Skip to content
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী- ১

✬ ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম – ডেনব্রুগ।

✬ সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে – ডেনমার্ক।

✬ পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর ।

✬ পোল্যান্ড এর পার্লামেন্ট – সীম।

✬ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ – কুড়িল দ্বীপপুঞ্জ।

✬ রাশিয়ার সম্রাটদের বলা হতো- জার।

✬ রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ এশিয়ার দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং।

✬ সুমেরীয়দের ধর্ম মন্দির – জিগুরাত।

✬ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ – চীন।

✬ পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু – হীরা।

✬ রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর – জেরিকো।

✬ ‘হেল বপ’ ধূমকেতু আবিষ্কার হয় – ১৯৯৫ সালে।

✬ ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত – ফ্লোরেন্স নাইটিংগেল।

✬ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত – ক্রিমিয়ার যুদ্ধ।

✬ এশিয়ার ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ।

✬ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট – জর্জ ওয়াশিংটন।।

✬ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে।

✬ ভূমধ্যসাগরীয় দেশ – আলজেরিয়া।

✬ অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব যে দেশে সংঘটিত হয় – রাশিয়া।

✬ পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ – পিরামিড।

✬ অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন – লেলিন।

✬ বিশ্বের সবচেয়ে সরু দেশ – চিলি।

✬ CIS এর সদরদপ্তর – মিনস্ক, বেলারুশ।

✬ নিউজিল্যান্ডের রাজধানী – ওয়েলিংটন।

✬ ‘Imperialism, the Highest Stage of Capitalism ‘ রচনা করেছেন – লেলিন।

✬ যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে – লেলিন।

✬ ইরাকের প্রাচীন নাম – মেসোপটেমিয়া।

✬ লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম – সেন্ট পিটার্সবার্গ।

✬ জাপানের সবচেয়ে বড় দ্বীপ – হনসু।

✬ ‘জুলিয়াস সিজার’ বিখ্যাত ছিলেন – রোমান সম্রাট হিসাবে।

✬ হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।

✬ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন)।

✬ ‘জুলু’ উপজাতি বাস করে – দক্ষিণ আফ্রিকায়।

✬ গ্লাসনস্ত অর্থ – খোলামেলা আলোচনা।

✬ “ওয়েস্ট ইন্ডিজ” নামকরণ করেন – ক্রিস্টোফার কলম্বাস।

✬ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে – রাশিয়া।

✬ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক – রাশিয়া।

✬ ‘কনফুসিয়াস’ ছিলেন – চীনা দার্শনিক।

✬ ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ – গ্রিস।

✬ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো – ১৫ টি।

✬ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় – ১৯৯১ সালে।

✬ CIS এর সদস্য – ১১টি।

✬ ককেশাস অঞ্চলে অবস্থিত – ইউরোপে।

✬ স্টেট ডুমা যে দেশের আইনসভা – রাশিয়া।

✬ রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর – ভ্লাদিভস্টক।

✬ পারসিক ধর্মের প্রবর্তক – জরথ্রুস্ট।

✬ সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় – মালয়েশিয়া।

✬ জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি – ভ্লাদিভোস্টক।

✬ আয়তনে পৃথিবীর ছোট দেশ – ভ্যাটিকান।

✬ যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত – রাশিয়া।

✬ ‘অরেঞ্জ বিপ্লব” সংঘটিত হয় – ইউক্রেনে।

✬ বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্টিত হয় – চীন।

✬ পৃথিবীর প্রশস্ততম নদী – আমাজন।

✬ পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন – স্পেনে।

✬ সুইজারল্যান্ড এর প্রাচীন নাম – হেলভেটিয়া।

✬ ফ্যাসিজমের প্রবর্তক – বেনিটো মুসোলিনি।

✬ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী – তুরস্কে।

✬ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে – পেরুতে।

✬ ইটালির আইনসভার নাম- পার্লামেন্ট।

✬ বিশ্বের মানচিত্রে যে দেশকে ‘লং সু’ মনে হয় – ইটালি।

✬ আধুনিক জার্মানির জনক – অটোভন বিসমার্ক।

✬ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ” – এডলফ হিটলার।

✬ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ – আইসল্যান্ড।

✬ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো – লাস্ট সাপার।

✬ নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।

✬ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য – গিলগামেস।

✬ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর কার্যক্রম শুরু করে – ১৯৪৭ সালে।

✬ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম – গেস্টাপো।

✬ হিটলারের আত্মজীবনীগ্রন্থ – Mein Kampf।

✬ জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা – ম্যাজিনো লাইন।

✬ নীল নদের উৎপত্তি হয়েছে – ভিক্টোরিয়া হ্রদ।

✬ বার্লিন প্রাচীর তৈরি করা হয়- ১৯৬১ সালে।

✬ বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য – ১৫৫ কি.মি.

✬ ইতিহাস বিখ্যাত “ট্রয় নগরী” – তুরষ্কে।

✬ সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র – ইন্দোনেশিয়া।

✬ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩ সালে।

✬ ক্রিস্টোফার কলম্বাস – ইতালির নাবিক।

✬ বার্লিন প্রাচীরের পতন ঘটে – ১৯৮৯ সালের ৯ নভেম্বর।

✬ পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় – ব্যাবিলনে।

✬ পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় – ১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে)।

✬ হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন – ১৯৩৩ সালে।

সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী

✬ ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম – ডেনব্রুগ।

✬ সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে – ডেনমার্ক।

✬ পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর ।

✬ পোল্যান্ড এর পার্লামেন্ট – সীম।

✬ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ – কুড়িল দ্বীপপুঞ্জ।

✬ রাশিয়ার সম্রাটদের বলা হতো- জার।

✬ রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ এশিয়ার দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং।

✬ সুমেরীয়দের ধর্ম মন্দির – জিগুরাত।

✬ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ – চীন।

✬ পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু – হীরা।

✬ রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর – জেরিকো।

✬ ‘হেল বপ’ ধূমকেতু আবিষ্কার হয় – ১৯৯৫ সালে।

✬ ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত – ফ্লোরেন্স নাইটিংগেল।

✬ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত – ক্রিমিয়ার যুদ্ধ।

✬ এশিয়ার ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ।

✬ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট – জর্জ ওয়াশিংটন।।

✬ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে।

✬ ভূমধ্যসাগরীয় দেশ – আলজেরিয়া।

✬ অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব যে দেশে সংঘটিত হয় – রাশিয়া।

✬ পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ – পিরামিড।

✬ অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন – লেলিন।

✬ বিশ্বের সবচেয়ে সরু দেশ – চিলি।

✬ CIS এর সদরদপ্তর – মিনস্ক, বেলারুশ।

✬ নিউজিল্যান্ডের রাজধানী – ওয়েলিংটন।

✬ ‘Imperialism, the Highest Stage of Capitalism ‘ রচনা করেছেন – লেলিন।

✬ যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে – লেলিন।

✬ ইরাকের প্রাচীন নাম – মেসোপটেমিয়া।

✬ লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম – সেন্ট পিটার্সবার্গ।

✬ জাপানের সবচেয়ে বড় দ্বীপ – হনসু।

✬ ‘জুলিয়াস সিজার’ বিখ্যাত ছিলেন – রোমান সম্রাট হিসাবে।

✬ হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।

✬ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন)।

✬ ‘জুলু’ উপজাতি বাস করে – দক্ষিণ আফ্রিকায়।

✬ গ্লাসনস্ত অর্থ – খোলামেলা আলোচনা।

✬ “ওয়েস্ট ইন্ডিজ” নামকরণ করেন – ক্রিস্টোফার কলম্বাস।

✬ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে – রাশিয়া।

✬ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক – রাশিয়া।

✬ ‘কনফুসিয়াস’ ছিলেন – চীনা দার্শনিক।

✬ ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ – গ্রিস।

✬ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো – ১৫ টি।

✬ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় – ১৯৯১ সালে।

✬ CIS এর সদস্য – ১১টি।

✬ ককেশাস অঞ্চলে অবস্থিত – ইউরোপে।

✬ স্টেট ডুমা যে দেশের আইনসভা – রাশিয়া।

✬ রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর – ভ্লাদিভস্টক।

✬ পারসিক ধর্মের প্রবর্তক – জরথ্রুস্ট।

✬ সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় – মালয়েশিয়া।

✬ জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি – ভ্লাদিভোস্টক।

✬ আয়তনে পৃথিবীর ছোট দেশ – ভ্যাটিকান।

✬ যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত – রাশিয়া।

✬ ‘অরেঞ্জ বিপ্লব” সংঘটিত হয় – ইউক্রেনে।

✬ বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্টিত হয় – চীন।

✬ পৃথিবীর প্রশস্ততম নদী – আমাজন।

✬ পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন – স্পেনে।

✬ সুইজারল্যান্ড এর প্রাচীন নাম – হেলভেটিয়া।

✬ ফ্যাসিজমের প্রবর্তক – বেনিটো মুসোলিনি।

✬ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী – তুরস্কে।

✬ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে – পেরুতে।

✬ ইটালির আইনসভার নাম- পার্লামেন্ট।

✬ বিশ্বের মানচিত্রে যে দেশকে ‘লং সু’ মনে হয় – ইটালি।

✬ আধুনিক জার্মানির জনক – অটোভন বিসমার্ক।

✬ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ” – এডলফ হিটলার।

✬ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ – আইসল্যান্ড।

✬ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো – লাস্ট সাপার।

✬ নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।

✬ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য – গিলগামেস।

✬ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর কার্যক্রম শুরু করে – ১৯৪৭ সালে।

✬ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম – গেস্টাপো।

✬ হিটলারের আত্মজীবনীগ্রন্থ – Mein Kampf।

✬ জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা – ম্যাজিনো লাইন।

✬ নীল নদের উৎপত্তি হয়েছে – ভিক্টোরিয়া হ্রদ।

✬ বার্লিন প্রাচীর তৈরি করা হয়- ১৯৬১ সালে।

✬ বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য – ১৫৫ কি.মি.

✬ ইতিহাস বিখ্যাত “ট্রয় নগরী” – তুরষ্কে।

✬ সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র – ইন্দোনেশিয়া।

✬ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩ সালে।

✬ ক্রিস্টোফার কলম্বাস – ইতালির নাবিক।

✬ বার্লিন প্রাচীরের পতন ঘটে – ১৯৮৯ সালের ৯ নভেম্বর।

✬ পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় – ব্যাবিলনে।

✬ পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় – ১৯৯০ সালের ৩ অক্টোবর (মধ্যরাতে)।

✬ হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন – ১৯৩৩ সালে।

✬ জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর – অ্যাঞ্জেলা মার্কেল।

✬ গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা – ডেনমার্ক।

✬ জার্মানির আইনসভা – বুনডেসটাগ।

✬ পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয় – ভারতে।

✬ জাতিসংঘের অফিসিয়াল ভাষা – ৬টি।

✬ জার্মানিতে চ্যান্সেলর পদটি – প্রধানমন্ত্রীর সমতুল্য পদ।

✬ আফগানিস্তানের প্রধান ভাষা – পশতু।

✬ গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা নাম – আফ্রোডাইট।

✬ ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।”- কার্ল মার্কস।

✬ প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল – ইরান।

✬ এডলফ হিটলার জন্মগ্রহণ করেন – অস্ট্রিয়ায়।

✬ বিশ্বের দীর্ঘতম নদী – নীলনদ।

✬ ‘শতবর্ষ ব্যাপী যুদ্ধ’ এর সময়কাল – (১৩৩৭-১৪৫৩)।

✬ ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবী করেন – ৩য় এডওয়ার্ড।

✬ জোয়ান অব আর্ক – ফরাসি বীর কন্যা।

✬ পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় – কারুইন।

✬ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন – কলম্বাস।

✬ ফরাসি বিপ্লব হয় – ১৭৮৯ সালে।

(তথ্য সংগৃহীত)

সাধারণ জ্ঞান  আন্তর্জাতিক বিষয়াবলী -২

✬প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।

✬প্রশ্ন: ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।

✬প্রশ্ন: মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: কাজাকিস্তান (বিশ্বে নবম)

✬প্রশ্ন: পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত।
উত্তর: তুরস্ক ও রাশিয়া।

✬প্রশ্ন: ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তর: বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয় ভিয়েতনামকে।

✬প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।

✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।

✬প্রশ্ন: সুরিনামের পূর্ব নাম কি?
উত্তর: ডাচ গায়ানা।

✬প্রশ্ন: বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ব্রাজিল।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।

✬প্রশ্ন: পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তর: মিশরে।

✬প্রশ্ন: রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটার।

✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।

✬প্রশ্ন: পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?
উত্তর: ৬০০০ বার।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?
উত্তর: ওকল্যান্ড,আমেরিকা।

✬প্রশ্ন: কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?
উত্তর: ভারতে।

✬প্রশ্ন: সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?
উত্তর: চীনে।

✬প্রশ্ন: কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?
উত্তর: জাপানে।

✬প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কি?
উত্তর: রিভার ডি।

✬প্রশ্ন: আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: রোজালিন হিগিন্স(ব্রিটেন)

✬প্রশ্ন: মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম কি?
উত্তর: রেড ক্রিসেন্ট।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তর: কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায়?
উত্তর: বাংলাদেশে।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় কোথায়?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ কোনটি?
উত্তর: চীন।

✬প্রশ্ন: কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে?
উত্তর: অস্ট্রেলিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায়?
উত্তর: হলিউড, আমেরিকা।

✬প্রশ্ন: সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মালয়েশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি?
উত্তর: ইতালি।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

✬প্রশ্ন: প্রধান চা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: খনিজ তেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব।

✬প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান অভ্র রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং।

✬প্রশ্ন: কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উত্তর: পেরু।

✬প্রশ্ন: ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।

✬প্রশ্ন: ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উত্তর: ১৮৬১ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ডিসেম্বর ১৯৪৫।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উত্তর: ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর: নেদারল্যান্ডস।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডি.সি।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর: ২৫ জুন ১৯৪৬ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৮৯টি।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে?
উত্তর: ১৯৬৬ সালে।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৭।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০ অক্টোবর ১৯৭৫।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৬টি।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদি আরব।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে?
উত্তর: ভারত।

প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর: রাশিয়া।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদস্য সংখ্যা কতটি?
উত্তর: এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর: চীন।

সাধারণ জ্ঞান  আন্তর্জাতিক বিষয়াবলী -৩

✬প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।

✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ চীন।

✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।

✬প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উঃ ২৩৩ টি।

✬প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ২০৩ টি।

✬প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৫ টি।

✬প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)

✬প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উঃ ১২২ টি।

✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।

✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।

✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উঃ চিলি।

✬প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।

✬প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উঃ জাপান, ইন্দোনেশিয়া।

✬প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।

✬প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।

✬প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।

✬প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উঃ ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)

✬প্রশ্নঃ টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
উত্তরঃ ১৯১২ সালে।

✬প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রিগভেলি (নরওয়ে)।

✬প্রশ্নঃ প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উত্তরঃ আনোয়ার সাদাত।

✬প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তরঃ ১১ জুলাই।

✬প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৭ এপ্রিল।

✬প্রশ্নঃ SAPTA ভূক্ত দেশ কয়টি?
উত্তরঃ ৮ টি।

✬প্রশ্নঃ UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।

✬প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডং।

✬প্রশ্নঃ বিশ্বের গভীরতম খাত কোনটি?
উত্তরঃ ম্যারিয়ানা খাত।

✬প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।

✬প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ জর্ডান।

✬প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি?
উত্তরঃ হামিং বার্ড।

✬প্রশ্নঃ সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উত্তরঃ অ্যালবাটর্স।

✬প্রশ্নঃ NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।

✬প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?
উত্তরঃ কংগ্রেস।

✬প্রশ্নঃ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জর্জ ওয়াসিংটন।

✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।

✬প্রশ্নঃ A Brief History of time- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ স্টিফেন হকিং।

✬প্রশ্নঃ প্রথম অলিম্পিক শুরু হয় কবে?
উত্তরঃ ৭৭৬ খ্রিষ্টাব্দে।

✬প্রশ্নঃ ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ২০ মার্চ ২০০৩সালে।

✬প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।

✬প্রশ্নঃ “আবু সায়াফ” কি?
উত্তরঃ ফিলিপাইনের গেরিলা সংস্থা।

✬প্রশ্নঃ “ফোর্স সেভেনটিন” কি?
উত্তরঃ ফিলিস্তিনের গেরিলা সংস্থা।

✬প্রশ্নঃ “কারেন” কি?
উত্তরঃ মায়ানমারের গেরিলা সংস্থা।

✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।

✬প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক।

✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?
উত্তরঃ কচ্ছপ।

✬প্রশ্নঃ পাখির রাজা বলা হয় কাকে?
উত্তরঃ ঈগল।

✬প্রশ্নঃ হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
উত্তরঃ ফিনল্যান্ড।

✬প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ সুদান।

✬প্রশ্নঃ IFC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Finance Corporation

✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালে।

✬প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে?
উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে।

✬প্রশ্নঃ OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দায়, সৌদি আরব।

✬প্রশ্নঃ ২০১০ সালের ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল?
উত্তরঃ জাকুমি।

✬প্রশ্নঃ বিশ্বের ৫০ বছরের সেরা ফুটবলার কে?
উত্তরঃ পেলে।

✬প্রশ্নঃ রাজীব গান্ধীর হত্যাকারী নারীর নাম কি?
উত্তরঃ ললিনী।

✬প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা স্পীকারের নাম কি?
উত্তরঃ ফাহমিদা মির্জা।

✬প্রশ্নঃ ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে।

✬প্রশ্নঃ ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ইংল্যান্ডে।

✬প্রশ্নঃ OPEC- এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।

✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে পপ তারকা কে?
উত্তরঃ মাইকেল জ্যাকসন।

✬প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহন করেন?
উত্তরঃ আল বেনিয়া।

✬প্রশ্নঃ শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম কি?
উত্তরঃ বার্থাভান সুটনার।

✬প্রশ্নঃ মানবাধিকার বাস্তবায়নে আন্তজার্তিক চুক্তির স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৮ সালে।

✬প্রশ্নঃ হ্যরিপটার কি?
উত্তরঃ সাম্প্রতিক কালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই।

✬প্রশ্নঃ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়?
উত্তরঃ নয়াদিল্লি, ভারত।

✬প্রশ্নঃ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ কাঠমন্ডুতে।

✬প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের জনক কে?
উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা।

✬প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?
উত্তরঃ দিয়াগো ফোরলান, উরুগুয়ে।

✬প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন কে?
উত্তরঃ থমাস মুলার, জার্মানি।

✬প্রশ্নঃ ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ব্রাজিলে।

✬প্রশ্নঃ বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংক্যা কত?
উত্তরঃ ৩ জন।

✬প্রশ্নঃ স্টিফেন হকিং কে?
উত্তরঃ একজন পদার্থবিদ।

✬প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে কবে থেকে?
উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১০সাল।

✬প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)

✬প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত?
উত্তরঃ ৫১,১০,০০,০০০ বর্গ কি. মি.।

✬প্রশ্নঃ সূর্য কত বছর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে?
উত্তরঃ ১১ বছর পর পর।

✬প্রশ্নঃ সোলার ঈগল কি?
উত্তরঃ সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান- বোয়িং)

✬প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্যযোগ্য ট্যাবলেট কম্পিউটার কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

✬প্রশ্নঃ পৃথিবীর প্রধান ভাষা কয়টি?
উত্তরঃ ১৬০ টি।

✬প্রশ্নঃ সংখ্যার দিক থেকে সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন।

✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথায়?
উত্তরঃ ভারতে।

✬প্রশ্নঃ “সিনহুয়া” সংবাদ সংস্থাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চীনে।

✬প্রশ্নঃ ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদেরকে?
উত্তরঃ মিশরীয়দের কে।

✬প্রশ্নঃ ইসরাইলে চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি?
উত্তরঃ ইটান যার অর্থ “শক্তিশালী”।

✬প্রশ্নঃ ফেব্রুয়ারী ২০১০সালে কোন দেশ প্রথম জেলার রশ্মি দিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

✬প্রশ্নঃ ১১ ফেব্রুয়ারী ২০১০সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গভেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কৃত্রিম উপগ্রহটি পাঠায়?
উত্তরঃ সোলার ডায়নামিক অব্জারভেটরি(SDO).

✬প্রশ্নঃ ২০১০ সালে গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচিত্র কোনটি?
উত্তরঃ অ্যাভাটার।

✬প্রশ্নঃ অ্যাভাটার চলচিত্রের পরিচালক কে?
উত্তরঃ জেমস ক্যামরন।

✬প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তরঃ রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।

✬প্রশ্নঃ আন্তজার্তিক নদী বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দানিয়ুব নদীকে।

✬প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৯১৪ সালে।

✬প্রশ্নঃ বি-৫২ কি?
উত্তরঃ একধরনের বোমার বিমান।

✬প্রশ্নঃ জাপানের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ ডায়েট।

✬প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের পূর্ব নাম কি?
উত্তরঃ পঞ্চায়েত।

✬প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর: রাশিয়া।

✬প্রশ্ন: ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।

✬প্রশ্ন: ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর: নেদারল্যান্ডস।

✬প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর : নিউইয়র্ক।

✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর : পর্তুগালের লিসবনে।

✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর : এশিয়া ও ইউরোপকে।

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর : গ্রান্ডখাল (চীন)।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী-৪

✬প্রশ্ন – চীনের দুঃখ কোন নদী ?
উত্তর: হোয়াংঘো ।

✬প্রশ্ন – নদীমাতৃক দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ ।

✬প্রশ্ন – সাদা হাতির দেশ কোনটি ?
উত্তর: থাইল্যান্ড ।

✬প্রশ্ন – সূর্যোদয়ের দেশ কোনটি ?
উত্তর: জাপান ।

✬প্রশ্ন – আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?
উত্তর: নেদারল্যান্ডসে ।

✬প্রশ্ন – বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।

✬প্রশ্ন – পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি ?
উত্তর: মসকোর ঘণ্টা ।

✬প্রশ্ন – আইপেল টাওয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: থ্যান্স ফেরী ।

✬প্রশ্ন – গুয়ানতানোম বান্দরশাল কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা ।

✬প্রশ্ন – পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই ?
উত্তর: মালদ্বীপ ।

✬প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তর: দিল্লীরশাহী জামে মসজিদ ।

✬প্রশ্ন – জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম মুসলিম কোনটি ?
উত্তর: ইন্দোনেশিয়া ।

✬প্রশ্ন – দীঘর্তম সমুদ্রসৈকত কোনটি ?
উত্তর: কক্সবাজার (১৫৫ কিলোমিটার) ।

✬প্রশ্ন – সিন্ধু নদ কোথায় অবস্থিত ?
উত্তর: পাকিস্তানে ।

✬প্রশ্ন – বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি ?
উত্তর: তৈগা বনভূমি (সাইবেরিয়া, রাশিয়া) ।

✬প্রশ্ন – কোন দেশে পাগল বেশি ?
উত্তর: বার্মায় ।

✬প্রশ্ন – পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে ?
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে ।

✬প্রশ্ন – কোন দেশে মাটি ছাড়াই আলু উৎপাদন করে ?
উত্তর: চীন দেশে ।

✬প্রশ্ন – বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি ?
উত্তর: লাইব্রেরি অব কংগ্রেস ।

✬প্রশ্ন – বিশ্বের কোন দেশে নারী বেশি ?
উত্তর: রাশিয়ায় ।

✬প্রশ্ন – কোন দেশের লোকেরা কাঠির সাহায্য ভাত খায় ?
উত্তর: চীন দেশের লোকেরা ।

✬প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় বই কোনটি ?
উত্তর: জার্মান প্রিন্স এটলাস, ওজন ৬৭ মন ।

✬প্রশ্ন – নীল-নদ কোথায় অবস্থিত ?
উত্তর: মিশরে অবস্থিত ।

✬প্রশ্ন – কোন দেশের একটি গ্রামের নাম ‘রুপসী বাংলা’ বলা হয় ?
উত্তর: আইভরি কোস্ট ।

✬প্রশ্ন – মিসিসিপি নদী কোথায় অবস্থিত ?
উত্তর: আমেরিকা ।

✬প্রশ্ন – অস্ট্রেলিয়ার বিখ্যাত নদী কোনটি ?
উত্তর: মারে ডার্লিং ।

✬প্রশ্ন – আমাজান নদী কোথায় অবস্থিত ?
উত্তর: দক্ষিণ আমেরিকায় অবস্থিত ।

✬প্রশ্ন – আমুর নদী কোথায় অবস্থিত ?
উত্তর: রাশিয়ায় ।

✬প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি ?
উত্তর: মিসিসিপি ।

✬প্রশ্ন – কঙ্গো নদী কোথায় অবস্থিত ?
উত্তর: আফ্রিকায় ।

✬প্রশ্ন – হোয়াংহো নদী কোথায় অবস্থিত ?
উত্তর: চীন দেশে অবস্থিত ।

✬প্রশ্ন – আফ্রিকার জনবহুল দেশ কোনটি ?
উত্তর: নাইজেরিয়া ।

✬প্রশ্ন – বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি ?
উত্তর: চীনদেশ ।

✬প্রশ্ন – পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি ?
উত্তর: হিমালয় পর্বতমালা ।

✬প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি ?
উত্তর: সাহারা মরুভূমি ।

✬প্রশ্ন – কোন দেশকে নীল নদের দেশ বলা হয় ?
উত্তর: মিশরকে ।

✬প্রশ্ন – বিশ্বের কোন নদীতে মাছ নেই ?
উত্তর: জর্ডান নদীতে ।

✬প্রশ্ন – কচিং কোন দেশের প্রধান সমুদ্রবন্দর ?
উত্তর: মালয়েশিয়া ।

✬প্রশ্ন – কোন দেশে মোবাইল বাড়ি ঘর আছে ?
উত্তর: সুইজারল্যান্ড ।

✬প্রশ্ন – বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি ?
উত্তর: লন্ডন ।

✬প্রশ্ন – কোন দেশে পাথরে গাছ হয় ?
উত্তর: রেডিসিয়ার নেটিভ ভিজিয়া জঙ্গলে ।

✬প্রশ্ন – পৃথিবীর কোন দেশে সাপ নেই ?
উত্তর: হাওয়াই দ্বীপও আইসল্যান্ডে ।

✬প্রশ্ন – কোন দেশে কাক নেই ?
উত্তর: লক্ষী দ্বীপে ।

✬প্রশ্ন – পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল কোথায় অবস্থিত ?
উত্তর: আমেরিকার শিকাগো শহরে ।

✬প্রশ্ন – বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি ?
উত্তর: রিজেন্ট পার্ক, লন্ডন ।

✬প্রশ্ন – পৃথিবীর বৃহত্তম হুদ কোনটি ?
উত্তর: কাসিয়ান সাগর ।

✬প্রশ্ন – মেকং নদী কোথায় অবস্থিত ?
উত্তর: ইন্দেচীন (ভিয়েত নাম, কম্বোড়িয়া লাওস) ।

✬প্রশ্ন – এশিয়ার বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর: দক্ষিণ চীন সাগর ।

✬প্রশ্ন – পানামার বিমান সংস্থার নাম কি ?
উত্তর: কোপা ।

✬প্রশ্ন – মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি ?
উত্তর: কাজকিস্তান (বিশ্বের নবম) ।

✬প্রশ্ন – ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ?
উত্তর: ভূমধ্যসাগর ।

✬প্রশ্ন – পৃথিবীর গভীরতম খাল কোনটি ?
উত্তর: পানামা খাল ।

✬প্রশ্ন – পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
উত্তর: ম্যারিয়ান টেন্স ।

✬প্রশ্ন – পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
উত্তর: বইকাল হ্রদ।

✬প্রশ্ন – ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।

✬প্রশ্ন – মাউন এভারেষ্ট কোথায় অবস্থিত ?
উত্তর: নেপাল ও তিব্বতের মধ্যে অবস্থিত ।

✬প্রশ্ন – মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাষ্ট্র ।

✬প্রশ্ন – মারে ডারলিং নদীর অবস্থান কোন দেশে ?
উত্তর : অস্ট্রলিয়া ।

✬প্রশ্ন – বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর: মেসোপটেমিয়ার ।

✬প্রশ্ন – ক্যাঙ্গারুর দেশ কোনটি ?
উত্তর: অস্ট্রেলিয়া ।

✬প্রশ্ন – গেটওয়াল কোথায় অবস্থিত ?
উত্তর: গেটওয়াল চীন দেশে ।

✬প্রশ্ন – লুবোর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর: ফ্রান্স, প্যারিসে লুবোর মিউজিয়াম অবস্থিত ।

হোম
ই-শো
লাইভ টিভি
নামাজ শিক্ষা
গেইমস
চাকুরি