বর্ষ ২৯ । সংখ্যা ৩৩১ । মার্চ ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক MCQ গুরত্বপূর্ন প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ৫০ পর্যন্ত
- প্রশ্ন:০১. এজেন্সি টু ইনোভেট (a2i) প্রতিষ্ঠা করা হয় কবে?
- (ক) ৫ ফেব্রুয়ারি ২০২৪
- (খ) ৭ ফেব্রুয়ারি ২০২৪
- ( গ) ৯ ফেব্রুয়ারি ২০২৪
- ( ঘ) ১০ ফেব্রুয়ারি ২০২৪
- উওরঃ(ক)
- প্রশ্ন:০২. এজেন্সি টু ইনোভেট (225) কোন মন্ত্রণালয়ের অধীন?
- (ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
- (খ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
- (গ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
- (ঘ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৩. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?
- (ক) ৩৬তম
- (খ) ৪২তম
- ( গ) ৬০তম
- ( ঘ) ৬২তম
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৪. মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য 'অপারেশন জ্যাকপট' সিনেমার পরিচালক কে?
- (ক) দেলোয়ার জাহান ঝন্টু (বাংলাদেশ)
- (খ) রাজীব কুমার (ভারত)
- (গ) শ্যাম বেনেগল (ভারত)
- (ঘ) ক +খ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৫. ২০২৪ সালে ভারতের বেসামরিক সম্মাননা। পরশ্রী লাভ করেন কোন বাংলাদেশি?
- (ক) খুরশিদ আলম
- (খ) রেজওয়ানা চৌধুরী বন্যা
- ( গ) অদিতি মহসিন
- ( ঘ) কলিম শরাফী
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৬. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
- (ক) ৪৩টি
- (খ) ৪৪টি
- (গ) ৪৫টি
- (ঘ) ৪৬টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৭. দেশের ৪৬তম নদীবন্দর কোনটি?
- (ক) সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী
- (খ) মোহনগঞ্জ নদীবন্দর, নেত্রকোণা
- ( গ) নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা
- ( ঘ) বসন্তপুর নদীবন্দর, সাতক্ষীরা
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৮. মোট জনসংখ্যা (১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) কত মিলিয়ন?
- (ক) ১৬৯.৮২
- (খ) ১৭০.৮৪
- (গ) ১৮০.৮৩
- (ঘ) ১৯০.৮৪
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৯. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত?
- (ক) ১.১২%
- (খ) ১.২২%
- ( গ) ১.৪০%
- ( ঘ) ১.৪২%
- উওরঃ( গ)
- প্রশ্ন:১০. সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে?
- (ক) ঢাকা
- (খ) বরিশাল
- (গ) চট্টগ্রাম
- (ঘ) খুলনা
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১. সাক্ষরতার হার সর্বনিম্ন। কোন। বিভাগে?
- (ক) সিলেট
- (খ) রাজশাহী
- ( গ) রংপুর
- ( ঘ)ময়মনসিংহ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২. সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?
- (ক) পিরোজপুর
- (খ) ঝালকাঠি
- (গ) বাগেরহাট
- (ঘ) বরগুনা
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩. সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?
- (ক) সিরাজগঞ্জ
- (খ) শেরপুর
- ( গ) জামালপুর
- ( ঘ) বান্দরবান
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪. GDP'র প্রবৃদ্ধির হার কত?
- (ক) ৫.৭৮%
- (খ) ৬.০৯%
- (গ) ৭.৭৩%
- (ঘ) ৮.১০%
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫. কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
- (ক) ৩.২৫%
- (খ) ৩.৩৭%
- ( গ) ৪.১৫%
- ( ঘ) ৫.৭৫%
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬. শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
- (ক) ৭.৩৭%
- (খ) ৮.৩৭%
- (গ) ৯.৮৬%
- (ঘ) ১০.২৬%
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৭. সেবা খাতে প্রবৃদ্ধির হার কত?
- (ক) ৫.৩৭%
- (খ) ৭.২৬%
- ( গ) ৮.৪৭%
- ( ঘ) ৯.৪৭%
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৮. কৃষি খাতে অবদানের হার কত?
- (ক) ১০.৯২%
- (খ) ১১.৩০%
- (গ) ১২.৭৪%
- (ঘ) ১৪.৪৭%
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৯. শিল্প খাতে অবদানের হার কত?
- (ক) ৩২.২৩%
- (খ) ৩৪.৯৭%
- ( গ) ৩৫.২৯%
- ( ঘ) ৩৭.৬৫%
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২০. সেবা খাতে অবদানের হার কত?
- (ক) ৫০.৯৪%
- (খ) ৫১.৭৪%
- (গ) ৫১.০৫%
- (ঘ) ৫২.৪৭%
- উওরঃ(গ)
- প্রশ্ন:২১. মালয়েশিয়ার বর্তমান রাজা কে?
- (ক) সুলতান আহমাদ শাহ
- (খ) ইব্রাহিম সুলতান
- ( গ) সুলতান মোহাম্মদ
- ( ঘ) আনোয়ার ইব্রাহিম
- উওরঃ(খ)
- প্রশ্ন:২২. বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?
- (ক) Sophia
- (খ) Tong Tong
- (গ) Qiu Hao
- (ঘ) Aparajita
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৩. মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কী?
- (ক) বর্ডার গার্ড পুলিশ
- (খ) আরাকান আর্মি
- ( গ) লুকাথন
- ( ঘ) তাতমাদো্র
- ( ঘ) তাতমাদো
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৪. বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কী?
- (ক) OhsumiSat
- (খ) Nippon Sat
- (গ) LignoSat
- (ঘ) Delta DM-19
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৫.১৭ ফেব্রুয়ারি ২০২৪ অফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- (ক) ম্যাকি সাল
- (খ) আলফা কোন্ডে
- ( গ) আজালি আসুমানি
- ( ঘ) মোহাম্মদ আটলদ গাজায়ানি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৬. আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?
- (ক) ক্রিস্টোফার গ্রিনউড (আর্জেন্টিনা)
- (খ) নাওয়াফ সালাম (লেবানন)
- (গ) পিটার টমকা (স্লোভাকিয়া)
- (ঘ) দলভীর ভান্ডারী (ভারত)
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৭. জোট-নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- (ক) ১২০
- (খ) ১২১
- ( গ) ১২২
- ( ঘ) ১২৩
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৮.১৭ জানুয়ারি ২০২৪ কোন দেশ NAM'র ১২১তম সদস্যপদ লাভ করে?
- (ক) দক্ষিণ কোরিয়া
- (খ) দক্ষিণ সুদান
- (গ) দক্ষিণ আফ্রিকা
- (ঘ) উত্তর কোরিয়া
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৯. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- (ক) ১৭৮
- (খ) ১৮০
- ( গ) ১৮২
- ( ঘ) ১৮৩
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩০.১৪ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ IFAD'র ১৭৮তম সদস্যপদ লাভ করে?
- (ক) তাইওয়ান
- (খ) কসোভো
- (গ) দক্ষিণ সুদান
- (ঘ) সার্বিয়া
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩১. বিশ্ব বাণিজ্য সংস্থার (WIO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- (ক) ১০-১৩ ফেব্রুয়ারি ২০২৪
- (খ) ১৭-২০ ফেব্রুয়ারি ২০২৪
- ( গ) ২১-২৪ ফেব্রুয়ারি ২০২৪
- ( ঘ) ২৬-২৯ ফেব্রুয়ারি ২০২৪
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৩২.বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- (ক) প্যারিস, ফ্রান্স
- (খ) বাবুবধবি, আরব আমিরাত
- (গ) তেহরান, ইরান
- (ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৩.২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
- (ক) নরওয়ে
- (খ) নিউজিল্যান্ড
- ( গ) ফিনল্যান্ড
- ( ঘ) সুইডেন
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৩৪. ২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- (ক) মিয়ানমার
- (খ) উত্তর কোরিয়া
- (গ) সোমালিয়া
- (ঘ) আফগানিস্তান
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৫.২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
- (ক) ৬৭তম
- (খ) ৭৫তম
- ( গ) ৮৯তম
- ( ঘ) ৯৯তম।
- উওরঃ(খ)
- প্রশ্ন: ৩৬. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- (ক) ভেনেজুয়েলা
- (খ) দক্ষিণ সুদান
- (গ) সিরিয়া
- (ঘ) সোমালিয়া
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৭. কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- (ক) নিউজিল্যান্ড
- (খ) ফিনল্যান্ড
- ( গ) ডেনমার্ক
- ( ঘ) নরওয়ে
- উওরঃ(গ)
- প্রশ্ন: ৩৮. নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ১০তম
- (খ) ১২তম
- (গ) ১৩তম
- (ঘ) ১৪তম
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৯. উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ১৪২তম
- (খ) ১৪৬তম
- ( গ) ১৪৭তম
- ( ঘ) ১৪৯তম
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৪০. বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
- (ক) ৭,১১৭টি
- (খ) ৭,১৪১টি
- (গ) ৭,১৫১টি
- (ঘ) ৭,১৬৪টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪১. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
- (ক) মান্দারিন
- (খ) স্প্যানিশ
- ( গ) ইংরেজি
- ( ঘ) হিন্দি
- উওরঃ(গ)
- প্রশ্ন: ৪২. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
- (ক) পঞ্চম
- (খ) ষষ্ঠ
- (গ) সপ্তম
- (ঘ) অষ্টম
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৩. ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে?
- (ক) প্যাট কামিল (অস্ট্রেলিয়া)
- (খ) বিরাট কোহলি (ভারত)
- ( গ) উসমান খাজা (অস্ট্রেলিয়া)
- ( ঘ) রবীন্দ্র জাদেজা (ভারত)
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৪৪. ১৮তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- (ক) জর্ডান
- (খ) কাতার
- (গ) জাপান
- (ঘ) জাপান
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৫. ৩৪তম আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- (ক) নাইজেরিয়া
- (খ) ডিআর কঙ্গো
- ( গ) দক্ষিণ আফ্রিকা
- ( ঘ) আইভোরিকোস্ট
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৪৬. তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
- (ক) নাজমুল হোসেন শান্ত
- (খ) মমিনুল হক
- (গ) মুশফিকুর রহিম
- (ঘ) সাকিব আল হাসান
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৭. আয়োজক দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) মেক্সিকো
- ( গ) কানাডা
- ( ঘ) ওপরের সবগুলো
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪৮. মোট কতটি দল অংশগ্রহণ করবে?
- (ক) ৩২টি
- (খ) ৩৮টি
- (গ) ৪৪টি
- (ঘ) ৪৮টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪৯. ভেন্যু কতটি?
- (ক) ১২টি
- (খ) ১৪টি
- ( গ) ১৬টি
- ( ঘ) ১৮টি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫০. মোট ম্যাচ হবে কতটি?
- (ক) ১০২টি
- (খ) ১০৪টি
- (গ) ১০৬টি
- (ঘ) ১০৮টি
- উওরঃ(খ)
সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
প্রশ্ন ০১ থেকে ৪৮ পর্যন্ত
- প্রশ্ন:০১. একটি পেনসিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?
- (ক) ৫০০
- (খ) ৫০,০০০
- ( গ) কোনটিই নয়
- ( ঘ) ৫০
- উওরঃ(গ)
- প্রশ্ন:০২. দেশি শব্দ নয় কোনটি?
- (ক) ঝিঙ্গা
- (খ) ঢিল
- (গ) মুড়কী
- (ঘ) মাছি (Note: সঠিক উত্তর ক, খ ওঘ)
- উওরঃ(Note)
- প্রশ্ন:০৩. বর্গক্ষেত্রের এক বহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
- (ক) 16
- (খ) 4√2
- ( গ) 2√4
- ( ঘ) 32
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৪. চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি?
- (ক) ফা-হিয়েন
- (খ) হিউয়েন সাং
- (গ) মা হুয়ান
- (ঘ) মেগাস্থিনিস
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৫. বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ। দায়িত্ব পালন করে?
- (ক) অভ্যন্তরীন সম্পদ বিভাগ।
- (খ) পরিকল্পনা বিভাগ
- ( গ) অর্থ বিভাগ
- ( ঘ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৬. Many শব্দের Synonym কোনটি?
- (ক) All of the answers
- (খ) Numerous
- (গ) Several
- (ঘ) Enormous
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৭.কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- (ক) ৪২
- (খ) ১৪১
- ( গ) ৮৭
- ( ঘ) ১০৪
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৮. Pen through the line এর সঠিক অনুবাদ-
- (ক) লাইনটি কেটে দাও
- (খ) লাইনটি মুছে দাও
- (গ) লাইনের উপর কলম ছোড়া
- (ঘ) লাইন বরাবর কলম চালানো
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৯. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
- (ক) ১২
- (খ) ১১৯
- ( গ) ৯
- ( ঘ) ১৫
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০. 'আমার জ্বর জ্বর লাগছে' এটি কোন ধরনের বাক্য?
- (ক) মিশ্র
- (খ) যৌগিক
- (গ) দ্বিরুক্ত
- (ঘ) সরল
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১১. ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
- (ক) ১৮.৭৫%
- (খ) ২০%
- ( গ) ১৫%
- ( ঘ) ১৬.৬৭%
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয়। তার নাম-
- (ক) গামা রশ্মি
- (খ) মাইক্রোওয়েভ
- (গ) অবলোহিত বিবিরণ
- (ঘ) আলোক তরঙ্গ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩. কোন দেশে প্রথম 'আরব বসন্ত' এর সূচনা হয়?
- (ক) মিশর
- (খ) লেবানন
- ( গ) তিউনিশিয়া
- ( ঘ) লিবিয়া
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৪. একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২০ ৫২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
- (ক) ত্রি-মাত্রিক
- (খ) এক মাত্রিক
- (গ) কোনটিই নয়
- (ঘ) দ্বি-মাত্রিক
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৫. AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
- (ক) 4IR
- (খ) Digital device
- ( গ) Cloud server
- ( ঘ) সবগুলোই
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৬. 'উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
- (ক) সুভাষ মুখোপাধ্যায়
- (খ) সুফিয়া কামাল
- (গ) কবি আল মাহমুদ
- (ঘ)সিকান্দার আবু জাফর
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৭. কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
- (ক) ২০০ টাকা
- (খ) ১৬০ টাকা
- ( গ) ১৪০ টাকা
- ( ঘ) ১০০ টাকা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৮. Thank you very much'- এ বাক্যে very শব্দটি একটি
- (ক) Noun
- (খ) Pronoun
- (গ) Adjective
- (ঘ) Adverb
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৯. বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
- (ক) ১১ ১ % ৯
- (খ) ১২%
- ( গ) ১৮%
- ( ঘ) ২১%
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২০. কোন গ্রন্থটি William Blake এর লেখা?
- (ক) All of the answers
- (খ) The Traveller
- (গ) The School Boy
- (ঘ) The Daffodils
- উওরঃ(গ)
- প্রশ্ন:২১. x <4 হলে নীচের কোন মানটি এর জন্য সত্য হতে পারে?
- (ক) ০
- (খ) ৩
- ( গ) সবগুলোই
- ( ঘ) ৫
- উওরঃ(গ)
- প্রশ্ন:২২. একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
- (ক) ২৫: ১৬
- (খ) ৯:১৬
- (গ) ১৬:৯
- (ঘ) ১৬: ২৫
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৩. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি'- গানের গীতিকার কে?
- (ক) নজরুল ইসলাম
- (খ) গোবিন্দ হালদার
- ( গ) বাবু আপেল মাহমুদ
- ( ঘ) আহমেদ ইমতিয়াজ ফুলবুল
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৪. 'SIM' এর পূর্ণরূপ কী?
- (ক) Spot identity module
- (খ) Small initiative module
- (গ) Single intensive module
- (ঘ) Subscriber identity module
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৫. 'হর্ষণ' শব্দের অর্থ কি?
- (ক) হাসা
- (খ) চায় করা
- ( গ) দেখা
- ( ঘ) আনন্দ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৬. Praise শব্দের antonym কোনটি?
- (ক) All of the answers
- (খ) Rebuke
- (গ) Reprimand
- (ঘ) Scold
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৭. একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি.মি. হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
- (ক) ৫০ কি.মি.
- (খ) সমাধান সম্ভব নয়
- ( গ) ২০০ কি.মি.
- ( ঘ) ১০০ কি.মি.
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৮. 1+2+3+ x(x+1) (2x+1) এর মান কত?
- (ক) x
- (খ) x(x+1)(2x+1) / 6
- (গ) 1
- (ঘ) +10
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৯. 'মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
- (ক) দেনা-পাওনা
- (খ) হৈমন্তী
- ( গ) পোস্টমাস্টার
- ( ঘ) সমাপ্তি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩০. কোন কবির মাতাও একজন কবি?
- (ক) শামসুর রাহমান
- (খ) জীবনানন্দ দাশ
- (গ) আহসান হাবীব
- (ঘ) বিষ্ণু দে
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩১. ১ মিলিয়ন = কত বিলিয়ন?
- (ক) ০.০০১ বিলিয়ন
- (খ) ০.১ বিলিয়ন
- ( গ) ৫০.০০০১ বিলিয়ন
- ( ঘ) ০.০১ বিলিয়ন
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩২. মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
- (ক) ৯০
- (খ) ৮০
- (গ) ৭৫
- (ঘ) ৭০
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৩. 'নিমরাজি' শব্দে 'নিম' কোন উপসর্গ?
- (ক) তৎসম উপসর্গ
- (খ) বিদেশি উপসর্গ
- ( গ) আব উপসর্গ
- ( ঘ) বাংলা উপসর্গ
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৪. উপসর্গের কাজ কি?
- (ক) শব্দের লক্ষণ দেখানো
- (খ) কোনটিই নয়
- (গ) নতুন শব্দ গঠন করা
- (ঘ) শব্দের বিরতি প্রদর্শন
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৫. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (খ) ফোর্ট উইলিয়াম
- ( গ) রজনীকান্ত
- ( ঘ) চার্লস উইলকিন্স
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৬. Which one is the incorrect sentence?
- (ক) Fetch some water for me.
- (খ) We are united.
- (গ) We reached at home yesterday.
- (ঘ) He answered my questions.
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৭. ১ হতে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
- (ক) ৩৮.
- (খ) ২২০
- ( গ) ২১০
- ( ঘ) ৭৬
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৮. দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
- (ক) কোলন
- (খ) কমা
- (গ) হাইফেন
- (ঘ) সেমিকোলন
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৯. 'মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায় কি বলে?
- (ক) মুমুক্ষু
- (খ) মমুক্ষু
- ( গ) মুমৃচ্ছ
- ( ঘ) মুমুক্ষা
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪০. নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
- (ক) প্রতিসরণ
- (খ) প্রতিসরাঙ্ক
- (গ) প্রতিফলন
- (ঘ) প্রতিধ্বনি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪১. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
- (ক) সাবিত্রী
- (খ) সুরবালা
- ( গ) গফুর
- ( ঘ) ষোড়শী
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪২. ECNEC এর বর্তমান সভাপতি কে?
- (ক) জনপ্রশাসন মন্ত্রী
- (খ) অর্থমন্ত্রী
- (গ) প্রধানমন্ত্রী
- (ঘ) পরিকল্পনামন্ত্রী
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৩. What is an epic?
- (ক) a short poem
- (খ) a long poem
- ( গ) All seabove
- ( ঘ) the of
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৪. 'একেই কি বলে সভ্যতা'এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
- (ক) প্রহসন
- (খ) মহাকাব্য
- (গ) উপন্যাস
- (ঘ) কাব্য
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৫. Rare শব্দটি দ্বারা কি বুঝায়?
- (ক) মেলা
- (খ) ভাড়া
- ( গ) ভয়
- ( ঘ) দেখানো
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৬. 'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া'-হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
- (ক) প্রসঙ্গ
- (খ) ব্যাপার
- (গ) নিমিত্ত
- (ঘ) প্রার্থনা
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৭. Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
- (ক) যুক্তরাজ্য
- (খ) আমেরিকা
- ( গ) জার্মানি
- ( ঘ) চিলি
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৮. We are having a friendly-about football.
- (ক) Report
- (খ) gossip
- (গ) Chat
- (ঘ) whisper
- উওরঃ(গ)
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি
প্রশ্ন ০১ থেকে ৫০ পর্যন্ত
- প্রশ্ন:০১. 'শহরবাসের ইতিকথা' উপন্যাসটির রচয়িতা কে?
- (ক) শরৎচ্চন্দ্র চট্টোপাধ্যায়
- (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- ( গ) সমরেশ মজুমদার
- ( ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়।
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০২: 'Prosthesis'-এর বাংলা পরিভাষা কোনটি?
- (ক) স্বরভক্তি
- (খ) আদি স্বরাগম
- (গ) •বিপ্রকর্ষ
- (ঘ) ধ্বনিসংযুক্তি
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৩. চর্যাপদে কোন পদকর্তার পদ পাওয়া যায়নি?
- (ক) ঢো পা
- (খ) লাড়ীডোম্বী পা
- ( গ) ডোম্বী পা
- ( ঘ) বিরু পা
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৪. 'সব আলেমগনই এ ব্যাপারে সমর্থন করেন।' বাক্যটিতে কোনটি ঘটেছে?
- (ক) উপমার ভুল প্রয়োগ
- (খ) দুর্বোধ্যতা
- (গ) গুরুচন্ডালী দোষ
- (ঘ) বাহুল্য দোষ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৫. 'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে' উদ্ধৃত গড়ক্তিটি কোন কবিতার?
- (ক) কান্ডারী হুঁশিয়ার
- (খ) আমার কৈফিয়ৎ
- ( গ) বিদ্রোহী
- ( ঘ) দারিদ্য
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৬. 'কর্ণফুলি' কোন সমাস?
- (ক) অব্যয়ীভাব
- (খ) কর্মধারয়
- (গ) তৎপুরুষ
- (ঘ) বহুব্রীহি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৭. দীনবন্ধু মিত্রের রচনা কোনটি?
- (ক) মায়াকানন
- (খ) নবনাটক
- ( গ) লীলাবতী
- ( ঘ) জমিদার দর্পণ
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৮. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
- (ক) ৫টি
- (খ) ৭টি
- (গ) ৮টি
- (ঘ) ৬টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৯. তৎ+ জন্য > তজ্জন্য-এটি কোন ধরনের পরিবর্তন?
- (ক) বিষমীভবন
- (খ) সমীভবন
- ( গ) অসমীকরণ
- ( ঘ) স্বরভক্তি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১০. 'লহরী' পত্রিকাটির সম্পাদক কে?
- (ক) শাহেদ আলী
- (খ) মোজাম্মেল হক
- (গ) শেখ আবদুর রহিম
- (ঘ) মহিউদ্দীন
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১. 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।'-এটি কোন ধরনের বাক্য?
- (ক) সরল
- (খ) জটিল
- ( গ) যৌগিক
- ( ঘ) কোনোটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় কোনটি?
- (ক) রজনী
- (খ) চন্দ্রশেখর
- (গ) সাম্যবাদী
- (ঘ) সাম্য
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩. 'মাফিয়া' শব্দটি কোন ভাষা থেকে আগত
- (ক) ফরাসি
- (খ) জাপানি
- ( গ) ফারসি
- ( ঘ) ইতালি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪. নাথ সাহিত্যের কবি কে?
- (ক) চূড়ামণি দাস
- (খ) রাধারমণ গোপ
- (গ) জব্বার
- (ঘ) মুহাম্মদ খান
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৫. 'সুতীর্থ' উপন্যাসটি কার লেখা?
- (ক) শুকুর মাহমুদ
- (খ) জীবনানন্দ দাশ
- ( গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ( ঘ) জহির রায়হান
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬. 'সৌহার্দ' কোন পদ?
- (ক) বিশেষ্য
- (খ) বিশেষণ
- (গ) সর্বনাম
- (ঘ) অব্যয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী?
- (ক) ভাষা সাহিত্যপত্র
- (খ) সাহিত্যিকী
- ( গ) সাহিত্য পত্রিকা
- ( ঘ) সাহিত্য সমাচার
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৮. 'ছান্দসিক কবি' উপাধিটি কার?
- (ক) আব্দুল কাদির
- (খ) সুধীন্দ্রনাথ দত্ত
- (গ) সত্যেন্দ্রনাথ দত্ত
- (ঘ) দিলওয়ার
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৯. শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯০৬৯' কবিতার পটভূমি কী?
- (ক) ভাষা আন্দোলন
- (খ) শিক্ষা আন্দোলন
- ( গ) গণ অভ্যুত্থান
- ( ঘ) স্বাধীনতা আন্দোলন
- উওরঃ(গ)
- প্রশ্ন:২০. বৈষ্ণবপদের কবি বিদ্যাপতি সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
- (ক) কোরেশী মাগন ঠাকুর
- (খ) সুলতান বারবক শাহ
- (গ) নাসিরুদ্দীন নুসরত শাহ
- (ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
- উওরঃ(গ)
- প্রশ্ন:২১. 'শেষলেখা' একটি-?
- (ক) কবিতা
- (খ) নাটক
- ( গ) প্রবন্ধ
- ( ঘ) কাব্যগন্থ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২২. শুদ্ধ বানান কোনটি?
- (ক) প্রক্কলন
- (খ) উপন্যাস
- (গ) কাব্যগ্রন্থ
- (ঘ) উজ্জ্বল্য
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৩. 'বৃত্তি' অর্থে 'ঈ' প্রত্যয় যুক্ত কোন শব্দে?
- (ক) সরকারি
- (খ) উমেদারি
- ( গ) জমিদারি
- ( ঘ) পোদ্দারি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৪. 'প্রতিদান' কবিতাটির কবির নাম কী?
- (ক) কাজী নজরুল ইসলাম
- (খ) জীবনানন্দ দাশ
- (গ) জসীমউদ্দীন
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৫. বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম ধ্বনিকে বলা হয়-
- (ক) ঘোষ ধ্বনি
- (খ) অঘোষ ধ্বনি
- ( গ) মহাপ্রাণ ধ্বনি
- ( ঘ) অল্পপ্রাণ ধ্বনি
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৬. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
- (ক) প্রোষিতাভর্তৃকা
- (খ) প্রোসিতভোতৃকা
- (গ) প্রোশিতোভোতৃকা
- (ঘ) প্রোষিতভোকা
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবি কী ছিল?
- (ক) বন্দ্যোপাধ্যায়
- (খ) বিদ্যাসাগর
- ( গ) শর্মা
- ( ঘ) কোনোটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৮. বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?
- (ক) তজ্জন্য
- (খ) সরোজ
- (গ) মতৈক্য
- (ঘ) সংস্কৃত
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৯. 'কড়িতে বাঘের দুধ মেলে' বিখ্যাত উক্তিটি কোন কাব্যের?
- (ক) সারদামঙ্গল
- (খ) ধর্মমঙ্গল
- ( গ) আদামঙ্গল
- ( ঘ) বিদ্যাসুন্দর
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩০. প্রমথ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ কোনটি?
- (ক) চার ইয়ারী কথা
- (খ) পদচারণ
- (গ) যৌবনে দাও রাজটীকা
- (ঘ) আমার লেখা।
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩১. 'কুন্দনন্দিনী' চরিত্রটি কোন উপন্যাসের?
- (ক) যোগাযোগ
- (খ) শ্রীকান্ত
- ( গ) কৃষ্ণকান্তের উইল
- ( ঘ) বিষবৃক্ষ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩২. 'চল্ চল্ চল্' কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত?
- (ক) সর্বহারা
- (খ) অগ্নিবীণা
- (গ) সন্ধ্যা
- (ঘ) জিঞ্জির
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৩. 'রাজি' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
- (ক) গররাজি
- (খ) নারাজি
- ( গ) নারাজ
- ( ঘ) ওপরের সবগুলো
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৪. মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী-
- (ক) বিবি কুলসুম
- (খ) আমার জীবনী
- (গ)আত্মচরিত
- (ঘ) ক+গ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৫. 'মধুবন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
- (ক) কাকপুষ্ট
- (খ) পিক
- ( গ) কোকিল
- ( ঘ) পরভূৎ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৬. What does the phrase "Bora fide mean?
- (ক) Fabricated
- (খ) determined
- (গ) genuine
- (ঘ) Disguised
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৭. I had the flue last week but got it.
- (ক) over
- (খ) around
- ( গ) Into
- ( ঘ) through
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৮. Sexagenarian means
- (ক) Biological parent of a living being.
- (খ) A person with sexually transmitted disease
- (গ) A person between 60 and 69 yeus of age.
- (ঘ) An instrument for identifying particular place by calculating altitude and longitude.
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৯. 'Cost an arm and a leg mears-
- (ক) very hazardous
- (খ) very expensive
- ( গ) harmful for health
- ( ঘ) not good for business
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪০, Who is not a modern poet?
- (ক) T.S. Eliot
- (খ) W. B. Yeats
- (গ) Seamus Heaney
- (ঘ) Robert Browning
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪১. Identify the correct sentence
- (ক) Are your uncle and aunt at home.
- (খ) Time and tide waits for none.
- ( গ) Earth revolve around the sun.
- ( ঘ) Physics are my favourite subject
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪২. Among the four which one is correct?
- (ক) The jury is divided in its opinion.
- (খ) The jury were divided in its opinion
- (গ) The jury are divided in its opinions.
- (ঘ) The jury are divided in their opinions
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:8৩. The poem The Road Not Taken' was written by-
- (ক) Andrew Marvell
- (খ) TS. Eliot
- ( গ) Robert Frost
- ( ঘ) Robert Browning
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:88. The synonym of 'Camouflage' is-
- (ক) Disguise
- (খ) Comfortable
- (গ) Hidden
- (ঘ) Delusion
- উওরঃ(ক)
- প্রশ্ন:8৫. 'A lie that is half-truth is the darkest of all lies.'-who said this?
- (ক) Francis Bacon
- (খ) William Wordsworth
- ( গ) William Shakespeare
- ( ঘ) Alfred Tennyson
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:8৬. He concluded his speech-stressing on importance of charity.
- (ক) by
- (খ) With
- (গ) At
- (ঘ) In
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৭ Which one is not a tragedy by Shakespeare?
- (ক) Othello
- (খ) Angry and Cleopatra
- ( গ) Measure for Measure
- ( ঘ) Julius Caesar
- উওরঃ(গ)
- প্রশ্ন:8৮. tr. What is the full form of i.e.?
- (ক) id est
- (খ) that is
- (গ) idder eist
- (ঘ) for example
- উওরঃ(ক)
- প্রশ্ন:8৯. One swallow does not make a......
- (ক) summer
- (খ) winter
- ( গ) difference
- ( ঘ) Flood
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫০. A government whose corrupt leaders use political power to expropriate public wealth-
- (ক) Aristocracy
- (খ) Plutocracy
- (গ) Oligarchy
- (ঘ) Kleptocracy
- উওরঃ(ঘ)
প্রশ্ন ৫১ থেকে ১০০ পর্যন্ত
- প্রশ্ন:৫১. What does sycophancy means?
- (ক) Flattery
- (খ) Madness
- ( গ) Sympathy
- ( ঘ) Нуростасу
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫২. A situation in which no progress is possible-
- (ক) Impasse
- (খ) Deadlock
- (গ) Stalemate
- (ঘ) All of the above
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫৩. What they want is not clear. The underlined part is a/an-
- (ক) noun phrase
- (খ) adverb clause
- ( গ) adjective phrase
- ( ঘ) noun clause
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫8, The news astonished me. The passive form of the sentence is-
- (ক) I was astonished by the news.
- (খ) I was astonished at the news.
- (গ) I was astonished with the news
- (ঘ) I was astonished upon the news.
- উওরঃ(খ)
- প্রশ্ন:৫৫. Trailty, thy name is women-taken from
- (ক) Hamlet
- (খ) King Lear
- ( গ) Macbeth
- ( ঘ) Othello
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৬. Daniel said, "Nonsense indirect form of the sentence is
- (ক) Daniel said nonsense
- (খ) Daniel exclaimed with anger and said nonsense.
- (গ) Daniel exclaimed with disgust that it was norsense.
- (ঘ) none of the above.
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫৭. Having an obstinately uncooperative attitude towards authority or discipline-
- (ক) Audacious
- (খ) Recalcitrant
- ( গ) Tyrannic
- ( ঘ) Obstinate
- উওরঃ(খ)
- প্রশ্ন: ৫৮. The meeting ended without fixing any date for further discussion. It was adjourned-
- (ক)Sine die
- (খ) Sine qua non
- (গ) Ad nauseam
- (ঘ) Ad hoc
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৯. Which one is spelt correctly?
- (ক) Mischievous
- (খ) Mischevous
- ( গ) Mischivous
- ( ঘ) Mischovous
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৬0. Had I known in advance, I-early
- (ক) would go
- (খ) had been
- (গ) en gone
- (ঘ) weld have gone
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬১. The Taj Mahal is a
- (ক) merum
- (খ) mausoleum
- ( গ) Focus
- ( ঘ) architecture art
- উওরঃ(খ)
- প্রশ্ন: ৬২. Which one is a singular-
- (ক) focus
- (খ) Belle
- (গ) mausoleum
- (ঘ) Bacteria
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৩. Which does not have a masculine gender?
- (ক) Termagant
- (খ) Belle
- ( গ) Bacteria
- ( ঘ) architecture
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৬8. Antonym of the word Jocose-
- (ক) Playful
- (খ) Mindful
- (গ) Humorous
- (ঘ) Dull
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬৫. A preface to Shalaspeare is written by
- (ক) Dr . Samuel Johnson
- (খ) Francis Bacon
- ( গ) Fieldingan Wonder
- ( ঘ) W. B. Yeats
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৬৬. Dispense means
- (ক) Distribute
- (খ) To pay out
- (গ) Amend
- (ঘ) To instigate
- উওরঃ(খ)
- প্রশ্ন:৬৭. 'Arms and the Man' is a
- (ক) Novel
- (খ) Short Story
- ( গ) Poem
- ( ঘ) Play
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৬৮. Who is not a romantic poet?
- (ক) William Weedinurth
- (খ) W. B. Yeats
- (গ) 5. T. Coleridge
- (ঘ) John Keats
- উওরঃ(খ)
- প্রশ্ন:৬৯. Which one is correctly spelt?
- (ক) Bureaucracy
- (খ) Buteocracy
- ( গ) Buteocr
- ( ঘ) Buteocrac
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭0. He was defamed from the examination.
- (ক) Taking
- (খ) sitting
- (গ) appearing
- (ঘ) regard
- উওরঃ(গ)
- প্রশ্ন:৭১. নিচের কোন শাসককে 'বাংলার আকবর' বলা হতো।?
- (ক) আলাউদ্দীন হোসেন শাহ
- (খ) নাসিরুদ্দীন নুসরত শাহ
- ( গ) আলাউদ্দীন ফিরোজ শাহ
- ( ঘ) গিয়াসউদ্দীন মাহমুদ শাহ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭২ , ১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত ছিলো?
- (ক) ব্যাডক্লিফ কমিশন
- (খ) সাইমন কমিশন
- (গ) লরেন্স কমিশন
- (ঘ) ম্যাকডোনাল্ড কমিশন
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৩, Judge me by my acts and not by my wonis উক্তিটি কে করেন?
- (ক) লর্ড রিপন
- (খ) কার্টিয়ার
- ( গ) লর্ড ক্যানিং
- ( ঘ) লর্ড মিন্টু
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৪. ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর। কাকে পরাজিত করেন?
- (ক) ইব্রাহিম লোদি
- (খ) শিবাজি
- (গ) বৈরাম খাঁ
- (ঘ) রানা প্রতাপ সিংহ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৫. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক।
- (ক) খেতাব পান?
- (খ) জাহানারা ইমাম
- ( গ) ক্যাপ্টেন সেতার বেগম
- ( ঘ) তারামন বিবি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৭৬. 'চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই। চালিয়ে যাও।' বঙ্গবন্ধু এ উক্তিটি কবে করেন
- (ক) ৭ মার্চের ভাষণের সময়
- (খ) ২৬ মার্চের প্রথম প্রহরে
- (গ) ৬ দফা ঘোষণার সময়
- (ঘ) ১৯৭০ সালের নির্বাচনি প্রচারণায় সময়
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৭. ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
- (ক) শাসনতান্ত্রিক
- (খ) কাঠামো কেন্দ্রীয়
- ( গ) সরকারের ক্ষমতা
- ( ঘ) কোনোটিই নয়
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৭৮, ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে?
- (ক) ৬০তম
- (খ) ৫৯তম
- (গ) ৫৮তম
- (ঘ) ৬১তম
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৯, সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে?
- (ক) ১৭(গ)
- (খ) ১৯(১)
- ( গ) ১৫(ক)
- ( ঘ) ১৮(ক)
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮০ . Sustainable Development Goals (SDG) এর সাথে নিচের কোন বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত?
- (ক) ভিশন ৪১
- (খ) ভিশন ২১
- (গ) ২০০০ এজেন্ডা
- (ঘ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮১. বাংলা গানের মরমী সাধক ও শোক সংঙ্গীত রচয়িতার মধ্যে কে সিলেট অঞ্চলের নয়?
- (ক) হাসান রাজা
- (খ) রাধারমণ দত্ত
- ( গ) শাহ আব্দুল করিম
- ( ঘ) ভবা পাগলা
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮২. শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, নারী শ্রম শক্তিনা হার কত?
- (ক) ৪২.৭৭%
- (খ) ৭৯.০৮%
- (গ) ৬৫.২৮%
- (ঘ) ৯৮.৮৭%
- (ক)
- প্রশ্ন:৮৩, বাংলাদেশের জাতীয় সংসদে তথ্য অধিকার। আইন পাস হয়-
- (ক) ২৯ মার্চ ২০০৯
- (খ) ২২ মার্চ ২০১৯
- ( গ) ২৭ মার্চ ২০০৯
- ( ঘ) ২১ মার্চ ২০০৯
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৪. সাধারণ নির্বাচনের পর প্রথম সংসদের সূচনায় এবং প্রতি বছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কোন অনুচ্ছেদ অনুযায়ী?
- (ক) ৭৩
- (খ) ৭৫
- (গ) ৪৫
- (ঘ) ৫২
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৫. বাংলাদেশের কৃষিতে 'মোহিনী' কোন ফসলের উন্নত জাত?
- (ক) ভুট্টা
- (খ) ধান
- ( গ) পাট
- ( ঘ) আলু
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৬, নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিন এর সাথে সম্পর্কিত?
- (ক) বিশ্ব নারী দিবস
- (খ) জাতীয় শিশু দিবস
- (গ) বিশ্ব পরিবেশ দিবস
- (ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৭. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি কোন কোম্পানীর রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে?
- (ক) Boeing
- (খ) Blue origin
- ( গ) Virgin Galactic
- ( ঘ) Space X
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮৮. বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কী?
- (ক) বানৌজা পদ্মা
- (খ) বানৌজা অদম্য
- (গ) বানৌজা সুরমা
- (ঘ) বানৌজা অতন্দ্র
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৯. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়?
- (ক) ৪ জানুয়ারি ১৯৭২
- (খ) ১৭ জানুয়ারি ১৯৭৩
- ( গ) ৮ জানুয়ারি ১৯৭২
- ( ঘ) ১৭ জানুয়ারি ১৯৭৪
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯০. জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ জেলা কোনটি?
- (ক) ময়মনসিংহ
- (খ) গাজীপুর
- (গ) মানিকগঞ্জ
- (ঘ) কুমিল্লা
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত কি.মি?
- (ক) ৪.৩
- (খ) ২.১
- ( গ) ২৪.৮
- ( ঘ) ৩.৩২
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৯২. সম্প্রতি UNESCO কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করে?
- (ক) ঢাকার রিকশা ও রিকশাচিত্র
- (খ) বগুড়ার দই
- (গ) কুষ্টিয়ার তিলের খাজা
- (ঘ) রয়েল বেঙ্গল টাইগার
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৩. শাহজালাল আন্তর্জাতিক টার্মিনালের স্থপতি কে?
- (ক) বিমানবন্দরের তৃতীয়
- (খ) ড্যানিয়েল ডানহাম রবার্ট বাউপি
- ( গ) রোহানি বাহারিন
- ( ঘ) বোরহান রাব্বানি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৪. সুরা মসজিদ কোন জেলায় অবস্থিত?
- (ক) দিনাজপুর
- (খ) বগুড়া
- (গ) রংপুর
- (ঘ) যশোর
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৫. ভূমি উন্নয়ন করা ২০২৩ অনুযায়ী, ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত?
- (ক) ২০ বিঘা
- (খ) ২৫ বিঘা
- ( গ) ৩০ বিঘা
- ( ঘ) ৪০ বিঘা
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯৬, বর্তমানে দেশে মোট কত ধরনের 'সামাজিক সুরক্ষা' কার্যক্রম চলমান?
- (ক) ১১১টি
- (খ) ১১২টি
- (গ) ১১৩টি
- (ঘ) ১১৫টি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৭. বাংলাদেশে কয়টি খাতকে প্রধান ধরে জিডিপি গণনা করা হয়?
- (ক) ৪টি
- (খ) ২টি
- ( গ) ৩টি
- ( ঘ) ৫টি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৮. আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে বাংলাদেশের কতজন বোলার হ্যাটট্রিক করেছেন?
- (ক) ৫ জন
- (খ) ৩ জন
- (গ) ৪ জন
- (ঘ) ৫ জন
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৯৯. ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশি কে
- (ক) ফেরদৌসী কাদরী
- (খ) করভী রাখসান্দ
- ( গ) আবুল বারকাত
- ( ঘ) ড. সানজিদা খাতুন
- উওরঃ(খ)
- প্রশ্ন:১০০. বাংলাদেশের কৃষি দিবস কোনটি?
- (ক) পহেলা অগ্রহায়ণ
- (খ) পহেলা কার্তিক
- (গ) পহেলা আষাঢ়
- (ঘ) পহেলা পৌষ
- উওরঃ(ক)
প্রশ্ন ১০১ থেকে ১৬০ পর্যন্ত
- প্রশ্ন:১০১. 'হায়ারোগ্লিফিক' কোন সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি?
- (ক) মিসরীয়
- (খ) পারস্য
- ( গ) সুমেরীয়
- ( ঘ) ইনকা
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০২. ২৫ জুলাই ২০২৩ শ্রীলংকা কততম দেশ হিসেবে CTBT অনুমোদন করে?
- (ক) ১৭৬
- (খ) ১৭২
- (গ) ১৭৮
- (ঘ) ১৭৯
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০৩. বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ কতটি?
- (ক) ৪১
- (খ) ৪২
- ( গ) ৪৫
- ( ঘ) ৪৯
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০৪. বিশ্বে চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি?
- (ক) ডেনমার্ক
- (খ) কাতার
- (গ) জাপান
- (ঘ) ভারত
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০৫. ২০২৫ সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে। অংশগ্রহণ করবে কতটি দেশ?
- (ক) ১২টি
- (খ) ৯টি
- ( গ) ১৪টি
- ( ঘ) ৮টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০৬, গিনি, ঘানার সাথে সংযুক্ত হয়ে এক রাষ্ট্র গঠন করেছিল কবে?
- (ক) ১৯৫৮ সালে
- (খ) ১৯৭৭ সালে
- (গ) ১৯৮৮ সালে
- (ঘ) ১৯৬৬ সালে
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০৭. বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) চীন
- ( গ) জাপান
- ( ঘ) ভুটান
- (খ)
- প্রশ্ন:১০৮, আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি?
- (ক) ১২৪
- (খ) ১২০
- (গ) ১৪২
- (ঘ) ১২৮
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০৯, কোন চুক্তির ফলে ইউরোপে ৩০ বছরব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
- (ক) অসলো চুক্তি
- (খ) ওয়েস্টফেলিয়া চুক্তি
- ( গ) ডেটন চুক্তি
- ( ঘ) ক্যাম্প ডেভিট চুক্তি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১০. বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?
- (ক) ১৫ মার্চ
- (খ) ১৮ মার্চ
- (গ) ১৩ মার্চ
- (ঘ) ২০ মার্চ
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১১. 'দ্য হোলি ফ্যামিলি' কার বিখ্যাত চিত্রকর্মী
- (ক) মাইকেল অ্যাঞ্জেলো
- (খ) পাবলো পিকাসো
- ( গ) ওয়ার্ল্ড ডিজনি
- ( ঘ) ক্লদমোনো
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১২. নিচের কোন দেশটিতে বাঘ নেই?
- (ক) ভারত
- (খ) শ্রীলংকা
- (গ) মায়ানমার
- (ঘ) থাইল্যান্ড
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১৩. কোন মহাদেশে লাংফিশ (Lungfish) পাওয়া যায়?
- (ক) দক্ষিণ আমেরিকা
- (খ) উত্তর আমেরিকা
- ( গ) এশিয়া
- ( ঘ) কোনটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৪. নিচের কোনটি ন্যাটোভুক্ত মুসলিম দেশ?
- (ক) তুরস্ক
- (খ) ইরাক
- (গ) ইরাক
- (ঘ) কওখ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১১৫. ইসরায়েল-ফিলিস্তিন অসলো শান্তি চুক্তি স্বাক্ষর হয় কবে?
- (ক) ১০ সেপ্টেম্বর ১৯৯৩
- (খ) ১১ সেপ্টেম্বর ১৯৯৩
- ( গ) ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
- ( ঘ) ২০ সেপ্টেম্বর ১৯৯৩
- উওরঃ(গ)
- প্রশ্ন:১১৬, ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে কয়টি দেশ?
- (ক) ৪৫টি
- (খ) ১৩টি
- (গ) ৩টি
- (ঘ) ৭টি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১৭. কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?
- (ক) মদীনা
- (খ) জেদ্দা
- ( গ) জেরুজালেম
- ( ঘ) বাগদাদ
- উওরঃ(গ)
- প্রশ্ন:১১৮. Green Money বলা হয় কোন মুদ্রাকে?
- (ক) ডলার
- (খ) পাউন্ড
- (গ) ইউরো
- (ঘ) ইয়েন
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৯. ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে?
- (ক) কুশিয়ারা নদী
- (খ) কংস নদী
- ( গ) সুরমা নদী
- ( ঘ) মনু নদী
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২০. ডোমেনিকার প্রথম নারী এবং প্রথম আদিবাসি প্রেসিডেন্টের নাম কী?
- (ক) দ্রোপদি মুর্মু
- (খ) নাতাশা পিয়ার্স
- (গ) সিলভানি বার্টন
- (ঘ) রুথ রনাল্ড
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২১. লেবুতে কোন এসিড আছে?
- (ক) টারটারিক এসিড
- (খ) ম্যালিক এসিড
- ( গ) এসিটিক এসিড
- ( ঘ) সাইট্রিক এসিড
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২২. ওহমের সূত্র অনুযায়ী কোন সমীকরণটি প্রযোজ্য?
- (ক) R=VI
- (খ) 1-VR
- (গ) V=IR
- (ঘ) সবগুলো
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২৩. নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
- (ক) পাট
- (খ) মুলা
- ( গ) গম
- ( ঘ) যব
- উওরঃ(ক)
- প্রশ্ন:১২৪. বায়ুমন্ডলে শতকরা কতভাগ কার্বন-ডাই অক্সাইড বিদ্যমান?
- (ক) ০.৩
- (খ) ০.৪১
- (গ) ০,০৩
- (ঘ) ০,৮০
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২৫. কোন উপাদানের অভাবে গাছের পাতা হলুদ হয়ে ওঠে?
- (ক) নাইট্রোজেন
- (খ) পটাশিয়াম
- ( গ) ফসফরাস
- ( ঘ) অক্সিজেন
- উওরঃ(ক)
- প্রশ্ন:১২৬. স্পাইনাল নার্ভ কয় জোড়া?
- (ক) ৩০ জোড়া
- (খ) ৩১ জোড়া
- (গ) ৩২ জোড়া
- (ঘ) ৩৩ জোড়া
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২৭. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
- (ক) ডিজেল
- (খ) প্রাকৃতিক গ্যাস
- ( গ) বায়োগ্যাস
- ( ঘ) কয়লা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২৮, কোন আলোর প্রতিসরাঙ্ক বেশি?
- (ক) লাল
- (খ) বেগুনি
- (গ) নীল
- (ঘ) সবুজ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২৯. রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম-
- (ক) ওডোমিটার
- (খ) হাইড্রোমিটার
- ( গ) পালস্ ম্যানোমিটার
- ( ঘ) পালস্ অক্সিমিটার
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৩০ , পাখিদের সম্পর্কে প্রাণিবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে বলা হয়-
- (ক) Omithology
- (খ) Malacology
- (গ) Ethology
- (ঘ) Ichthyology
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩১, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
- (ক) DNA
- (খ) RNA
- ( গ) নিউক্লিওলাস
- (ঘ) সেন্ট্রোমিয়ার
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩২, কোন গ্রুণের রক্তে এ ৩৮ উভয় এ্যান্টিবডি থাকে?-
- (ক) A
- (খ) B
- (গ) AB
- (ঘ) O
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৩৩, সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
- (ক) বৃহস্পতি
- (খ) শনি
- (গ) ইউরেনাস
- (ঘ) নেপচুন
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৪, মানব দেহের ফুলফুল থেকে অক্সিজেন রক্তে পরিবাহিত হয় কোন প্রক্রিয়ায়?
- (ক) অসমোটিক প্রেসার
- (খ) অভিস্রবণ
- (গ) ব্যাপন
- (ঘ) দ্রবণ
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩৫. শিশুদের 'ভিটামিন এ' ক্যাপসুল দিতে হয়-
- (ক) বছরে একবার
- (খ) বছরে দুইবার
- (গ) বছরে তিনবার
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৬, কম্পিউটারের ডাটা প্রাসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
- (ক) এনকোডিং
- (খ) ডিকোডিং
- (গ) এনকোডার
- (ঘ) ডিকোডার
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৭. কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার দেখা যায়?
- (ক) RAM
- (খ) ROM
- (গ) PROM
- (ঘ) EPROM
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩৮. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়?
- (ক) RAM
- (খ) MS Word
- (গ) Mouse
- (ঘ) Graphics Card
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৯. কম্পাইলার ব্যবহার হয়ে থাকে-
- (ক) ছোট কম্পিউটারে
- (খ) মাইক্রো কম্পিউটারে
- (গ) বড় কম্পিউটারে
- (ঘ) পকেট কম্পিউটারে
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৪০, নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়?
- (ক) Laser
- (খ) Inkjet
- (গ) Dot Matrix
- (ঘ) Dual-Core
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪১, ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
- (ক) ১টি
- (খ) ২টি
- (গ) ৩টি
- (ঘ) ৪টি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪২, মডেম একটি
- (ক) রিলে মেশিন
- (খ) কনভারশন টুল
- (গ) পাওয়ার কানেকশন
- (ঘ) টুল অপটিক্যাল ফাইবার
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৩, মোবাইল ফোনে ব্যবহৃত GPRS প্রযুক্তির। পূর্ণরূপ কী?
- (ক) General Packet Radio System
- (খ) General Package Radio Service
- (গ) Gross Packet Radio Service
- (ঘ) General Packet Radio Service
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪৪, স্ট্যাটিক ওয়েবসাইটে কেবল কোন ধরনের যোগাযোগ হয়?
- (ক) দ্বিমুখী
- (খ) একমুখী
- (গ) একমুখী ও দ্বিমুখী
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৫. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
- (ক) মনিটর
- (খ) প্রিন্টার
- (গ) প্রজেক্টর
- (ঘ) কীবোর্ড
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪৬, নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমা
- (ক) Ubuntu
- (খ) Mac
- (গ) OS
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৪৭, বুলিয়ান অ্যালজেবরার ভিতি হলো-
- (ক) High-Low
- (খ) On-Off
- (গ) True-False
- (ঘ) Yes no
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৪৮, URL-এর তৃতীয় অংশের নাম কি
- (ক) প্রোটোকল
- (খ) পাথ
- (গ) প্যারামিটার
- (ঘ) হোস্ট নেম
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৯, নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
- (ক) ওরাকল
- (খ) পাইথন
- (গ) অ্যাডা
- (ঘ) নোটপ্যাড
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫০. কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
- (ক) মরগান তরু
- (খ) সিমুলেশন তত্ত্ব
- (গ) ভার্চুয়াল তর
- (ঘ) কম্পিউটার তত্ত্ব
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫১, বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি?
- (ক) বরেন্দ্র জাদুঘর
- (খ) ঢাকা জাদুঘর
- (গ) রাজশাহী জাদুঘর
- (ঘ) মুজিবনগর জাদুঘর
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫২, ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়ভাগেন ভাগ করা হয়েছে?
- (ক) ২
- (খ) ৩
- (গ) ৪
- (ঘ) ৫
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৩. নিচের কোনটি ভঙ্গিল পর্বত নয়
- (ক) আন্দিজ
- (খ) করেছে কোনটি?
- (গ) কিলিমানজারো
- (ঘ) সুয়েজ খাল
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৫৪, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত। করেছি কোনটি
- (ক) সুয়েজ খাল
- (খ) পানামা খাল
- (গ) ভলগা
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৫, অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় কোন নদীতে?
- (ক) কর্ণফুলি
- (খ) পদ্মা
- (গ) ধলেশ্বরী
- (ঘ) সাংহ
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৫৬, 'বালিশিয়া ভ্যালি' কোথায় অবস্থিত?
- (ক) রাঙামাটি
- (খ) মৌলভীবাজার
- (গ) বান্দরবান
- (ঘ) খাগড়াছড়ি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৭. সিরোজেম কী?
- (ক) কৃষ্ণ মৃত্তিকা
- (খ) পলল
- (গ) পলিমাটি
- (ঘ) মরু অঞ্চলের মাটি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৫৮. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার ঢেউ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
- (ক) ওজোনেখিয়ার
- (খ) মেসোগিয়ার
- (গ) থার্মোস্ফিয়ার
- (ঘ) এস্কেস্ফিয়ার
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৯. ঘূর্ণিঝড় 'মোখা' নামকরণ করে কোন দেশ?
- (ক) ওমান
- (খ) বাহরাইন
- (গ) মালদ্বীপ
- (ঘ) ইয়েমেন
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৬০, কপ-২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ
- (ক) বাহরাইন
- (খ) সংযুক্ত আরব আমিরাত
- (গ) ভারত
- (ঘ) সৌদি আরব
- উওরঃ(খ)
১৮ তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ৫০ পর্যন্ত
- প্রশ্ন:০১. 'মৈমনসিংহ গীতিকা' সহগ্রহ করেন
- (ক) দক্ষিণারঞ্জন মিত্র
- (খ) অচিজাকুমার সেনগুপ্ত
- (গ) চন্দ্রকুমার দে
- (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- উওরঃ(গ)
- প্রশ্ন:০২.রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?
- (ক) জীবনানন্দ দাশ
- (খ) এয়াকুব আলী চৌধুরী
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) কাজী নজরুল ইসলাম
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৩. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- (ক) বৈদিক ভাষা
- (খ) কানাড়ি ভাষা
- (গ) হিন্দি ভাষা
- (ঘ) প্রাকৃত ভাষা
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৪. ভাষার ঘুদ্রতম একক কোনটি?
- (ক) বর্ণ
- (খ) পদ
- (গ) অক্ষর
- (ঘ) ধ্বনি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৫. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- (ক) ঈন্মাচন্দ্র বিদ্যাসাগর
- (খ) প্রমথ চৌধুরী
- (গ) প্যারীচাঁদ মিত্র
- (ঘ) প্রমথনাথ বসু
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৬. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই।
- (ক) ই
- (খ) অ
- (গ) উ
- (ঘ) ঊ
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৭ . 'পতাকা'-এর সমার্থক শব্দ কোনটি?
- (ক) কেতন
- (খ) মার্গ
- (গ) নলিন
- (ঘ) ভাজন
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৮. যা কষ্টে লাভ করা যায়
- (ক) অলভা
- (খ) দুর্লভ
- (গ) কষ্টসাধ্য
- (ঘ) দুর্জয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৯. 'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?
- (ক) পেরিয়ে
- (খ) পার হইয়ে
- (গ) পার হয়ে
- (ঘ) পারিয়া
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না-এর উদাহরণ কোনটি?
- (ক) রতন
- (খ) আপন
- (গ) অগ্রনায়ক
- (ঘ) অনুষ্ঠান
- উওরঃ(গ)
- প্রশ্ন:১১. 'শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ কী?
- (ক) পান্ডিত্যকথা
- (খ) অকেজো যুক্তি
- (গ) দীর্ঘ প্রত্যাশা
- (ঘ) গুরুতর যুক্তি
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২. 'উত্তর্ণ'-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- (ক) উৎ+তীর্ণ
- (খ) উচ্চ+তীর্ণ
- (গ) উদ্+তীর্ণ
- (ঘ) কোনোটিই নয়-
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩. প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?
- (ক) ভারতী
- (খ) সাধনা
- (গ) বঙ্গদর্শন
- (ঘ) সবুজপত্র
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪. নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ?
- (ক) মিতালি
- (খ) জ্যাঠামি
- (গ) ডাকাতি
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫. 'লাফিয়ে চলে যে' এর একবনায় প্রকাশ-
- (ক) তুরগ
- (খ) প্রবণ
- (গ) বিহগ
- (ঘ) উরগ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬, নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
- (ক) পুরুষসিংহ
- (খ) মনমাঝি
- (গ) শধবল
- (ঘ) শঙ্খধবল
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৭. নিচের কে মধ্যযুগের কবি নন?
- (ক) মুকুন্দরাম চক্রবর্তী
- (খ) জয়নন্দী
- (গ) চউদাস
- (ঘ) কানা হরিদত্ত
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৮. নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির নিয়মে হয়েছে?
- (ক) রমেশ
- (খ) ণিজন্ত
- (গ) মনোযোগ
- (ঘ) বিদ্যালয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৯. 'নীলিমা' শব্দটি গঠিত হয়েছে
- (ক) সন্ধিযোগে
- (খ) সমাসযোগে
- (গ) প্রত্যয়যোগে
- (ঘ) উপসর্গযোগে
- উওরঃ(গ)
- প্রশ্ন:২০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- (ক) কালো বরফ
- (খ) অগ্নিসাক্ষী
- (গ) রাইফেন রোট আওরার
- (ঘ) আরেক ফাল্গুন
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৯. 'নীলিমা' শব্দটি গঠিত হয়েছে
- (ক) সন্ধিযোগে
- (খ) সমাসযোগে
- (গ) প্রত্যয়যোগে
- (ঘ) উপসর্গযোগে
- উওরঃ(গ)
- প্রশ্ন:২০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- (ক) কালো বরফ
- (খ) অগ্নিসাক্ষী
- (গ) রাইফেন রোট আওরার
- (ঘ) আরেক ফাল্গুন
- উওরঃ(গ)
- প্রশ্ন:২১. ঘোষীভবনের উদাহরণ কোনটি?
- (ক) শাক > শাগ
- (খ) কাঠ> কাট
- (গ) বাবু> বালু
- (ঘ) পুরুর>পুখুর
- উওরঃ(ক)
- প্রশ্ন:২২. 'ক' যুক্তব্যঞ্জনে কী কী বর্ণ আছে?
- (ক) ষ্+ন
- (খ) ত+দ
- (গ) ব+ত
- (ঘ) চ+গ
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৩. ভাষা-আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
- (ক) কেকিলারা
- (খ) ওরা
- (গ) বিবাহ
- (ঘ) কদম আলী
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৪. কোন ছন্দে মুক্তাক্ষনা ও বদ্ধাক্ষরকে একমাত্রা গণনা করা হয়?
- (ক) স্বরবৃত্ত
- (খ) অমিত্রাক্ষর
- (গ) অক্ষরবৃত্ত
- (ঘ) মাত্রাবৃত্ত
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৫. 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর লেখক নন-
- (ক) শেখ আবদুর রহিম
- (খ) কাজী আবদুল ওদুদ
- (গ) আবুল হুসেন
- (ঘ) কাজী মোতাহার হোসেন
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৬. He had a headache
- (ক) Serious
- (খ) Bad
- (গ) Strong
- (ঘ) Acute
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৭. you read, you will learn, The sentence is
- (ক) compound
- (খ) complex
- (গ) simple
- (ঘ) Negative
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৮. A synonym for 'synergy
- (ক) autonomy
- (খ) antagonism
- (গ) alliance
- (ঘ) Conflict
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৯. Who is the author of 'A Farewell to Arms?
- (ক) John Milton
- (খ) W. B. Yeats
- (গ) Ernest Hemingway
- (ঘ) TS Eliot
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩০ . The correct spelling is
- (ক) Perceve
- (খ) Perceive
- (গ) Percive
- (ঘ) Precieve
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩১. A drowing man catches.... a straw
- (ক) to
- (খ) for
- (গ) on
- (ঘ) at
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩২. I will write down the phone number I forget
- (ক) in case
- (খ) If
- (গ) Unless
- (ঘ) Og
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৩.you hear the President's speech?
- (ক) Have
- (খ) Has
- (গ) Had
- (ঘ) Did
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৪. What is the synonym of "Competent?
- (ক) Circumspect
- (খ) Discrete
- (গ) Capable
- (ঘ) Prudent
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৫. . Smoking our health.
- (ক) effect
- (খ) affect
- (গ) affects
- (ঘ) allecting
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৬. Put the correct article. He is university student
- (ক) an
- (খ) a
- (গ) The
- (ঘ) Are
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৭. The word 'schlong' means-
- (ক) a brother
- (খ) a son
- (গ) a brother or sister
- (ঘ) Daughter
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৮. Who, which, what are
- (ক) Demonstrative pronoun
- (খ) Relative pronoun
- (গ) Reflexive pronoun
- (ঘ) Indefinite pronoun
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৯. Justice delayed is justice denied" was stated by
- (ক) Disraeli
- (খ) Gladstone
- (গ) Emerson
- (ঘ) always
- উওরঃ(খ)
- প্রশ্ন:80, Once in a blue moon' means
- (ক) Nearly
- (খ) very rawly
- (গ) Shakespeare
- (ঘ) Hourly
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪১.your help, I could not overcome the problem
- (ক) for
- (খ) But for
- (গ) In case of
- (ঘ) instead of
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪২. Which gender is the word "orphan'?
- (ক) Neuter
- (খ) Feminine
- (গ) Common
- (ঘ) Masculine
- উওরঃ(গ)
- প্রশ্ন:8৩. The antonym of 'repulse?
- (ক) reside
- (খ) Emphasize
- (গ) Attract
- (ঘ) impulse
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৪. 'যে আমার মনের মতো লোক'- Translate Into English
- (ক) He is a man of my mind.
- (খ) He is a man after my heart.
- (গ) He is man like my mind.
- (ঘ) He is a man whom I like
- উওরঃ(খ)
- প্রশ্ন:8৫. Karim died-overeating.
- (ক) by
- (খ) for
- (গ) from
- (ঘ) due to
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৬.Which one is plural?
- (ক) Scissors
- (খ) Ethics
- (গ) News
- (ঘ) Prysics
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৭. Which one is feminine gender?
- (ক) Duck
- (খ) Drake
- (গ) Hunter
- (ঘ) Fox
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৮. Past participle of Hang is
- (ক) Hanged
- (খ) Hane
- (গ) Hanging
- (ঘ) Hanged
- উওরঃ(ক)
- প্রশ্ন:8৯. The idiom Break a leg expresses
- (ক) Curiosity
- (খ) Sorrow
- (গ) Agony
- (ঘ) Good wishes
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫0. Please come in. Here 'in' is
- (ক) Verb
- (খ) Preposition
- (গ) Adverb
- (ঘ) None of these
- উওরঃ(গ)
প্রশ্ন ৫১ থেকে ১০০ পর্যন্ত
- প্রশ্ন:৫১. নিচের কোন ভগ্নাংশটি থেকে বড়
- (ক) ৩৩ / ৫০
- (খ) ৮ / ১১
- (গ) ৩ / ৫
- (ঘ) ১৩ / ২৭
- উওরঃ(খ)
- প্রশ্ন:৫২. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
- (ক) ৫০০ মিটার
- (খ) ৪০০ মিটার
- (গ) ২০০ মিটার
- (ঘ) ৩০০ মিটার
- উওরঃ(খ)
- প্রশ্ন:৫৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮। ৩ হবে। তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
- (ক) ৩০
- (খ) ৩৫
- (গ) ৪o
- (ঘ) ৪৫
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫৪, শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
- (ক) ১০%
- (খ) ১৫%
- (গ) ২০%
- (ঘ) ৫%
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৫. একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমালে ক্ষেত্রফল
- (ক) ১০%
- (খ) ২০%
- (গ) ৩৬%
- (ঘ) 80%
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫৬. (√ ৬৪) ৩ এর মান কত?
- (ক) ৫১২
- (খ) ১৬
- (গ) ৬৪
- (ঘ) তেমনটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৭. x-y=10 এবং xy=৬০ হলে এর মান কত?
- (ক) ১৫০০
- (খ) ১৭০০
- (গ) ২১০০
- (ঘ) ১৯০০
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫৮. কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত ডিগ্রী?
- (ক) ৬০
- (খ) ৪০
- (গ) ১১০
- (ঘ) ১০
- উওরঃ(খ)
- প্রশ্ন:৫৯. (x-2) (4x+3) এর গুণফল নিচের কোনটি?
- (ক) 4x’2-5x+6
- (খ) 4x’2-11x-6
- (গ) 4x’2+5x-6
- (ঘ) 4x’2-5x-6
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬০, নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
- (ক) 3x-3y=0
- (খ) x+y=5
- (গ) x= 1 / Y
- (ঘ) 4x+5y =9
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬১. একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৩ সে.মি. হলে এর অর্ধ পরিসীমা কত সে.মি?
- (ক) ৮ সে.মি.
- (খ) ৬.সে.মি
- (গ) ৭ সে.মি.
- (ঘ) ১০সে.মি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬২, ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫ সংখ্যাগুলোর মধ্যক কত?
- (ক) ১১
- (খ) ১৪
- (গ) ১৬
- (ঘ) ১৮
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬৩. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, গ্রন্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
- (ক) ৩ ঘন সে.মি.
- (খ) ২ ঘন মিটার
- (গ) ৩ ঘন মিটার
- (ঘ) ৪ ঘন মিটার
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬৪. ২০ থেকে ১০০ এরা মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
- (ক) ১৭টি
- (খ) ১৫টি
- (গ) ১৩টি
- (ঘ) ১১টি
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৫. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুইটির। ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
- (ক) ১৬
- (খ) ২৪
- (গ) ৩২
- (ঘ) ১২
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৬. m-এর মান কত হলে 4x’2-mx+9 একটি পূর্ণ বর্গ হবো
- (ক) ১৬
- (খ) ১২
- (গ) ১০
- (ঘ) ৯
- উওরঃ(খ)
- প্রশ্ন:৬৭. কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়?
- (ক) ১২৬
- (খ) ১৪১
- (গ) ৩২৪
- (ঘ) ১৩৯
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬৮, ৯, ৩৬, ৮১, ১৪৪- এর পরবর্তী সংখ্যা কত?
- (ক) ১৫৯
- (খ) ২২৫
- (গ) ২৫৬
- (ঘ) ২৭২
- উওরঃ(খ)
- প্রশ্ন:৬৯ শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায়। ৬৯ ৩৫০ টাকার ৬ বছরের মুনাফা। কত টাকা?
- (ক) ৩৯
- (খ) ৪৫
- (গ) ২৭০
- (ঘ) ১৪৭
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৭০. একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪° বেশি হলে, কোণটি হবে?
- (ক) ৫৭
- (খ) ৪৭
- (গ) ৫৩
- (ঘ) ৬৮
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭১. ৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট?
- (ক) ৪ ফুট
- (খ) ৫ ফুট
- (গ) ৬ফুট
- (ঘ) ৮ ফুট
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭২.ap=,b=cএবং c=a হলে pqr = কত?
- (ক)০
- (খ) ১
- (গ) ২
- (ঘ) ৩
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৩. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
- (ক) ৮
- (খ) ৫
- (গ) ৬
- (ঘ) ১০
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭8. log√ 3 81=?
- (ক) 4
- (খ) 27√3
- (গ) 8
- (ঘ) 9
- উওরঃ(গ)
- প্রশ্ন:৭৫, 1+3+5+(2n+1) ধারাটির যোগফল কত হবে?
- (ক) .(2n-1)
- (খ) N’2
- (গ) n(n+1) / 2
- (ঘ) n(n+1)’2 / 2
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৬. ৭ই মার্চ ভবন কোথায় অবস্থিত?
- (ক) খুলনা বিশ্ববিদ্যালয়
- (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
- (গ)বিশ্ববিদ্যালয়
- (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৭, কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়-
- (ক) ২ বছর পরপর
- (খ) ৪ বছর পরপর
- (গ) ৩ বছর পরপর
- (ঘ) ৫ বছর পর পর
- উওরঃ(গ)
- প্রশ্ন:৭৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর 'পেন্টাগন' কোথায় অবস্থিত?
- (ক) নিউইয়র্ক
- (খ) ফ্লোরিডা
- (গ)শিকাগো
- (ঘ) ভার্জিনিয়া
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৭৯. বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃল কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে?
- (ক) সাঙ্গু
- (খ) তিস্তা
- (গ) পদ্মা
- (ঘ) কর্ণফুলী
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- (ক) তাজউদ্দীন আহমদ
- (খ) ইউসুফ আলী
- (গ) এম মনসুর আলী
- (ঘ) এটা এম কামারুজ্জামান
- উওরঃ(গ)
- প্রশ্ন:৮১. আদমশুমারি ও গৃহগননা বর্তমান নাম ুিক
- (ক) জনসংখ্যা ও গৃহগননা
- (খ) লোকশুমারি ও গৃহগননা
- (গ) জনশুমারি ও গৃহগননা
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(গ)
- প্রশ্ন:৮২. ন্যাটোর সদস্য নয় কোন দেশটি
- (ক) ইতালি
- (খ) তুরস্ক
- (গ) সুইজ্যারল্যান্ড
- (ঘ) ইংল্যান্ড
- উওরঃ(গ)
- প্রশ্ন:৮৩, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
- (ক) রাজশাহী
- (খ) খুলনা
- (গ) চট্টগ্রাম
- (ঘ) ঢাকা
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৪. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?
- (ক) ৫৮(২)
- (খ) ৬২(১)
- (গ) ৬৪(১)
- (ঘ) ৪৮(১)
- উওরঃ(গ)
- প্রশ্ন:৮৫. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
- (ক) নরওয়ে
- (খ) ইতালি
- (গ) ফিনল্যান্ড
- (ঘ) ডেনমার্ক
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৬, বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
- (ক) ১৯৭২
- (খ) ১৯৭৩
- (গ) ১৯৭৪
- (ঘ) ১৯৭৫
- উওরঃ(গ)
- প্রশ্ন:৮৭. কোনটি স্থানীয় সরকার নয়?
- (ক) ইউনিয়ন পরিষদ
- (খ) উপজেলা পরিষদ
- (গ) পৌরসভা
- (ঘ) জেলা প্রশাসন
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮৮. নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
- (ক) Chrome
- (খ) Yahoo
- (গ) Google
- (ঘ) Ling
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৯. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
- (ক) তুরস্ক
- (খ) ইরাক
- (গ) আলজেরিয়া
- (ঘ) ইরান
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯০. আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) জার্মানি
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) জাপান
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯১. 'শেখ হাসিনা সরণি' কত লেন বিশিষ্ট?
- (ক) ৮
- (খ) ১০
- (গ) ১২
- (ঘ) ১৪
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৯২. দেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
- (ক)সাভার
- (খ) মংলা
- (গ) হালিশহর
- (ঘ) পাকশি
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৩. রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
- (ক) UNDP
- (খ) UNHCR
- (গ) UNCTAD
- (ঘ) UNFPA
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯৪. 'প্যারোল' অর্থ কী?
- (ক) মামলা বাতি ও মুক্তি
- (খ) নির্বাহী আদেশে মুক্তি
- (গ) জামিনে মুক্তি
- (ঘ) সাধারণ মুক্তি
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯৫, বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে?
- (ক) ভারত
- (খ) চীন
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) বাংলাদেশ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৯৬. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- (ক) এম, মনসুর আলী
- (খ) তাজউদ্দীন আহমদ
- (গ) মাওলানা ভাসানী
- (ঘ) সৈয়দ নজরুল ইসলাম
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৭. বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হন
- (ক) ১১ মার্চ ১৯৪৮
- (খ) ২২ মার্চ ১৯৪৮
- (গ) ১১ মার্চ ১৯৫২
- (ঘ) ২২ মার্চ ১৯৫২
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৮.. Leaving no one behind'-কোনটির মূলনীতি?
- (ক) এমডিজি
- (খ) ডেল্টা প্ল্যান
- (গ) এসডিজি
- (ঘ) বহুমাত্রিক
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৯. ভার্চুয়াল রিয়ালটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়
- (ক) একমাত্রিক
- (খ) বহুমাত্রিক
- (গ) ত্রি– মাত্রিক
- (ঘ) বহুমাত্রিক
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০০. আন্তজার্তিক অভিবাসি দিবস কবে
- (ক) ১৮ ডিসেম্বর
- (খ) ৫মে
- (গ) ৫ জুন
- (ঘ) ১৫ জুন
- উওরঃ(ক)
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ২৮ পর্যন্ত
- প্রশ্ন : ০১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী' ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কতটি ভাষায় অনূদিত হয়?
- উওর: ৬ টি –জটিল চাকমা, মারমা, ককবরক, আচিক, কুড়মালি ও সাদরি।
- প্রশ্ন: ০২.বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে?
- উত্তর : ১৫.৫৮% (জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে)।
- প্রশ্ন: ০৩ . বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কী?
- উত্তর : নিউট্রিয়েন্ট ব্যালেন্স ।
- প্রশ্ন: ০৪. ১৭ ফেব্রুয়ারি ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়?
- উত্তর : সিলেট।
- প্রশ্ন: ০৫.বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার ব্যবস্থা চালু করে কবে?
- উত্তর : ১৫ ফেব্রুয়ারি ২০২৪
- প্রশ্ন: ০৬.বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি?
- উত্তর: ১৮টি
- প্রশ্ন: ০৭.ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে?
- উত্তর: ৪৫ বছর; সর্বোচ্চ ৭৫ বছর।
- প্রশ্ন: ০৮. ২০২২-২৩ সালের GDP'র চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় কত?
- উত্তর : ২,৭৩,৩৬০ টাকা
- প্রশ্ন: ০৯.৩ ফেব্রুয়ারি ২০১৪ থাইল্যান্ড ও শ্রীলংকার মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়?
- উত্তর : মুক্ত বাণিজ্য চুক্তি (ITA)।
- প্রশ্ন: ১০.মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে কোন প্রতিষ্ঠান ?
- উওর : নিউরালিংক
- প্রশ্ন: ১১. ২২ জানুয়ারি ২০২৪ কোন দেশ সমুদ্রের তলদেশে রেলওয়ে টানেল নির্মাণের ঘোষণা দেয়?
- উওর : মালদ্বীপ
- প্রশ্ন: ১২. গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নাম কী?
- উত্তর: জেমিনি।
- প্রশ্ন: ১৩.২০২৬ সাল থেকে সিঙ্গাপুরের সকল উড়োজাহাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করবে?
- উত্তর : পরিবেশবান্ধব জ্বালানি সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF) |
- প্রশ্ন: ১৪. মাইকেল মধুসূদন পদক ২০২৩ লাভ করেন কে?
- উত্তর : সুহিতা সুলতানা।
- প্রশ্ন: ১৫.দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি?
- উত্তর: ৩৯টি।
- প্রশ্ন: ১৬.দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন?
- উত্তর : ৭০ জন (সরাসরি নির্বাচিত ২০জন)।
- প্রশ্ন: ১৭.ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (ITFC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে?
- উত্তর: ৭ ফেব্রুয়ারি ২০২৪।
- প্রশ্ন: ১৮.২৪ ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?
- উত্তর : বঙ্গবন্ধু ।
- প্রশ্ন: ১৯.২১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
- উত্তর : পূর্ণ
- প্রশ্ন: ২০.পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?
- উত্তর: মরিয়ম নওয়াজ।
- প্রশ্ন : ২১.সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কোন শহর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়?
- উত্তর: আভদিভকা।
- প্রশ্ন: ২২.মুস্তারিবিন কোন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী?
- উত্তর: ইসরায়েল।
- প্রশ্ন: ২৩.'অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স' বলতে কী বোঝায় ?
- উত্তর :ইরান-সমর্থিত বাহিনীর নেটওয়ার্ক
- প্রশ্ন: ২৪. ২১ ফেব্রুয়ারি ২০২৪ গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটিতে আকাশপথে ত্রাণ পাঠায় কোন দেশ?
- উত্তর : যুক্তরাজ্য।
- প্রশ্ন: ২৫.যুক্তরাষ্ট্র প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে Odysseus মহাকাশযান চাঁদে অবতরণ করে কবে?
- উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০২৪।
- প্রশ্ন: ২৬.বাংলাদেশের জাতীয় দলের নতুন প্রধান নির্বাচকের নাম কী ?
- উত্তর: গাজী আশরাফ হোসেন লিপু।
- প্রশ্ন: ২৭.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেন কে?
- উত্তর : মোহাম্মদ নবী।
- প্রশ্ন: ২৮.বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরি 'আইকন অব দ্য সিজ' কবে যাত্রা শুরু করে?
- উত্তর : উত্তর: ২৭ জানুয়ারি ২০২৪।
৭১ এর মার্চ
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- প্রশ্ন : ০১. ১ মার্চ ১৯৭১ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন কে?
- উত্তর : ইয়াহিয়া খান
- প্রশ্ন: ০২.১৯৭১ সালের অসহযোগ আন্দোলন করে সংঘটিত হয়?
- উত্তর: ২-২৫ মার্চ।
- প্রশ্ন: ০৩ . পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা' এটি কোন সময়ের স্লোগান ?
- 'উত্তর : ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের।
- প্রশ্ন: ০৪. ১ মার্চ ১৯৭১ ছাত্র সংঘটনগুলো যে পরিযন গঠন করেছিল-
- উত্তর : স্বাধীন বাংলার ছাএ সংগ্রাম পরিষদ
- প্রশ্ন: ০৫.মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হন কে?
- উত্তর : শঙ্কু সমজদার
- প্রশ্ন: ০৬.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
- উত্তর : ২ মার্চ ১৯৭১।
- প্রশ্ন: ০৭.বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
- উত্তর : ২ মার্চ।
- প্রশ্ন: ০৮. বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
- উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক ছাত্রসভায়।
- প্রশ্ন: ০৯.কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?
- উত্তর : আ.স.ম. আব্দুর রব।
- প্রশ্ন: ১০.মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা করেন কে?
- উওর : শিবনারায়ণ দাস।
- প্রশ্ন: ১১.বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কবে?
- উত্তর: ৩ মার্চ ১৯৭১।
- প্রশ্ন: ১২.বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়?
- উত্তর : পল্টন ময়দানে।
- প্রশ্ন: ১৩.স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন কে ?
- উত্তর: তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ।
- প্রশ্ন: ১৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে?
- উত্তর : ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন: ১৫.বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি ঘোষণা করেন কে?
- উত্তর : আ.স.ম. আব্দুর রব।
- প্রশ্ন: ১৬.বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' ঘোষণা করা হয় কবে?
- উত্তর: ৩ মার্চ ১৯৭১।
- প্রশ্ন : ১৭.আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি' সংগীতের রচয়িতা কে?
- উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
- প্রশ্ন: ১৮.মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘঠিত হয়?
- উত্তর: গাজীপুর।
- প্রশ্ন: ১৯.পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করে কবে?
- উত্তর : ২৫ মার্চ ১৯৭১ ।
- প্রশ্ন: ২০.১৯৭১ সালের ২৫ মার্চ ছিল—
- উত্তর : বৃহস্পতিবার।
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- প্রশ্ন : ২১. বঙ্গবন্ধু ২৫ মার্চ রাত কাটায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন
- উত্তর : ১২টা ২০ মিনিটে।
- প্রশ্ন: ২২. পোড়ামাটি নীতি'- কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
- উত্তর:পাকিস্তান সেনাবাহিনী।
- প্রশ্ন: ২৩ . কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানি সৈন্যদের বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
- 'উত্তর : সাইমন ড্রিং।
- প্রশ্ন: ২৪. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কবে?
- উত্তর : ২৬ মার্চ ১৯৭১।
- প্রশ্ন: ২৫. বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?
- উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন: ২৬.বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন---
- উত্তর : ওয়ারলেসের মাধ্যমে।
- প্রশ্ন: ২৭.বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
- উত্তর : ২৬ মার্চ।
- প্রশ্ন: ২৮. কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয়?
- উত্তর : ৩০ মার্চ ১৯৭১ ।
- প্রশ্ন: ২৯. অপারেশন সার্চলাইট' যে দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়-
- উত্তর : বাংলাদেশ।
- প্রশ্ন: ৩০. বাংলাদেশ সরকার কোন তারিখকে "গণহত্যা দিবস' হিসেবে অনুমোদন করে?
- উওর : ২৫ মার্চ।
- প্রশ্ন: ৩১. এম.এ. হান্নান কোন জায়গা থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন?
- উত্তর: চট্টগ্রাম বেতার কেন্দ্র।
- প্রশ্ন: ৩২.বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা কে প্রথম প্রচার করেন ?
- উত্তর : এম.এ. হান্নান ।
- প্রশ্ন: ৩৩.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? -
- উত্তর: কালুরঘাট,চট্রগ্রাম।
- প্রশ্ন: ৩৪.মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কবে?
- উত্তর : ২৭ মার্চ ১৯৭১।
- প্রশ্ন: ৩৫.কোন দুইটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
- উত্তর : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ৩৬.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল—
- উত্তর: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
- প্রশ্ন : ৩৭.'লোকটি ও তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা 'শান্তি এড়াতে পারবে না' উক্তিটি করেছিল-
- উত্তর: ইয়াহিয়া খান ।
- প্রশ্ন: ৩৮.বঙ্গবন্ধু কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন?
- উত্তর: ইস্ট পাকিস্তান রাইফেলস।
- প্রশ্ন: ৩৯.স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয়-
- উত্তর : পঞ্চদশ সংশোধনীতে
- প্রশ্ন: ৪০.'জল্লাদের দরবার কী ?
- উত্তর : ইয়াহিয়া খানকে ব্যাঙ্গ করে নির্মিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান।
দৃষ্টিজুড়ে বাংলাদেশ ও বিশ্ব
০১ থেকে ৪১ পর্যন্ত
- চেয়ারম্যান
- ০১. পায়রা বন্দর কর্তৃপক্ষ: রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী; দায়িত্ব গ্রহণ ২৫ জানুয়ারি ২০২৪।
- ০২. বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ: জাকারিয়া; নিয়োগ ৩০ জানুয়ারি ২০২৪।
- ০৩.মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ: মো. আবু তাহের; নিয়োগ ৩১ জানুয়ারি ২০২৪।
- মহাপরিচালক
- ০৪. জাতীয় পরিচয় নিবন্ধন (NID) অনুবিভাগ: ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী; নিয়োগ ৩০ জানুয়ারি ২০২৪।
- ০৫. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি): মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী; দায়িত্ব গ্রহণ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ০৬. খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো: মো. আবদুল কাইউম সরকার; নিয়োগ ৩০ জানুয়ারি ২০২৪।
- ০৭. বাংলাদেশ কোস্টগার্ড: রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী; দায়িত্বগ্রহণ ৩১ জানুয়ারি ২০২৪।
- ০৮. এনজিও বিষয়ক ব্যুরো: মো. সাইদুর রহমান; নিয়োগ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ [২৮.০১.২৪]
- ০৯. ব্যক্তিগত চিকিৎসক: অধ্যাপক এ বি এম আবদুল্লাহ।
- ১০. বিশেষ সহকারী: নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান, শহীদ হোসাইন, বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমান (হুমায়ুন)।
- ১১. প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬): আবু জাফর রাজু।
- বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত [পরিচয়পত্র পেশ ৩১ জানুয়ারি ২০২৪]
- ১২. বোতসোয়ানা: গিলবার্ট শিম্যান মেগল
- ১৩. কম্বোডিয়া: কৈ কুয়াং
- ১৪. চেক প্রজাতন্ত্র: ড. ইলিস্কা জিগোভা
- ১৫. গাম্বিয়া: মুস্তাফা জাওয়ারা
- ১৬. হাঙ্গেরি: ইস্তভান সাবে
- ১৭. জ্যামাইকা: জেসন কে হল
- ১৮ . লুক্সেমবার্গ: পেগি ফ্রান্টজেন।
- [পরিচয়পত্র পেশ ১ ফেব্রুয়ারি ২০২৪]
- ১৯. মঙ্গোলিয়া: গ্যানবোল্ড দাম্বাজাভ
- ২০. উত্তর মেসিডোনিয়া: স্লোবোডান ইউজুনভ
- ২১. পেরু: জ্যাভিয়ের ম্যানুয়েল পাউলিনিচ ভেলার্দ
- ২২. স্লোভাক প্রজাতন্ত্র: রবার্ট ম্যাক্সিয়ান
- ২৩. স্লোভেনিয়া: মাতেজা ভোদেব ঘোষ
- ২৪. উরুগুয়ে: আলবার্তো এ গুয়ানি
- ২৫. ভেনেজুয়েলা: ক্যাপায়া রদ্রিগুয়েজ গঞ্জালেজ।
- বিবিধ
- ২৬. সংসদ সদস্য, নওগাঁ-২: শহীদুজ্জামান সরকার।
- ২৭. উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়: এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার; নিয়োগ ২১ জানুয়ারি ২০২৪।
- ২৮. মরিশাসে বাংলাদেশের হাইকমিশনার: জকি আহাদ; নিয়োগ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।
- আন্তর্জাতিক প্রেসিডেন্ট
- ২৯. গুয়াতেমালা: বানার্ড এরেভালো; দায়িত্ব গ্রহণ ১৫ জানুয়ারি ২০২৪
- ৩০. লাইবেরিয়া: জোসেফ বোয়াকাই; দায়িত্ব গ্রহণ ২২ জানুয়ারি ২০২৪
- ৩১. নামিবিয়ার: নাঙ্গোলো এমবুম্বা; দায়িত্ব গ্রহণ ৪ ফেব্রুয়ারি ২০২৪
- ৩২. ফিনল্যান্ড: আলেক্সান্ডার স্টাব, দায়িত্ব গ্রহণ ১ মার্চ ২০২৪।
- প্রধানমন্ত্রী
- ৩৩. শাদ: সককেস মাসরা; দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০২৪।
- ৩৪. উত্তর মেসিডোনিয়া: তালাত জাফেরি; দায়িত্ব গ্রহণ ২৮ জানুয়ারি ২০২৪।
- ৩৫. ইয়েমেন: আহমেদ আওয়াদ বিন মোবারক; দায়িত্ব গ্রহণ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ৩৬. কাজাখস্তান: ওলজাস বেকটেনভ; দায়িত্ব গ্রহণ ৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ৩৭. জর্জিয়া: ইরাকলি কোবাখিদজে; দায়িত্ব গ্রহণ ৮ ফেব্রুয়ারি ২০২৪।
- বিবিধ
- ৩৮. রাজা, মালয়েশিয়া: ইব্রাহিম সুলতান; দায়িত্ব গ্রহণ ৩১ জানুয়ারি ২০২৪।
- ৩৯. প্রেসিডেন্ট, আন্তর্জাতিক বিচার আদালত (ICJ): নাওয়াফ সালাম- (লেবানন); দায়িত্ব গ্রহণ ৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ৪০. চেয়ারপারসন, আফ্রিকান ইউনিয়ন (AU): মোহাম্মদ আউলদ গাজোয়ানি (মৌরিতানিয়া); দায়িত্ব গ্রহণ ১৭ ফেব্রুয়ারি ২০২৪।
- ৪১. মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড (ভারত): চম্পাই সরেন; দায়িত্ব গ্রহণ ২ ফেব্রুয়ারি ২০২৪।
দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটি
০১ থেকে ২০ পর্যন্ত
- সংসদীয় স্থায়ী কমিটি
- ০১. কার্য উপদেষ্টা কমিটি: শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬)
- ০২. সংসদ কমিটি: নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১)
- ০৩. লাইব্রেরি কমিটি: মো. শামসুল হক টুকু (পাবনা-১)
- ০৪. পিটিশন কমিটি: শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬)
- ০৫. বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি: শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬)
- ০৬. সরকারি প্রতিষ্ঠান কমিটি : মো. আবুল কালাম আজাদ (জামালপুর-৫)
- ০৭. অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি: ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬)
- ০৮. সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি : মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫)
- ০৯. বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব: মো. কামরুল ইসলাম (ঢাকা-২)
- ১০. Standing Committee on Rules of Procedure : শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬)
- ১১. Public Accounts Committee (PAC): হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩)
- মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
- ১২. আইন, বিচার ও সংসদ বিষয়ক: মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫)
- ১৩. স্বরাষ্ট্র: বেনজীর আহমদ (ঢাকা-২০)
- ১৪. অর্থ: আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০)
- ১৫. পানি সম্পদ: রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১)
- ১৬. বাণিজ্য: টিপু মুনশি (রংপুর-৪)
- ১৭. মুক্তিযুদ্ধ বিষয়ক: রফিকুল ইসলাম (চাঁদপুর-৫)
- ১৮. শিল্প: আমির হোসেন আমু (ঝালকাঠি-২)
- ১৯. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান: ইমরান আহমদ (সিলেট-৪)
- ২০. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি: কাজী নাবিল আহমেদ (যশোর-৩)
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন: সাজ্জাদুল হাসান (নেত্রকোণা-৪)
- ২২. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক: বীর বাহাদুর উশৈ সিং (বান্দরবান)
- ২৩. পরিকল্পনা: এম এ মান্নান (সুনামগঞ্জ-৩)
- ২৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়: মো. শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৪)
- ২৫. পররাষ্ট্র: এ. কে আব্দুল মোমেন (সিলেট-১)
- ২৬. জনপ্রশাসন: মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪)
- ২৭. শিক্ষা: নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)
- ২৮. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২)
- ২৯. শ্রম ও কর্মসংস্থান: এইচ এম ইব্রাহিম (নোয়াখালী-১)
- ৩০. নৌ-পরিবহন: মাহফুজুর রহমান (চট্টগ্রাম-৩)
- ৩১. সড়ক পরিবহন ও সেতু: রেজওয়ান আহাম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪)
- ৩২. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ : মু. জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২)
- ৩৩. মৎস্য ও প্রাণিসম্পদ: শ, ম রেজাউল করিম (পিরোজপুর-১)
- ৩৪. খাদ্য : শাজাহান খান (মাদারীপুর-২)
- ৩৫. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ: আ,স,ম, ফিরোজ (পটুয়াখালী-২)
- ৩৬. বস্ত্র ও পাট: গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১)
- ৩৭. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন: দীপংকর তালুকদার (রাঙ্গামাটি)
- ৩৮. প্রতিরক্ষা: মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (ঢাকা-১৬)
- ৩৯. সমাজকল্যাণ : আ,ফ, ম রুহুল হক (সাতক্ষীরা-৩)
- ৪০. মহিলা ও শিশু বিষয়ক : সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২)
সাধারণ জ্ঞান
০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. দেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ- মহেশখালী।
- ০২. 'হামহাম' জলপ্রপাত যে জেলায় অবস্থিত- মৌলভীবাজার।
- ০৩. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২।
- ০৪. বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র অবস্থিত- মহাস্থানগড়ে।
- ০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য- স্যার এ. এফ. রহমান।
- ০৬. 'মাস্টারদা সূর্য সেন' যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন- স্বদেশি।
- ০৭. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়- ১৯৫২ সালে।
- ০৮. বাংলাদেশে 'হাজং' নৃগোষ্ঠীর বসবাস- নেত্রকোণায়।
- ০৯. কৃষিভিত্তিক ইপিজেড যে জেলায় অবস্থিত- নীলফামারী।
- ১০. শিল্পাচার্য জয়নুল আবেদিনের 'দুর্ভিক্ষ চিত্রমালা'-এর মাধ্যম-কালি-তুলি।
- ১১. ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে- UNESCO।
- ১২. ২০২৩ সালে 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক' লাভ করেন- সেঁজুতি সাহা।
- ১৩. জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন- রাষ্ট্রপতি।
- ১৪. সংবিধান অনুযায়ী 'কোর্ট অব রেকর্ড' হিসেবে গণ্য সুপ্রীম কোর্ট।
- ১৫. দেশের প্রধান খনিজ সম্পদ- প্রাকৃতিক গ্যাস।
- ১৬. 'গণহত্যা জাদুঘর' যে জেলায় অবস্থিত- খুলনা।
- ১৭. বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো- ভাষা ও সংস্কৃতি।
- ১৮. ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলে প্রচলিত লোকগীতি- ঘাটু গান।
- ১৯. 'সাজেক উপত্যকা' যে জেলায় অবস্থিত- রাঙ্গামাটি।
- ২০. বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি-সেবা।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. 'ওয়ানগালা' উৎসব যে নৃগোষ্ঠী পালন করে- গারো।
- ২২. জাতীয় সংসদে 'কাস্টিং ভোট' প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন- স্পিকার।
- ২৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ-রাশিয়া।
- ২৪. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি-সৈয়দ মাইনুল হোসেন।
- ২৫. 'নিঝুম দ্বীপ' যে জেলায় অবস্থিত- নোয়াখালী।
- ২৬. দেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা- সারাহ ইসলাম।
- ২৭. বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে- ২০২৬ সালে।
- ২৮. ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়- হস্তশিল্পজাত পণ্যকে।
- ২৯. ২১তম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হলো- কুষ্টিয়ার তিলের খাজা।
- ৩০. মেট্রোরেল উদ্বোধন করা হয়- ২৮ ডিসেম্বর ২০২২।
- মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধু
- ৩১. মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র 'ধীরে বহে মেঘনা'- এর পরিচালক- আলমগীর কবির।
- ৩২. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- ৩৩. মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত 'তেলিয়াপাড়া' যে জেলায় অবস্থিত- হবিগঞ্জ।
- ৩৪. 'জয় বাংলা বাংলার জয়' গানটির রচয়িতা- গাজী মাজহারুল আনোয়ার।
- ৩৫. SURRENDER AT DACCA BIRTH OF A NATION' বইটির রচয়িতা- জে এফ আর জ্যাকব।
- ৩৬. 'মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল।
- ৩৭. যে পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দেয় নিউজ উইক।
- ৩৮. একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 'বীরপ্রতীক' খেতাব লাভ করেন- ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
- ৩৯. মুক্তিযুদ্ধে 'মুজিবনগর' যে সেক্টরের অধীন ছিল- ৮ নং সেক্টর।
- ৪০. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন- ২৩ মার্চ ১৯৬৬।
৪১ থেকে ৫৫ পর্যন্ত
- ৪১. 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানের যে তফসিলের অন্তর্ভুক্ত- ৫ম তফসিল।
- ৪২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উচ্চারিত শব্দ 'RIC'র পূর্ণরূপ- Round Table Conference!
- ৪৩. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'চিত্রা নদীর পারে' পরিচালনা করেন- তানভীর মোকাম্মেল।
- ৪৪. মুক্তিযুদ্ধের স্মারক 'শিখা চিরন্তন' অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যানে।
- ৪৫. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাবে ভূষিত হন- বীরপ্রতীক।
- ৪৬. 'অপারেশন সার্চ-লাইট' সংঘটিত হয়- ১৯৭১ সালে।
- ৪৭. মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয়- ২১ নভেম্বর ১৯৭১।
- ৪৮. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র- স্টপ জেনোসাইড।
- ৪৯. বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেন- ফিদেল কাস্ত্রো।
- ৫০. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়- ৩ মার্চ ১৯৭১।
- ৫১. বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য পরিচালিত সামরিক অভিযানের নাম- অপারেশন বিগ বার্ড।
- ৫২. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন ১৯৭৪ সালে। হয়- গাজীপুর ও রাঙ্গামাটি।
- ৫৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন স্থাপন করা
- ৫৪. ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল-বৃহস্পতিবার।
- ৫৫. মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল- কলকাতার ৮ নং থিয়েটার রোডে।
আন্তজার্তিক
০১ থেকে ৩২ পর্যন্ত
- ০১. জাতিসংঘের যে অঙ্গ সংস্থার কার্যক্রম বন্ধ রয়েছে- অছি পরিষদ
- ০২. 'আলাঙ্কা' পর্বতমালা যে মহাদেশে অবস্থিত- উত্তর আমেরিকা।
- ০৩. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ৩টি দেশে (কানাডা, মেক্সিকো। একো ও যুক্তরাষ্ট্র)।
- ০৪. বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে- যুক্তরাষ্ট্র।
- ০৫. ন্যাটোর সদস্যভুক্ত দেশ- ৩১টি।
- ০৬. সার্কভুক্ত যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি-আফগানিস্তান।
- ০৭. স্পেসএক্স (SpaceX)-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
- ০৮. 'মৃত সাগর' যে দুটি দেশের মধ্যে অবস্থিত- জর্ডান ও ইসরায়েল।
- ০৯. যে মহাদেশে সবচেয়ে বেশি স্বাধীন দেশ রয়েছে- আফ্রিকা।
- ১০. আন্তর্জাতিক সামাজিক আন্দোলন 'ব্ল্যাক লাইভস ম্যাটার' শুরু হয় ২০১৩ সালে।
- ১১. 'ফা হিয়েন' যে দেশের পর্যটক ছিলেন- চীন।
- ১২. গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে- দক্ষিণ আফ্রিকা।
- ১৩. বিশ্বের যে দেশে প্রথম ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু হয়- ক্যামেরুন।
- ১৪. চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ-জাপান।
- ১৫. OPEC-এর বর্তমান সদস্য দেশ- ১২টি।
- ১৬. ২০২৩ সালের 'ফিফা সেরা পুরুষ খেলোয়াড়' নির্বাচিত হন-লিওনেল মেসি।
- ১৭. মধ্যপ্রাচ্যের যে দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়-ইরাক।
- ১৮. Organisation of Islamic Cooperation (OIC)- এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা।
- ১৯. হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড।
- ২০. 'মোসাদ' যে দেশের গোয়েন্দা সংস্থা- ইসরায়েল।
- ২১. 'রিফিউজি' সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত -UNHCRI
- ২২. ঐতিহাসিক স্থান 'কারবালা' অবস্থিত- ইরাক।
- ২৩. ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম- ইউরো।
- ২৪. নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা- মিসরীয়।
- ২৫. প্যারিস চুক্তি হলো- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা।
- ২৬. পৃথিবীর যে শহরকে 'স্বর্ণনগরী' বলা হয়- জোহানেসবার্গ।
- ২৭. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর।
- ২৮. ৭ম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়- ভুটান।
- ২৯. ' রয়টার্স' যে দেশের সংবাদ সংস্থা- যুক্তরাজ্য।
- ৩০. যে দেশে আরব বসন্তের সূচনা হয়- তিউনিশিয়া।
- ৩১. মিয়ানমারের মুদ্রার নাম-কিয়াট।
- ৩২. সৌদি আরবের রাজধানী-রিয়াদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০১ থেকে ১৬ পর্যন্ত
- ০১. IMEI'র পূর্ণরূপ হলো- International Mobile Equipment Identity |
- ০২. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যে দেশের সহায়তায় নির্মিত হয়েছে-ফ্রান্স।
- ০৩. Bluetooth যে প্রযুক্তি ব্যবহার করে- রেডিও তরঙ্গ।
- ০৪. কম্পিউটার ভাইরাস এক ধরনের- ক্ষতিকারক প্রোগ্রাম।
- ০৫. Google Drive যে ধরনের স্টোরেজ- ক্লাউড।
- ০৬. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয়- UNICODE ।
- ০৭. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে বলা হয়- আউটসোর্সিং।
- ০৮. ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পরতে হয় তা হলো-Data glove I
- ০৯. 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে' পরিচয় করিয়ে দেন- John McCarthy |
- ১০. যে প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়- বায়োমেট্রিক্স।
- ১১. CPU'র পূর্ণরূপ- Central Processing Unit |
- ১২. মোবাইল ফোন যে পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে- ফুল ডুপ্লেক্স।
- ১৩. অপটিক্যাল ফাইবার তৈরি হয়- কাঁচ তন্ত্র দিয়ে।
- ১৪. মোবাইল ফোনের যে প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়- ২য়।
- ১৫. একটি কেন্দ্রীয় হাব দ্বারা যে টপোলজি সংযুক্ত থাকে-STAR।
- ১৬. ব্যক্তির নাম যে ধরনের ডেটা- Text।
সাধারণ বিজ্ঞান
০১ থেকে ১০ পর্যন্ত
- ০১. মহাবিশ্ব সৃষ্টির তত্ত্বটির নাম- বিগ ব্যাং তত্ত্ব।
- ০২. হীরার উপাদান- কার্বন।
- ০৩. প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ- হীরা।
- ০৪. খাদ্যের যে উপাদান কর্মশক্তি দিয়ে থাকে শর্করা।
- ০৫. কলেরা একটি- ব্যাকটেরিয়া জনিত রোগ।
- ০৬. রক্তে তরল পদার্থ রয়েছে- ৫৫%।
- ০৭. শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান- পানি।।
- ০৮. সৌরজগতে যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি-শনি।
- ০৯. ওজোন স্তর বায়ুমণ্ডলের- স্ট্রাটোমণ্ডলে অবস্থিত।
- ১০. মানুষের দেহে ক্রোমোজমের সংখ্যা-৪৬টি।
বিজ্ঞান বিভাগ
পদার্থবিজ্ঞান
০১ থেকে ১৪ পর্যন্ত
- ০১. একটি ত্রিভুজের দুই বাহু যথাক্রমে A'= 3i +j-2k এবং B = î-3j + 4k হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল- 5√3 বর্গ একক।
- ০২. 0.5 kg ভরের একটি ক্রিকেট বল 30 ms-1 বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 ms-1 বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত- 25 Ns।
- ০৩. একটি স্প্রিং-এর যে অবস্থায় এর বিভব শক্তি ½ kx² হয়- প্রসারণ ও সংকুচিত উভয় অবস্থায়।
- ০৪. কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, তার অণুগুলোর r.m.s বেগ যতগুণ বৃদ্ধি পায়-1.41।
- ০৫. পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ- [MT-2]।
- ০৬. তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে, তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে বলে- ত্রয়ী।
- ০৭. ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50°F হলে কেলভিন স্কেলে ঐ তাপমাত্রা হবে- 283K।
- ০৮. একটি রোধের গায়ে বাদামী, কালো, লাল ও সোনালি রং-এর পট্টি রয়েছে। রোধের সর্বোচ্চ মান হবে-1050Ω।
- ০৯. একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 6000Å। তরঙ্গটি যে ধরনের- দৃশ্যমান আলোক তরঙ্গ।
- ১০. কোনো বস্তুর ভর 8.36×10-3kg। এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলো। যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে- 75.24×1013 Joule |
- ১১. তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3µF, 4µF এবং 5µF। এদের সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব হবে- 12µF
- ১২. হাইড্রোজেন পরমাণুতে 5x10-11m ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন প্রতি সেকেন্ডে 6.8×10/15 বার ঘুরে। কক্ষপথের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান- 13.67 T
- ১৩. একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলম্ব এবং অভিনেত্র বিবর্ধন যথাক্রমে m₁ এবং m₂ হলে যন্ত্রের মোট বিবর্ধন-m₁xm₂
- ১৪. যদি স্পর্শকোণ 90° এর বেশি হয়, তবে তরলের পৃষ্ঠ হবে- উত্তল।
রসায়ন
০১ থেকে ১৪ পর্যন্ত
- ০১. দ্রবণে Cu²+ আয়ন পরীক্ষার জন্য প্রয়োজন- NH4OH Solution |
- ০২. পরমাণু (atom) থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে বলে- আয়নিকরণ শক্তি।
- ০৩. N2(g) + 3H2(g) =2NH3 (g) বিক্রিয়াটির Kp ও Kc এর মধ্যে সম্পর্কটি হলো- Kp = Kc (RT)-2।
- ০৪. A + O₂ অ্যাসিটোব্যাক্টর> CH3COOH, বিক্রিয়াটিতে 'A' যৌগটি হলো- ইথানল।
- ০৫. SO3/2- এর অনুবন্ধী এসিড-HSO3!
- ০৬. sp2 সংকরণ দ্বারা একটি কার্বন যে বন্ধন গঠন করে....1 টি π ও 3 টি
- ০৭. C5H12 যৌগের গাঠনিক সমাণু-3টি।
- ০৮. অনার্দ্র AICI3-এর উপস্থিতিতে বেনজিনের সাথে আমিটাইন ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় Acetophenone!
- ০৯. ইথাইল আয়োডাইড জলীয় KOH এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন Ethanol
- ১০. 2,4- ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা যে কার্যকারী মূলক শনাক্ত করা যায় তা হলো- (-CHO 5>C=0)।
- ১১. পানিতে দ্রবীভূত O2 এর ঘনমাত্রা 1×10-4 M হলে, ppm এককে ঘনমাত্রা-3.2
- ১২. CuSO4+Zn—-ZnSO4+Cu: বিক্রিয়ায় জারিত হয়-Zn
- ১৩. চিনি ও গ্লুকোজ হলো- তড়িৎ অবিশ্লেষ্য।
- ১৪. সালফাইট পাল্প তৈরিতে কুকিং লিকারের মূল উপাদান NaOH
জীববিজ্ঞান
০১ থেকে ১৮ পর্যন্ত
- ০১. নিউক্লিয়াসের প্রধান খনিজ লবণ- পটাশিয়াম।
- ০২. কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোসোম মেরুর দিকে গমন করে- অ্যানাফেজ।
- ০৩. কোষ বিভাজনের যে দশায় 'X' দেখা যায়- প্যাকাইটিন।
- ০৪. মাছে প্রোটিন থাকে- ১৬.৪৭%-১৮.৮৫% (প্রায়)।
- ০৫. ভাইরোলজির জনক বলা হয়- W. M Stanly কে।
- ০৬. যে ভাইরাসের RNA দ্বি-সূত্রক-Reo-virus, ধানের বামন রোগ।
- ০৭. ফ্ল্যাজেলাযুক্ত বা চলনক্ষম স্পোরকে বলা হয়- জুস্পোর।
- ০৮. খাদ্য উপযোগী মাশরুম- Agaricus bisporus
- ০৯. Pteris-এর প্রতিটি পত্রখণ্ডকে বলে- পিনা।
- ১০. পাতায় বোঁটা না থাকলে তাকে বলে- সেসাইল।
- ১১. পাতায় পানি-পত্ররন্ধের অবস্থান- কিনারায়।
- ১২. ফ্লাভো প্রোটিন দুই ধরনের- FMN ও FAD
- ১৩. ব্লু-বায়োটেকনোলজি- সামুদ্রিক এবং স্বাদুপানির জীবের ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ।
- ১৪. হৃৎপিণ্ডের প্রাচীরের অভ্যন্তরীণ তরলকে বলা হয়- পেরিকার্ডিয়াল ফ্লুইড।
- ১৫. একটি হিমোগ্লোবিন অণু যুক্ত হতে পারে- 4টি O2 অণুর সাথে।
- ১৬. মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন বর্জ্য হলো- ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন।
- ১৭. পরিণত বয়সে কশেরুকার মোট সংখ্যা- ২৬টি।
- ১৮. ব্লাস্টোমিয়ার স্তরকে বলা হয়-ট্রফোব্লাস্ট।
ব্যবসায় শিক্ষা
হিসাববিজ্ঞান
০১ থেকে ১৮ পর্যন্ত
- ০১. বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান (মাংS) নির্ধারণ করে-ICAB।
- ০২. আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়- বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য।
- ০৩. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য- সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ করা।
- ০৪. হিসাববিজ্ঞান আধুনিক বিশ্বে যে নামে পরিচিত- Accounting Information System!
- ০৫. হিসাববিজ্ঞানের আদি ভূমি বলা হয়- রোমকে।
- ০৬. হিসাববিজ্ঞানের মূলনীতি-তিনটি।
- ০৭. মালিক হিসাব তথ্যের যে ধরনের ব্যবহারকারী- বহিঃস্থ ব্যবহারকারী।
- ০৮. IASC'র পূর্ণরূপ- International Accounting Standard Committee ।
- ০৯. আন্তঃলেনদেনের উদাহরণ নয়- পণ্য এনা।
- ১০. হিসাববিজ্ঞানের মূলভিত্তি- লেনদেন।
- ১১. অ-নগদ (Non-Cash) লেনদেন- অনাদায়ী দেনা।
- ১২. অবচয় যে ধরনের লেনদেন- অদৃশ্যমান, অ-নগদ ও আন্তঃলেনদেন।
- ১৩. ডেবিট নোটের অপর নাম- দেনা লিপি।
- ১৪. অনাদায়ী দেনা- অস্থায়ী হিসাব।
- ১৫. অ-পরিচালন খরচ- ব্যাংক চার্জ।
- ১৬. একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি হ্রাসের কারণ- নগদ লভ্যাংশ।
- ১৭. ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ ব্যাংকের জন্য- সম্পদ।
- ১৮. কয়লা খনি যে ধরনের সম্পদ- ক্ষয়িষ্ণু সম্পদ।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
০১ থেকে ১২ পর্যন্ত
- ০১. উৎপাদন বলতে বোঝায়- উপযোগ সৃষ্টি।
- ০২. উপযোগ অর্থ অভাব মেটানোর ক্ষমতা
- ০৩. উৎপাদনের প্রথম মৌলিক একক ভূমি।
- ০৪. সংগঠন হলো- ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়।
- ০৫. প্রতিষ্ঠানে কাম্য উৎপাদন মাত্রার প্রধান লক্ষ্য- মিতব্যয়িতা অর্জন।
- ০৬. ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অসুবিধা- মূলধনের সীমাবদ্ধতা।
- ০৭. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি- ৩টি।
- ০৮. পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য- ক্রেতার সন্তুষ্টি।
- ০৯. গুণগত মান ব্যবস্থাপনার জনক- এডওয়ার্ড ডেমিং।
- ১০. ব্যবসায়ের অবস্থান বলতে বোঝায়- এলাকা বাছাই।
- ১১ . বিন্যাসের মূল উদ্দেশ্য- উৎপাদন কার্যক্রম পরিচালনা।
- ১২. আধুনিক বিপণনের জনক- ফিলিপ বাটলার।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. ইংরেজি Commerce শব্দটির উৎপত্তি- ফরাসি Komers হতে।
- ০২. ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ ভাগ করা যায়- তিন ভাগে।
- ০৩. লৌহ ও ইস্পাত যে ধরনের শিল্প- সংযুক্ত শিল্প।
- ০৪. পাবলিক কর্পোরেশন এক ধরনের সেবামূলক প্রতিষ্ঠান।
- ০৫. পেট্রোল, কেরোসিন ও ডিজেল যে ধরনের শিল্প- বিশ্লেষণ শিল্প।
- ০৬. ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব সম্পদের উপযুক্ত ব্যবহার।
- ০৭. ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান- মানব সম্পদ।
- ০৮. সর্বাধুনিক ব্যবসায় সংগঠন হলো- যৌথ উদ্যোগে ব্যবসা।
- ০৯. ব্যবসায় গঠনে মূলভিত্তি হচ্ছে- অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ।
- ১০. তহবিল জোগাড়ের জন্য সর্বোৎকৃষ্ট- একক মালিকানা কারবার।
- ১১. 'ত্রয় ক্ষমতার সমতা তত্ত্ব' প্রদান করেন- ফিশার।
- ১২. যে ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক অংশীদারি কারবার।
- ১৩. অংশীদারি কারবারের মূল উপাদান- চুক্তি
- ১৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে- ৫৮ ধারায়।
- ১৫. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা-৫০।
- ১৬. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক- পাবলিক কোম্পানি।
- ১৭. কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয়- অনুমোদিত।
- ১৮. কোম্পানির 'জন্ম পত্রিকা' বলা হয়- নিবন্ধনপত্রকে।
- ১৯. স্টক খণ্ডনের মূল উদ্দেশ্য- বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি।
- ২০. সমবায় সংগঠনের মূলমন্ত্র- একতাই বল।
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা
০১ থেকে ১২ পর্যন্ত
- ০১. BFRS'র পূর্ণরূপ- Bangladesh Financial Reporting Standards
- ০২. ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক ঋণাত্মক।
- ০৩. মুনাফা বৃদ্ধির আশায় বেশি তহবিল বিনিয়োগ করলে- তারল্য ঘাটতি হয়।
- ০৪. শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে- বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
- ০৫. আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে সুদের হারকে বলে- কলমানি রেট।
- ০৬. মুদ্রাস্ফীতি দ্বারা বোঝায়- টাকার যোগান বৃদ্ধি।
- ০৭. নগদ প্রবাহ বিবরণী হতে পাওয়া যায়- বকেয়া প্রাপ্তি।
- ০৮. 'ব্রেক ইডেন' বিন্দুতে শূন্য হয়- সুদ ও করপূর্ব মুনাফা।
- ০৯. দীর্ঘমেয়াদি অর্থৎসংস্থানের উৎস- ঋণপত্র।
- ১০. বুল মার্কেট বলতে বোঝায়- মূল্য ঊর্ধ্বমুখী বাজার।
- ১১. ব্রিজ লোন হলো- অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদি ঋণ।
- ১২. ঋণদাতা কর্তৃক ধার্যকৃত সুদের হারকে বলে- নামিক সুদের হার।