- (ঘ) ওলন্দাজ
- উওরঃ(খ)
- ১৪.চোর' শব্দের সাথে 'আ' 'প্রত্যয় যুক্ত। হলে কী হয়?
- (ক) শ্রদ্ধা
- (খ) সাদৃশ্য
- (গ) সামীপ্য
- (ঘ) অবজ্ঞা
- উত্তর:(ঘ)
- ১৫. 'সে' কোন পুরুষ?
- (ক) উত্তম পুরুষ
- (খ) মধ্যম পুরুষ
- (গ) প্রথম পুরুষ
- (ঘ) নাম পুরুষ
- উওরঃ(ঘ)
- ১৬.Forgery' শব্দের বাংলা পরিভাষা-
- (ক) জালিয়াতি
- (খ) দালালি
- (গ) ফৌজদারি
- (ঘ) বলপ্রয়োগকারী
- উত্তর:(ক)
- ১৭. আমার সোনার বাংলা কবিতাটির সর্বমোট চরণ সংখ্যা
- (ক) ১০টি
- (খ) ১৫টি
- (গ) ২০টি
- (ঘ) ২৫টি
- উওরঃ(ঘ)
- ১৮.কোন গ্রন্থটি মালাধর বসু অনূদিত?
- (ক) হংসদূত
- (খ) নূরনামা
- (গ) বিদ্যাসুন্দর
- (ঘ) ভাগবত
- উত্তর:(ঘ)
- ১৯. কবি আলাওলের 'পদ্মাবতী' কোন গ্রন্থ থেকে অনূদিত?
- (ক) মধুমালতী
- (খ) মৈনাসত
- (গ)পদুমাবৎ
- (ঘ) হপ্তপয়কর
- উওরঃ(গ)
- ২০. 'কথোপকথন' গ্রন্থটির রচয়িতা কে?
- (ক) রামমোহন রায়
- (খ) উইলিয়াম কেরি
- (গ) রামরাম বসু
- (ঘ) গোলকনাথ শর্মা
- উত্তর:(খ)
- 21.প্রফুল্ল'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- (ক) বিফুল্ল
- (খ) বিমর্ষ
- (গ) বিষাদ
- (ঘ) কষ্ট
- উওরঃ(খ)
- ২২.ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈতরূপ?
- (ক) ক্রিয়া
- (খ) অব্যয়
- (গ) বিশেষণ
- (ঘ) বিশেষ্য
- উত্তর:(ঘ)
- ২৩. কোনটি তৎসম উপসর্গ?
- (ক) অজ
- (খ) গর
- (গ)পরি
- (ঘ) অ
- উওরঃ(গ)
- ২৪. 'বলার ইচ্ছা' এককথায় প্রকাশ-
- (ক) বিবমিষা
- (খ) বক্তব্য
- (গ) বিবক্ষা
- (ঘ) কষ্ট
- উত্তর:(গ)
- ২৫. 'তারিখ' কোন দেশি শব্দ?
- (ক) বাংলা
- (খ) ইংরেজি
- (গ) জাপানি
- (ঘ) আরবি
- উওরঃ(গ)
- ২৬.A burnt child dreads the fire. Here 'burnt' is a/an-
- (ক) finite verb
- (খ) gerund
- (গ) present participle
- (ঘ) past participle
- উত্তর:(ঘ)
- ২৭. Which one is singular?
- (ক) unclei
- (খ) radii
- (গ) agendum
- (ঘ) criteria
- উওরঃ(গ)
- ২৮.Scarcely had he completed his study -his mother called him.
- (ক) then
- (খ) when
- (গ) before
- (ঘ) as soon as
- উত্তর:(খ)
- ২৯. Change into passive voice 'Whom do you want?'
- (ক) By whom you are wanted?
- (খ) By whom are you wanted?
- (গ) Whom is wanted by your?
- (ঘ) Who is wanted by you?
- উওরঃ(ঘ)
- ৩০. 'David Copperfield' is a/an-novel.
- (ক) Victorian
- (খ) Modern
- (গ) Romantic
- (ঘ) Elizabethan
- উত্তর:(ক)
প্রশ্ন ৩১ থেকে ৬০ পর্যন্ত
- ৩১. Which word is adjective?
- (ক) Crime
- (খ) Miser
- (গ) Special
- (ঘ) Laugh
- উওরঃ(গ)
- ৩২.Our examination will start-Saturday nex
- (ক) in
- (খ) on
- (গ) at
- (ঘ) for
- উত্তর:(খ)
- ৩৩. She has asleep all the morning,
- (ক) lay
- (খ) lain
- (গ) laid
- (ঘ) lied
- উওরঃ(খ)
- ৩৪.He spoke as if he it.
- (ক) knew
- (খ) were know
- (গ) would know
- (ঘ) had known
- উত্তর:(ঘ)
- ৩৫. Which one is correct?
- (ক) Pen through the line
- (খ) Cut the line
- (গ) Strike the line
- (ঘ) Chop the line
- উওরঃ(ক)
- ৩৬.He is poetry.
- (ক) found to read
- (খ) fund reading
- (গ) fond of reading
- (ঘ) fond with reading
- উত্তর:(গ)
- ৩৭. T. S. Eliot is a-poet.
- (ক) 17th century
- (খ) 18th century
- (গ) 19th century
- (ঘ) 20th century
- উওরঃ(ঘ)
- ৩৮.Find out the correct spelling?
- (ক) Indescrition
- (খ) Indiscretion
- (গ) Indescretion
- (ঘ) Indiscrition
- উত্তর:(খ)
- ৩৯. William wordsworth is a poet of-
- (ক) Beauty
- (খ) Love
- (গ) Hope
- (ঘ) Nature
- উওরঃ(গ)
- ৪০.What is the synonym of 'precarious'?
- (ক) Pre-condition
- (খ) Prune
- (গ) Hazardous
- (ঘ) Incessant
- উত্তর:(গ)
- ৪১. The antonym of the word 'hate' is-
- (ক) Love
- (খ) Concern
- (গ) Careful
- (ঘ) Abhor
- উওরঃ(ক)
- ৪২. আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
- (ক) I prefer death from dishonour.
- (খ) I like death more than dishonour.
- (গ) I prefer death to dishonour.
- (ঘ) I prefer death more than insult
- উত্তর:(গ)
- ৪৩. . He is a student of - University.
- (ক) a
- (খ) in
- (গ) an
- (ঘ) the
- উওরঃ(ক)
- ৪৪.Do or die is a-
- (ক) Compound sentence
- (খ) Complex sentence
- (গ) Simple sentence
- (ঘ) None of the above
- উত্তর:(ক)
- ৪৫. Which one is common noun?
- (ক) Truth
- (খ) Bank
- (গ) Victory
- (ঘ) Length
- উওরঃ(খ)
- ৪৬.To genuflect means-
- (ক) to be genuine
- (খ) to reflec
- (গ) to bend the knee
- (ঘ) to be flexible
- উত্তর:(গ)
- ৪৭.If I you, I-it
- (ক) were, would do
- (খ) was, would do
- (গ) were, would have done
- (ঘ) was, would have done
- উওরঃ(ক)
- ৪৮.The adjective form of the word 'width' is
- (ক) wide
- (খ) wider
- (গ) widen
- (ঘ) none
- উত্তর:(ক)
- ৪৯. Sibling is a gender.
- (ক) neuter
- (খ) masculine
- (গ) feminine
- (ঘ) common
- উওরঃ(ঘ)
- ৫০.He is a better worker than L. Here better' is
- (ক) Adverb
- (খ) Adjective
- (গ) Noun
- (ঘ) Pronoun
- উত্তর:(খ)
- ৫১. সূর্যের উন্নতি কোণ ৬০° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ১০ মিটার হয়। গাছটির উচ্চতা কত? masculine
- (ক) ১৭.৩২ মিটার
- (খ) ১৬.৭২ মিটার
- (গ) ১৭.৫২ মিটার
- (ঘ) ১৭.৭৫ মিটার
- উওরঃ(ক)
- ৫২.২, ৩, ৫, ৯, ১৭, ৩৩ এর পরবর্তী সংখ্যা কত?
- (ক) ৬৪
- (খ) ৬৬
- (গ) ৭০
- (ঘ) ৬৫
- উত্তর:(ঘ)
- ৫৩. কটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
- (ক) ৪৩
- (খ) ৩৯
- (গ) ৪৫
- (ঘ) ৪১
- উওরঃ(ক)
- ৫৪.vx+3)=√x + √3 হলে x=?
- (ক) ৩
- (খ) ৩
- (গ) ০
- (ঘ) √3
- উত্তর:(গ)
- ৫৫. a-a-56-0 হলে a এর মান কত?
- (ক) 7-8
- (খ) 8-7
- (গ) 5-6
- (ঘ) 14,4
- উওরঃ(খ)
- ৫৬.কটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
- (ক) ১২৮ মিটার
- (খ) ১৪৪ মিটার
- (গ) ৬৪ মিটার
- (ঘ) ৯৬ মিটার
- উত্তর:(ক)
- ৫৭. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
- (ক) ০.০০৯
- (খ) ০,০০০২
- (গ) ০.০০০৮
- (ঘ) ০,০০৪
- উওরঃ(ক)
- ৫৮.এনামূল্য টোকা ও বিক্রয়মূল্য P টাকা হলে লাভ-
- (ক) C+P
- (খ) C-P
- (গ) P-C
- (ঘ) P+C
- উত্তর:(গ)
- ৫৯. A, B, C বর্ণের ৩টিই বর্ণ নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায়?
- (ক) ৩
- (খ) ৬
- (গ) ৯
- (ঘ) ১২
- উওরঃ(খ)
- ৬০. x²-13x-48 এর একটি উৎপাদক।
- (ক) x+5
- (খ) x-9
- (গ) x+7
- (ঘ) x+3
- উত্তর:(ঘ)
প্রশ্ন ৬০ থেকে ১০০ পর্যন্ত
- ৬১. একজন ব্যাটার ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করেন। তার বাউন্ডারির সংখ্যা কত?
- (ক) ১৫
- (খ) ১৬
- (গ) ৪৭
- (ঘ) ১৮
- উওরঃ(ক)
- ৬২.log,৪ = কত?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৬
- (ঘ) ১৬
- উত্তর:(ক)
- ৬৩. যদি AB=BC=CA= 10 সে. CA = 10 সে. মি. এবং AD 1 BC হয় তবে AD = কত সে. মি.?
- (ক) ৫√3
- (খ) ৫√৫
- (গ) ৭৫
- (ঘ) ১২৫
- উওরঃ(ক)
- ৬৪.x = √2 + √3 হলে x এর মান কত?
- (ক) ৬√২
- (খ) ১৮√৩
- (গ) ৯√২
- (ঘ) ৮√২
- উত্তর:(খ)
- ৬৫. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে, ২ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কত দিন বেশি লাগবে?
- (ক) ২ দিন
- (খ) ৩ দিন
- (গ) ৫ দিন
- (ঘ) ৪ দিন
- উওরঃ(ঘ)
- ৬৬. একটি কোণের দ্বিগুণ ৬০' হলে তার পূরক কোণ কত হবে?
- (ক) °৩০
- (খ) °১৫
- (গ) °২০
- (ঘ) °৬০
- উত্তর:(ঘ)
- ৬৭.একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
- (ক) ১০২
- (খ) ১০৪
- (গ) ১০৬
- (ঘ) ১০৮
- উওরঃ(ক)
- ৬৮.একটি খুঁটির ৫-৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
- (ক) ৯ মিটার
- (খ) ৮ মিটার
- (গ) ৬ মিটার
- (ঘ) ১২ মিটার
- উত্তর:(ক)
- ৬৯. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২৮ বছরের সুদ ২১০ টাকা হবে?
- (ক) ১০%
- (খ) ১২%
- (গ) ১৪%
- (ঘ) ১৬%
- উওরঃ(গ)
- ৭০.একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে যার মধ্যে। ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
- (ক) ২৫৬ জন
- (খ) ৩৮৪ জন
- (গ) ৪২০ জন
- (ঘ) ৪৮৬ জন
- উত্তর:(খ)
- ৭১. কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?
- (ক) রম্বস
- (খ) ট্রাপিজিয়াম
- (গ) বর্গক্ষেত্র
- (ঘ) সামান্তরিক
- উওরঃ(গ)
- ৭২.৩, ৫, ৬ ও ৮ এর ল.সা.গু কত?
- (ক) ৮০
- (খ) ১৬
- (গ) ১২০
- (ঘ) ১৪০
- উত্তর:(গ)
- ৭৩. ৯, ০, ৭, ৮ এর গড় কত?
- (ক) ৪
- (খ) ৬
- (গ) ৭
- (ঘ) ৮
- উওরঃ(খ)
- ৭৪. ৩ কোন সংখ্যার ৭৫%?
- (ক) ৮
- (খ) ১৬
- (গ) ২
- (ঘ) ৪
- উত্তর:(ঘ)
- ৭৫. ১ বিলিয়ন = কত কোটি?
- (ক) ১০
- (খ) ১০০
- (গ) ১০০০
- (ঘ) ১০০০০
- উওরঃ(খ)
- ৭৬.অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?
- (ক) মুজিব: একটি জাতির রূপকার
- (খ) দুঃসাহসী খোকা
- (গ) মুজিব আমার পিতা
- (ঘ) চিরঞ্জীব মুজিব
- উত্তর:(ঘ)
- ৭৭. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক
- (ক) গণপরিষদ
- (খ) সুপ্রিম কোর্ট
- (গ) আইন মন্ত্রণালয়
- (ঘ) জাতীয় সংসদ
- উওরঃ(খ)
- ৭৮.গ্র্যান্ডস্লাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
- (ক) বিলিয়ার্ড
- (খ) ক্রিকেট
- (গ) টেনিস
- (ঘ) দাবা
- উত্তর:(গ)
- ৭৯. বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা। কোথায় অবস্থিত?
- (ক) সৈয়দপুর
- (খ) ঢাকা
- (গ) রাজশাহী
- (ঘ) চট্টগ্রাম
- উওরঃ(ক)
- ৮০.ব্রাজিলের মুদ্রার নাম কী?
- (ক) লিরা
- (খ) পাউন্ড
- (গ) পেসো
- (ঘ) রিয়াল
- উত্তর:(ঘ)
- ৮১. ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি?
- (ক) জাপান
- (খ) নরওয়ে
- (গ) ভুটান
- (ঘ) ফিনল্যান্ড
- উওরঃ(ঘ)
- ৮২. রাশিয়ার প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ) ৬
- উত্তর:(ঘ)
- ৮৩. Ethnologue-এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারের দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
- (ক) ৫ম
- (খ) ৬ষ্ঠ
- (গ) ৭ম
- (ঘ) ৮ম
- উওরঃ(গ)
- ৮৪.ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
- (ক) আর্থার বেলফোর
- (খ) থিওডের হার্জেল
- (গ) মোনটিস বেগিন
- (ঘ) এডমন্ড রথচাইল্ড
- উত্তর:(খ)
- ৮৫. লিওনেল মেসি কতবার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডি'অর লাভ করেন?
- (ক) ৬
- (খ) ৭
- (গ) ৮
- (ঘ) ৯
- উওরঃ(গ)
- ৮৬.সমুদ্রে পানির গভীরতা মাপার একক-
- (ক) ফুট
- (খ) মিটার
- (গ) ফ্যাদম
- (ঘ) কিলোঘণ্টা
- উত্তর:(গ)
- ৮৭. ১৯৭১ সালের গণহত্যার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন কোন সাংবাদিক?
- (ক) হেজেল হাম্ব
- (খ) মার্ক টালি
- (গ) সাইমন ড্রিং
- (ঘ) অ্যান্থনি মাসকারেনহাস
- উওরঃ(গ)
- ৮৮.বায়ুমণ্ডলে মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
- (ক) ৯০.৫২ শতাংশ
- (খ) ৯৪.২২ শতাংশ
- (গ) ৯৮.৩৯ শতাংশ
- (ঘ) ৯৯.৯৭ শতাংশ
- উত্তর:(ঘ)
- ৮৯. বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান?
- (ক) অক্সিজেন
- (খ) হিলিয়াম
- (গ) কার্বন ডাই-অক্সাইড
- (ঘ) নাইট্রোজেন
- উওরঃ(ঘ)
- ৯০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
- (ক) ইথেন
- (খ) মিথেন
- (গ) নাইট্রোজেন
- (ঘ) অক্সিজেন
- উত্তর:(খ)
- ৯১. মুজিব-ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
- (ক) ১৯৭১
- (খ) ১৯৭২
- (গ) ১৯৭৩
- (ঘ) ১৯৭৪
- উওরঃ(ঘ)
- ৯২.স্ট্রিট ভাইরাস (Street Virus) কোন রোগের জীবাণুর নাম?
- (ক) টিটেনাস
- (খ) র্যাবিস
- (গ) হাম
- (ঘ) কোনোটিই নয়
- উত্তর:(খ)
- ৯৩. সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?
- (ক) যুক্তরাজ্য
- (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (গ) ফ্রান্স
- (ঘ) গ্রিস
- উওরঃ(ক)
- ৯৪.পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়?
- (ক) রোজ গার্ডেন, ঢাকা
- (খ) বলধা গার্ডেন, ঢাকা
- (গ) `বর্ধমান হাউজ, ঢাকা
- (ঘ) থিয়েটার রোড, কলকাতা
- উত্তর:(ক)
- ৯৫. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভেঙ্গে দিতে পারেন?
- (ক) ৬৭
- (খ) ৭০
- (গ) ৭১
- (ঘ) ৭২
- উওরঃ(ঘ)
- ৯৬.৭ আগস্ট, ২০২৩ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে কী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
- (ক) ডিজিটাল বাংলাদেশ দিবস
- (খ) সুন্দরবন দিবস
- (গ) স্মার্ট বাংলাদেশ দিবস
- (ঘ) জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস
- উত্তর:(গ)
- ৯৭. প্রাগৈতিহাসিক যুগে মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে নিচের কোন খেলাটির উৎপত্তির সম্পর্ক রয়েছে?
- (ক) দাড়িয়াবান্দা
- (খ) কাবাডি
- (গ) ডাংগুলি
- (ঘ) গোল্লাছুট
- উওরঃ(গ)
- ৯৮.কোন চুক্তি অনুযায়ী European Economic community (EEC) গঠিত হয়?
- (ক) টিপস চুক্তি
- (খ) প্যারিস চুক্তি
- (গ) রোম চুক্তি
- (ঘ) জেনেভা চুক্তি
- উত্তর:(গ)
- ৯৯. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
- (ক) ৫ জুন
- (খ) ৬ জুন
- (গ) ৭ জুন
- (ঘ) ৮ জুন
- উওরঃ(ক)
- ১০০.পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন?
- (ক) ড. মোহাম্মদ জাফর ইকবাল
- (খ) অধ্যাপক মোহাম্মদ আলী
- (গ) অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
- (ঘ) ড. মোহাম্মদ ইব্রাহীম
- উত্তর:(গ)
টেকনিকে জ্ঞানকোষ
প্রশ্ন ১ থেকে ১১ পর্যন্ত
- যুক্তরাষ্ট
- ০১. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- (ক) লন্ডন
- (খ)প্যারিস
- (গ) নিউইয়র্ক
- (ঘ) মস্কো
- উওরঃ(গ)
- ০২.বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
- (ক) নিউইয়র্ক
- (খ) ওয়াশিংটন ডিসি
- (গ) জেরুজালেম
- (ঘ) কিউবা
- উত্তর:(ক)
- ০৩. IMF-এর সদর দপ্তর কোথায়?
- (ক)ওয়াশিংটন ডিসি
- (খ) নিউইয়র্ক
- (গ) জেনেভা
- (ঘ) রোম
- উওরঃ(ক)
- ০৪.রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- (ক) নিউইয়র্ক
- (খ) ইলিনয়
- (গ) ওয়াশিংটন
- (ঘ) নাইরোবি
- উত্তর:(খ)
- ০৫. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
- (ক) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
- (খ) প্যারিস, ফ্রান্স
- (গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- (ঘ) টোকিও, জাপান
- উওরঃ(গ)
- ০৬.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়?
- (ক) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
- (খ) প্যারিস, ফ্রান্স
- (গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- (ঘ) টোকিও, জাপান
- উত্তর:(খ)
- ০৭. জাতিসংঘ শিশু তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- (ক) জেনেভা, সুইজারল্যান্ড
- (খ) ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
- (গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- (ঘ) প্যারিস, ফ্রান্স
- উওরঃ(গ)
- ০৮.UNDP-এর সদর দপ্তর কোথায়?
- (ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- (খ) রোম, ইতালি
- (গ) বেলগ্রেড, সার্বিয়া
- (ঘ) লন্ডন, যুক্তরাজ্য
- উত্তর:(ক)
- বাংলাদেশ
- ০৯. আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- (ক) ঢাকা
- (খ) কাঠমান্ডু
- (গ) নয়াদিল্লি
- (ঘ) ব্যাংকক
- উওরঃ(ক)
- ১০.কোন আঞ্চলিক সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
- (ক) CIRDAP
- (খ) SAARC
- (গ) ADP
- (ঘ) APEC
- উত্তর:(ক)
- ১১.সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
- (ক) ঢাকা, বাংলাদেশ
- (খ) নয়াদিল্লি, ভারত
- (গ) কাঠমান্ডু, নেপাল
- (ঘ) ক্যান্ডি, শ্রীলংকা
- উওরঃ(ক)
- ১২. BIMSTEC-এর সদর দপ্তর কোথায়?
- (ক) ব্যাংকক
- (খ) নয়া দিল্লি
- (গ) ঢাকা
- (ঘ) বেইজিং
- উত্তর:(গ)