Skip to content
বিশ্বের প্রথম মহিলা

১. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?

⇒উত্তর:-শ্রীমাভো বন্দরনায়েক।

২. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের প্রধানমন্ত্রী ?

⇒উত্তর:-শ্রীলংকা।

৩. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে ?

⇒উত্তর:-নিউজিল্যান্ড।

৪. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে ?

⇒উত্তর:- বেনজীর ভুট্টো (পাকিস্তান)।

৫. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?

⇒উত্তর:-ইসাবেলা পেরেন-১৯৭০-৭৭, আর্জেন্টিনা।

৬. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ছিলেন?

⇒উত্তর:-এ্যালান শেপার্ড( যুক্তরাষ্ট্র)।

৭. বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন?

⇒উত্তর:- আলেজান্দ্রা কোলেনটাই- ১৯৪৩ সাল।

৮.বিশ্বের প্রথম  নোবেল বিজয়ী মহিলা কে ছিলেন ?

⇒উত্তর:- মাদাম কুরী (পদার্থ বিজ্ঞানে ১৯০৩ সালে-  পোল্যান্ড )।

৯.প্রথম শান্তিতে নোবেল বিজয়ী মহিলা কে ছিলেন?

⇒উত্তর:- বাথাভন সুটনার- ১৯০৫ সালে।

১০. সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন?

⇒উত্তর:- সেলমা লেগারলফ- ১৯০৯ সালে।

১১. বিশ্বের প্রথম মহিলা ফুটবল রেফারী কে ছিলেন?

⇒উত্তর:- পাবলাে বাজোলী।

১২. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অধ্যাপক কে ছিলেন?

⇒উত্তর:- ডরােথী গ্যারােড-১৯৩৯ সালে।

১৩. বিশ্বের প্রথম লাইসেন্স প্রাপ্ত মহিলা কে ছিলেন?

⇒উত্তর:- পাইলট হ্যারিয়েট কইম্বি-১৯১১ সালে।

১৪.বিশ্বের প্রথম মহিলা মহাশূন্য যাত্রী কে ছিলেন?

⇒উত্তর:-বেলেন্তিনা তেরেসকোভা- ১৯৬৩ সাল।

১৫. জাপানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

⇒উত্তর:-মাকিকো তানাকা।

১৬. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?

⇒উত্তর:-কল্পনা চাওলা।

১৭. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ?

⇒উত্তর:-ইন্দিরা গান্ধী।

১৮. ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে ?

⇒উত্তর:-প্রতিভা পাতিল।

১৯. ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

⇒উত্তর:- মার্গারেট থ্যাচার।

২০. যুক্তরাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন?

⇒উত্তর:- ক্যাথ্রিন এ্যাথল- ১৯২৩ সালে।

২১. যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার কে ?

⇒উত্তর:-ন্যান্সি পেলোসিও।

২২. যুক্তরাজ্যের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীর কে ছিলেন?

⇒উত্তর:- ম্যাকলিন অল ব্রাইট।

২৩. ক্যারিবিয়ান দেশ গুলার প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে ছিলেন?

⇒উত্তর:-ইউজেনিয়া চার্লস-১৯৮০ সাল।

২৪. এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?

⇒উত্তর:-কোরাজন একুইনো।

২৫.মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ?

⇒উত্তর:-মেঘবতী সুকর্ণপুত্রী।

২৬. দক্ষীণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে ?

⇒উত্তর:- চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

২৭. বিশ্বের প্রথম মহিলা স্পিকার কে ?

⇒উত্তর:-ওগল রুডার জিনেক।

২৮. বিশ্বের প্রথম মুসলিম মহিলা স্পিকার কে ?

⇒উত্তর:-ফাহমিদা মির্জা।

২৯. জাতিসংঘের প্রথম নারী সভাপতি কে ?

⇒উত্তর:-বিজয় লক্ষী পন্ডিত।

৩০. জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল কে ?

⇒উত্তর:-প্যাট্রিসিয়া ডুরাই।

৩১. আন্তজার্তিক আদালতের প্রথম নারী বিচারক কে ?

⇒উত্তর:-রোজালিন হিগিন্স।

৩২. কমনওয়েলথ এর প্রথম নারী মহাসচিব কে ?

⇒উত্তর:-প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড।

৩৩. উত্তর গোলার্ধে মহিলা সমুদ্র অভিযাত্রী

⇒ উত্তর:- ডোমিনিক আরডুইন

৩৪. এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা  কে ?

⇒উত্তর:- জুনকো তাবেই।

হোম
ই-শো
লাইভ টিভি
নামাজ শিক্ষা
গেইমস
চাকুরি