Skip to content

Post: সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি)

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী -১

১। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি ?
উত্তরঃ পঞ্চগড়
২। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?
উত্তরঃ কক্সবাজার
৩। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান
৪। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?
উত্তরঃ নবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
৫। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?
উত্তরঃ তেঁতুলিয়া
৬। বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি?
উত্তরঃ টেকনাফ
৭। বাংলাদেশের পূর্বের থানা কোনটি?
উত্তরঃ থানচি
৮। বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি?
উত্তরঃ শিবগঞ্জ
৯। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
উত্তরঃ বাংলাবান্দা
১০। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?
উত্তরঃ ছেঁড়া দ্বীপ
১১। বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি ?
উত্তরঃ আখান ইঠং
১২। বাংলাদেশের সর্ব পশ্চিমে কোন স্থান অবস্থিত?
উত্তরঃ মনাকশা
১৩।বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি?
উত্তরঃ জকিগঞ্জ
১৪। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি?
উত্তরঃ টেকনাফ
১৫। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম বিভাগ (৩৩ হাজার ৭৭১ কিলোমিটার)
১৬। আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ বিভাগ (১০৫৮৪ বর্গ কিলোমিটার)
১৭। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
উত্তরঃ ঢাকা বিভাগ।
১৮। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
উত্তরঃ বরিশাল বিভাগ।
১৯। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)
২০। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উত্তরঃ মেহেরপুর (৭১৬ বর্গ কি. মি.)
২১। আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি ?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
২২। আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি?
উত্তরঃ ওয়ারি, ঢাকা
২৩। আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)
২৪। আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
উত্তরঃ বন্দর থানা (নারায়ণগঞ্জ)
২৫। জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তরঃ ঢাকা
২৬। জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান
২৭। জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি?
উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
২৮। জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি ?
উত্তরঃ বিমানবন্দর, ঢাকা
২৯। জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি?
উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর
৩০। জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
উত্তরঃ থানচি, বান্দরবান
৩১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি?
উত্তরঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন (আয়তম ১৬৮৭.৩৯ বর্গ কিলোমিটার)
৩২। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
উত্তরঃকক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন (আয়তন-২ বর্গ কিলোমিটার)
৩৩। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি ?
উত্তরঃ ছেঁড়াদ্বীপ (যদি ছেঁড়াদ্বীপ না থাকে তাহলে সেন্টমার্টিন হবে)
৩৪। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান আবহাওয়া

 

১। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।
২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ।
৩। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তরঃ ৪টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত ।
৪। বাংলাদেশের আবহাওয়া অফিস কতটি?
উত্তরঃ ৩৫টি।
৫। বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তরঃ সমভাবাপন্ন ।
৬। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তরঃ মৌসুমী বায়ু ।
৭। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য ।
৮। বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন?
উত্তরঃ ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে ।
৯। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
উত্তরঃ ক্রান্তীয় জলবায়ু অঞ্চল ।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ।
১১। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ সিলেটের লালখানে ।
১২। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ নাটোরের লালপুরে।
১৩। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ২০৩ সে. মি. ।
১৪। বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ৩৮৮ সে. মি. (সিলেটের লালখানে)।
১৫। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত?
উত্তরঃ ৬ ঘন্টা আগে
১৬। বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ১৫৪ সে. মি. নাটোরের লালপুরে)।
১৭।বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ৩০৯ সে. মি.
১৮। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ নাটোরের লালপুর
১৯। বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২০। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ শ্রীমঙ্গল।
২১। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উত্তরঃ সিলেট।
২২। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ এপ্রিল ।
২৩। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি।
২৪। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২৫.৭০° সেলসিয়াস।
২৫। বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২০.১° সেলসিয়াস।
২৬ঃ বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২৭.৮° সেলসিয়াস।
২৭। বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা কখন কত থাকে?
উত্তরঃ সর্বোচ্চ জুলাই মাসে ৯৯% সর্বনিম্ন ডিসেম্বর মাসে ৩৬% ।
২৮। গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত?
উত্তরঃ ৬ ঘন্টা আগে।
২৯। বাংলাদেশে মোট কয়টি ঋতু?
উত্তরঃ ৬টি।
৩০। বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি?
উত্তরঃ গ্রীষ্ম, শীত ও বর্ষা ।
৩১। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র কতু বলা হয়।
উত্তরঃ বর্ষা ঋতুকে।
৩২। ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কত?
উত্তরঃ ৪২.৩° সেলসিয়াস (১৯৬০ সালে)।
৩৩। SPARRSO কী?
উত্তরঃ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।
৩৪। SPARRSO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Space Research and Remote Sensing Organization.
৩৫। SPARRSO কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।
৩৬। ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?
উত্তরঃ সিডর
৩৭। সিডর কোন শব্দ ?
উত্তরঃ সিংহলী ( এর অর্থ চোখ)
৩৮। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে আঘাত হানে?
উত্তরঃ ২৫ মে ২০২৯
৩৯। আইলা শব্দের অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।

বিসিএস কুইজ -৫

২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।

হোম
ই-শো
লাইভ টিভি
নামাজ শিক্ষা
গেইমস
চাকুরি